07/08/2025
সৌদি আরবের মক্কায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় গেলেন হাফেজ বশির আহমাদ ও আমাদের উস্তাদ শাইখ নেছার আহমাদ আন নাছিরী
বাংলাদেশের প্রতিনিধি হাফেজ বশির,সে শাইখ নেছার আহমদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র যার অবস্থান দনিয়া কলেজের পশ্চিমে,কাজলা ফুটওভার ব্রীজ সংলগ্ন, যাত্রাবাড়ি ঢাকা।
এবার ২০২৫ সৌদি আরবের মসজিদে হারামের ভিতরে অনু্ষ্ঠিত বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এই মেধাবী প্রতিযোগী।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রনালয়ের মাধ্যমে নির্বাচিত হয় হাফেজ বশির..
বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে আজ সৌদি আরবে উদ্দেশ্যে বিমান বন্দর ত্যাগ করেন।
শাইখ নেছার সাহেবের পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার এই কৃতি ছাত্র হাফেজ বশির এর আগে ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে গত বছর বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি গত বছরই আলজেরিয়ায় বিশ্ব কুরআন প্রতিযোগিতায় তৃতীয়, পি এইচপি কুরআনের আলো এনটিভিতে প্রথম, ও হুফফাজুল কুরআনেও প্রথম হয় আলহামদুলিল্লাহ
গত বছর ২০২৪ এর সৌদির এই প্রতিযোগিতায় আমি প্রথম হয়েছিলাম আলহামদুলিল্লাহ।
এভাবেই প্রতি বছর বাংলাদেশের লাল সবুজের পতাকার জন্য বিশ্বজয় নিয়ে আসেন ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের হাতপাখার এম,পি পদপ্রার্থী শাইখ নেছার আহমাদ আন নাছিরী।
শায়খ নেছার আহমদ আন নাছিরী—একজন নিবেদিত কোরআনপ্রেমী, যার হাত ধরে শতাধিক প্রতিভাবান হাফেজ ছাত্র বিভিন্ন রার্ষ্ট্রে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশকে সারা বিশ্বের কাছে প্রতি বছর তুলে ধরে সম্মানিত করছে আলহামদুলিল্লাহ
বশির এর পিতা, মাওলানা আব্দুর রশিদ, সন্তানকে নিয়ে যেমন গর্বিত, তেমনি গোটা জাতি আজ বশির আহমাদকে নিয়ে এই বছরও আশাবাদী ইনশাআল্লাহ
এই বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার আগে হাফেজ বশির আহমাদ ও তার ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী দেশবাসীর প্রতি আন্তরিকভাবে দোয়ার আহ্বান জানিয়েছেন—
> "আপনাদের দোয়া ও ভালোবাসাই আমাদের প্রেরণা। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, বাংলাদেশকে প্রতি বছরের ন্যায় এবারও বিশ্ব হিফজের মানচিত্রে নেতৃত্বের আসনে পৌঁছে দেওয়া।"