24/09/2024
পরসমাচারে সম্ভাব্য যে সব শো হতে পারে–
❝পরসমাচার❞ - The Salman Habib's podcast
এটি রেকর্ডেড শো। আমন্ত্রিত অতিথিদের নিয়ে। বিভিন্ন সেক্টরের সৃজনশীল এবং আলোচিত ব্যক্তিদেরকে আমন্ত্রণের মাধ্যমে স্টুডিওতে নিয়ে আসা হবে। শো'টি পরসমাচারের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে।
❝পরসমাচার এই যে❞
এটি লাইভ শো। এখানে এসে যে যার জীবনের গল্প শেয়ার করবে। আসার নিয়ম হলো; যারা গল্প বলতে আসতে চায় তারা মেইল অথবা হোয়াটসঅ্যাপে তাদের গল্পের সর্ট-স্টোরি শেয়ার করবে। সেটি পড়ে আগ্রহী হলে আমরা নিজেরাই তার সাথে যোগাযোগ করবো এবং নির্দিষ্ট দিনে তাকে স্টুডিওতে নিয়ে আসবো। অনুষ্ঠানটি পরসমাচারের ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে।
❝মধ্যরাতের উঠোন❞
প্রতিদিন রাত ১১টায়। এটি সালমান হাবীবের লাইভ শো। যাপিত জীবনের সুখ-দুঃখ, হাসি-আনন্দ এসব নিয়েই মূলত এই শো'টি। আড্ডা with কবিতায় গল্প বলা মানুষ। এটি পরসমাচার এবং সালমান হাবীবের ফেসবুক গ্রুপ ও পেইজে সরাসরি লাইভ হবে।
❝জেগে আছো নক্ষত্র❞
রাতাড্ডা With আকাশনীল। এই শো এর সময়টা অনির্দিষ্ট। হঠাৎ হঠাৎ যে কোনো রাতে হতে পারে। রাত ২টায়। রাতের কার্ণিশে বসে আড্ডা হবে আকাশের সাথে। যেখানে জেগে থাকা শ্রোতারা হবেন একেকজন নক্ষত্র। লাইভটি কবিতায় গল্প বলা মানুষ গ্রুপে সরাসরি লাইভ হবে।
পরসমাচার এই যে,
আপনাদের মতামত ও মন্তব্য জানতে চাই।