নাশাত পাবলিকেশন

নাশাত পাবলিকেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from নাশাত পাবলিকেশন, Publisher, 11/1 Islami Tower (2nd floor), Banglabazar, Dhaka.

16/10/2025
এবারের ইসলামি বইমেলায় নাশাত পাবলিকেশন -এর বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে। তন্মধ্যে আমার ভালো লেগেছে, 'যে জীবন ফুলের মতন...
16/10/2025

এবারের ইসলামি বইমেলায় নাশাত পাবলিকেশন -এর বেশ কিছু নতুন বই প্রকাশিত হয়েছে। তন্মধ্যে আমার ভালো লেগেছে, 'যে জীবন ফুলের মতন' বইটি। এটি শাইখুল ইসলাম মুফতী মুহাম্মদ তাকী উসমানীর বারোটি বয়ানের সংকলন। যা মূলত হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত বাণীসংকলন 'তারবিয়্যাতি বয়ানাত'-এর বঙ্গানুবাদ।
কেমন হয় জীবন যদি ফুলের মতন হয়? এমন জীবনের জন্য করণীয় কী? বইটিতে আলোচিত বিষয়সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো—
◾তাকওয়ার মর্ম কী?
◾খুশু কী এবং কীভাবে অর্জন করা যায়?
◾কীভাবে গুনাহ থেকে বাঁচা যায়?
◾রমযান আমাদের কী শিক্ষা দেয়?
◾সম্পদের হক বিষয়ক কী কী ত্রুটি লক্ষণীয়?
এই প্রশ্নগুলোর জবাব খুঁজে পেতে চাইলে আপনার অবশ্যই আত্মশুদ্ধিমূলক গ্রন্থ, 'যে জীবন ফুলের মতন' পড়া উচিত।

লিখেছেন : মোঃ আবদুল মোতালেব ভাই

16/10/2025

আজকে বইমেলার শেষ বৃহস্পতিবার।

প্রিয় উবাইদুল্লাহ জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দনআজ নাশাতে আপনার যোগদানের এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এই বিশেষ দিনে, নাশ...
15/10/2025

প্রিয় উবাইদুল্লাহ জাফরকে শুভেচ্ছা ও অভিনন্দন

আজ নাশাতে আপনার যোগদানের এক বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। এই বিশেষ দিনে, নাশাত পাবলিকেশনের স্বত্বাধিকারী হিসেবে আমি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা।

এই এক বছরে আপনি যেভাবে নিষ্ঠা, আন্তরিকতা এবং ভালোবাসা দিয়ে নাশাতের পাশে থেকেছেন এবং নাশাতকে আগলে রেখেছেন, অন্যদের জন্য তা সত্যিই অনুকরণীয়। আপনি শুধুমাত্র আপনার দায়িত্ব পালন করেই ক্ষান্ত হননি; বরং মেঘ না চাইতে বৃষ্টির মতো করে অনেক সময় আগেভাগেই অনেক সমস্যার সমাধান নিয়ে এসেছেন।

দিনরাত এক করে আপনি কাজ করেছেন নাশাতের জন্য; কখনো ক্লান্ত হননি, কখনো পিছিয়ে আসেননি। আপনার প্রতিটি পদক্ষেপে প্রতিফলিত হয়েছে সততা, দায়বদ্ধতা ও একাগ্রতা।

আলহামদু লিল্লাহ আপনার মতো একজন বিশ্বস্ত, পরিশ্রমী এবং আন্তরিক সহকর্মী পেয়ে আমরা গর্বিত ও আনন্দিত। আপনার অবদান আমাদের প্রতিদিনের অগ্রযাত্রায় এক অনন্য শক্তি হয়ে কাজ করেছে।

আশা করি দূর ভবিষ্যতেও আপনি আমাদের সঙ্গে থাকবেন, নাশাতের এই স্বপ্নযাত্রা আরও গতিশীল করে তুলবেন।

শুভ হোক আপনার এই যাত্রা, আরও সফল, আরও সমৃদ্ধ হোক আপনার ভবিষ্যৎ পথচলা।
আল্লাহ পাক আমাদের হায়াতে এবং রিজিকে বরকত দিক।

শুভেচ্ছান্তে
আহসান ইলিয়াস
স্বত্বাধিকারী : নাশাত পাবলিকেশন

ফাউন্টেনের কর্নারে বসে কচিকাঁচারা নাশাতের বই পড়ছে। এর জন্য নাশাতকে চরম মূল্য দিতে হবে। কেন তারা এমন সুন্দর একটা কর্নার ক...
15/10/2025

ফাউন্টেনের কর্নারে বসে কচিকাঁচারা নাশাতের বই পড়ছে। এর জন্য নাশাতকে চরম মূল্য দিতে হবে। কেন তারা এমন সুন্দর একটা কর্নার করছে না!

চক্ষু শীতল করা দৃশ্য মাশাআল্লাহ! বলুন তো তাদের হাতে কী কী বই দেখা যাচ্ছে!

সবুজ ডানার পাখি— বন্ধুবর উবাইদুল্লাহ জাফর ভাইয়ের প্রথম বই ‘সবুজ ডানার পাখি’, প্রথম প্রকাশ হলেও ভাষা, ভাবনা এবং গভীরতার দ...
15/10/2025

সবুজ ডানার পাখি—
বন্ধুবর উবাইদুল্লাহ জাফর ভাইয়ের প্রথম বই ‘সবুজ ডানার পাখি’, প্রথম প্রকাশ হলেও ভাষা, ভাবনা এবং গভীরতার দিক থেকে অভূতপূর্ব। ৮টি গল্পে তিনি শিশুসাহিত্যিক এক জীবন্ত পাঠশালা তৈরি করেছেন, যেখানে নবীজির যুগ, সাহাবাদের চরিত্র, ঈমানের অটলতা এবং নৈতিক শিক্ষা সুন্দরভাবে গল্পের আকারে ফুটে উঠেছে।
প্রতিটি গল্প যেন আলোর জানালা— যেখানে পাঠক দেখেন নবীজির ছোট্ট আনাস (রাঃ)-এর খিদমত, বদরের যুদ্ধের সাহস, হযরত উসমান (রাঃ)-এর উদারতা, মরু সিংহ ও হাতেম তাঈ-এর দানশীল চরিত্র, আল্লাহর ওপর নির্ভরশীল সাহাবীদের দৃঢ়তা।
বিশেষভাবে সাহাবাদের জীবন তুলে ধরেছেন খুব প্রাণবন্তভাবে—কাফের-মুশরিকরা চাবুকের আঘাতে ক্ষতবিক্ষত করলেও, তাঁরা মুখে অটল স্বীকারোক্তি রেখে বলতেন:
“মোহাম্মদের দ্বীন ছাড়ব না”।
পৃথিবীর কোনো শক্তি তাদের ঈমানকে ভেঙে দিতে পারত না। এই অদম্য বিশ্বাসের জন্য কত সাহাবী শহীদ হয়েছেন—এমন তালিকা পড়ে হৃদয় কেঁদে ওঠে, কলজে বেদনার আঁচ লাগে।
লেখক কিশোরদের জন্য গল্পগুলো সহজভাবে তুলে এনেছেন—ছোটরা পড়বে আনন্দে, বড়রাও অনুভব করবে ইতিহাসের গভীরতা। নবীজির মক্তবে আনাসের দৃশ্য, ইয়াসবিরের দৃঢ় বিশ্বাস, আল্লাহর প্রতি শিশুর ভরসা—সবকিছু যেন একসাথে মিলিয়ে পাঠকের হৃদয়ে শিক্ষণীয় প্রভাব ফেলে।
উক্তিগুলো বইয়ের মূল বার্তা স্পষ্ট করে:
“বড় হয়ে কার মতো হতে চাও? সাহাবিদের মতো।”
প্রথম বই হিসেবেও উবাইদুল্লাহ জাফর ভাই চমৎকার এক সূচনা করেছেন। গল্পে গল্পে শিক্ষণীয় বিষয়, ইতিহাস, ঈমান, ত্যাগ, চরিত্র—সবকিছুই সুন্দরভাবে মিশিয়ে দিয়েছেন। ‘সবুজ ডানার পাখি’ কেবল গল্পের বই নয়; এটি শিশু-কিশোরদের হৃদয়ে ঈমান, ভালোবাসা ও নৈতিকতার সবুজ ডানা মেলানোর এক জীবন্ত পাঠশালা।
দু'আ করি, আল্লাহ তা'আলা লেখকের কলমে বরকত দিন, তাঁর লেখা শিশু-কিশোরদের হৃদয়ে সবুজ ডানার পাখি হয়ে উড়ুক। আমিন।
১৪ অক্টোবর ২০২৫

লিখেছেন : Tashrif Ahmad ভাই
ছবিও তারই তোলা।

কুরআন অবমাননার প্রতিবাদে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয়ে কুরআনুল কারীম বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ...
14/10/2025

কুরআন অবমাননার প্রতিবাদে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন কলেজ বিশ্ববিদ্যালয়ে কুরআনুল কারীম বিতরণের মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। আল্লাহ পাক সকলের উদ্যোগ ও মেহনত কবুল করুন, সফল করুন।
কুরআন বিতরণের পাশাপাশি কুরআন বুঝতে সহায়ক হিসাবে আপনারা নির্দ্বিধায় খোলাসাতুল কোরআন কিতাবটিও বিতরণ করতে পারেন। ইনশাআল্লাহ নাশাত-পরিবার সর্বোচ্চ ছাড় দিয়ে এই ধরনের উদ্যোগ-আয়োজনকে স্বাগত জানাবে।

আহসান ইলিয়াস
পরিচালক ও প্রকাশক : নাশাত পাবলিকেশন

নাশাত শুধু বুদ্ধিবৃত্তিক না, নাশাত ছোটদেরও। নাশাত যেমন রক্ষণশীল সচেতন তরুণদের, তেমনি নাশাত সাধারণ জনগণের। পুরো উম্মতের ক...
14/10/2025

নাশাত শুধু বুদ্ধিবৃত্তিক না, নাশাত ছোটদেরও। নাশাত যেমন রক্ষণশীল সচেতন তরুণদের, তেমনি নাশাত সাধারণ জনগণের। পুরো উম্মতের কল্যাণে নাশাত।

খুদে বন্ধুদের হাতে কোন কোন বই শোভা পাচ্ছে বলুন তো? আর হ্যাঁ, ছোটদের নাশাতে যুক্ত আছে ২৫+ সুন্দর সুন্দর বই। আপনার বাচ্চাকে বই উপহার দিন।

13/10/2025

হায় আল্লাহ, আজকেও বইমেলা চলে! জানতামই না। ১২ তারিখেই না শেষ!

পাঠকগণ এমন কথা বলছেন কেন? একুশে বইমেলাতেও কি এমন কথা বলেন? এটা তো সময় বাড়ানোর ইস্যু। তবে এমন কথাও তো শোনা যায়, বায়তুল মোকাররম আবার কীসের বইমেলা হয়!

এই দুর্বলতাগুলো কাদের?
আমরা কতটুকু পাঠক পর্যন্ত পৌঁছুতে পেরেছি?

দুই দিনব্যাপী আলোকায়ন শিশুমেলা!নাশাত পাবলিকেশনের শিশুকিশোর সব বই পাবেন সেখানে। আপনার সোনামণিদের নিয়ে যাবেন সেখানে। আমাদে...
13/10/2025

দুই দিনব্যাপী আলোকায়ন শিশুমেলা!
নাশাত পাবলিকেশনের শিশুকিশোর সব বই পাবেন সেখানে। আপনার সোনামণিদের নিয়ে যাবেন সেখানে। আমাদের বইগুলো নেড়েচেড়ে দেখবেন ইনশাআল্লাহ।

আলোকায়নকে অভিনন্দন জানাই এমন সাহসী আয়োজনের জন্য।

যেদিন প্রথম “ভারত আরব সম্পর্কে আদি ইতিহাস” বইটি হাতে নিয়েছি, সেই দিন থেকেই পড়া শুরু। আর পড়তে পড়তে বুঝতে পারছি, প্রতিটি প...
13/10/2025

যেদিন প্রথম “ভারত আরব সম্পর্কে আদি ইতিহাস” বইটি হাতে নিয়েছি, সেই দিন থেকেই পড়া শুরু। আর পড়তে পড়তে বুঝতে পারছি, প্রতিটি পৃষ্ঠা, প্রতিটি বাক্য কতো গভীর চিন্তাভাবনা আর বিশাল অধ্যবসায়ের ফল। মনে হচ্ছে, আমি শুধু একটি বই পড়ছি না—আমি ইতিহাসের ভেতর দিয়ে ভ্রমণ করছি, সভ্যতা, ভাষা, ধর্ম ও সংস্কৃতির সূক্ষ্ম সেতুবন্ধন অনুভব করছি।

মূল রচনাটি মহান ইতিহাসবিদ ও চিন্তাবিদ সাইয়্যেদ সুলাইমান নদবী (রহি:)–এর। তাঁর জ্ঞানের গভীরতা, বিশ্লেষণধর্মী দৃষ্টি, এবং ইতিহাসকে দেখার স্বতন্ত্র দৃষ্টি সত্যিই অসাধারণ। ভারত ও আরবের সম্পর্ককে যেভাবে তিনি বিশ্লেষণ করেছেন, তা এক কথায় অতুলনীয়।

এই অনন্য রচনাটি বাংলায় অনুবাদ করেছেন প্রিয় Arif Khan Saad হুযুর,পড়তে পড়তে বোঝা যায়, এই অনুবাদ শুধু ভাষান্তর নয়, এটি এক ধরনের সাধনা। হুযূর এই অনুবাদ করতে গিয়ে যে পরিমাণ পরিশ্রম করেছেন, তা কল্পনাও করা কঠিন।

তিনি পড়েছেন দশের অধিক প্রাচীন ও আধুনিক শাস্ত্রের একশোরও অধিক গ্রন্থ, তাওরাত, তালমুদ, রামায়ণ ও মহাভারত—সবই গভীরভাবে যাচাই করেছেন। পড়েছেন আরবি, ফারসি, ইংরেজি ও সংস্কৃত ভাষার অসংখ্য বইপত্র। ছাত্রজীবনে কেনা পাঁচটি ভাষার ১২টি অভিধানও কাজে এসেছে।

অনেক সময় এমন হয়—একটি শব্দ লেখার জন্য শতাধিক শব্দ পড়তে হয়, কখনও তারও বেশি। একশো শব্দ পড়ে তবেই যেন একটি শব্দ লেখা যায়। প্রতিটি বাক্য, প্রতিটি শব্দের পেছনে আছে ইতিহাসের গভীর অধ্যয়ন, বিভিন্ন উৎস যাচাই, এবং একনিষ্ঠ পরিশ্রম।

প্রায় তিন বছর ধরে চলেছে এই অনুবাদ যাত্রা। ঘন্টার পর ঘন্টা মানচিত্র খোলা, উৎস যাচাই, পাতা ওল্টানো— সবই যেন সেই শ্রমের সাক্ষ্য বহন করছে। পড়তে পড়তে নিজেও অনুভব করি—লিখার জন্য, অনুবাদের জন্য, প্রকৃত জ্ঞান অর্জনের জন্য কত পড়াশোনা, কত অধ্যবসায় করতে হয়।

এই বইটি আমার কাছে শুধু ইতিহাস নয়; এটি এক অভিজ্ঞতা, এক অনুপ্রেরণা, এক আলোর পথ,প্রতিটি অধ্যায় পড়তে পড়তে বুঝতে পারি— ইতিহাসের ভেতর দিয়ে সভ্যতা ও সম্পর্কের সেতুবন্ধন কত সূক্ষ্মভাবে তৈরি হয়েছে।

দু'আ করি—আল্লাহ তা'আলা সুলাইমান নদবী (রহি:)– এর এই মহাগবেষণাকে কবুল করুন। আমাদের প্রিয় উস্তাদের ক্লান্ত পরিশ্রম, অধ্যবসায় ও একনিষ্ঠতা বরকতময় করুন,এই অনুবাদ যেন পাঠকদের জন্য জ্ঞানের আলো জ্বালিয়ে দেয়, অনুসন্ধানের উৎসাহ যোগায় এবং ইতিহাস বোঝার পথকে সহজ করেন।

১৩ অক্টোবর ২০২৫

লিখেছেন : তাশরিফ আহমাদ ভাই। ঈর্ষা করার মতো ফটোটাও তারই তোলা।

12/10/2025

বইমেলার বাকি আর ৬দিন। নাশাতে আপনার পছন্দের বই সংগ্রহ করেছেন তো?

Address

11/1 Islami Tower (2nd Floor), Banglabazar
Dhaka

Opening Hours

Monday 10:00 - 20:30
Tuesday 10:00 - 20:30
Wednesday 10:00 - 20:30
Thursday 10:00 - 20:30
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:30

Telephone

+8801712298941

Alerts

Be the first to know and let us send you an email when নাশাত পাবলিকেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাশাত পাবলিকেশন:

Share

Category