Desi Pain/দেশী ব্যাথা

Desi Pain/দেশী ব্যাথা তোমার কষ্টের ছোট কাহিনী গুলো পাঠিয়ে দাও ইনবক্সে�

মেঘ থমথমে আকাশ, উজান হাওয়ার তালে সবুজ কাশ ক্ষেতের নাচন!
10/07/2025

মেঘ থমথমে আকাশ,
উজান হাওয়ার তালে সবুজ কাশ ক্ষেতের নাচন!

07/07/2025

ইদানীং তোমাকে মনে পড়ে খুব!
এমনিতে যে মনে হয়না তা কিন্তু না,
স্বরচিত বর্ষার ঝিরিঝিরি বৃষ্টির মতো
সারাক্ষণ মনে পড়তেই থাকে।

তবে কখনো কখনো ভাসিয়ে নেওয়া
ঝুম বৃষ্টির মতো তোমাকে মনে পড়ে!
যে মনে পড়ায় আমার মনও পুড়তে থাকে
যে মনে পড়ায় তোমাকে জানান দিতে বাধ্য করে,
জানাতে ইচ্ছে করে; শোনো, তোমাকে মনে পড়ছে খুব!

কী এমন সাধনা করায়ত্ত করেছো তুমি!
কেনো এমন পুড়ে যাবার মতো করে
মনে পড়তে থাকে তোমায়!

কোনো ওষুধে উপশম হয় না,
কোনো দেয়ালে করা যায় না আড়াল!
শুধু জানান দিতে ইচ্ছে করে–
যেভাবে ঝুম বৃষ্টিতে ছন্দ তুলে ভিজে যায়
কোনো এক দূরবর্তী টিনের চাল।

#মনে_পড়ে_মনও_পোড়ে

05/07/2025

তোমার সঙ্গে কথা হবে না আমার।
দিন যাবে, মাস যাবে, বছর পেরোবে,
তোমার সঙ্গে কথা হবে না।

কথা না হতে না হতে ভুলতে থাকব;
তোমার সঙ্গে কথা বলাটা ঠিক কেমন ছিলো!
কীভাবে 'হ্যালো' বলতে, হাসিটা কেমন শোনাতো!
তুমিও ভুলে যাবে আমায়;
ভুলে যাবে কী রঙের পাঞ্জাবী পরতাম রোজ!
ভুলে যাবে ভালোবাসার রোজকার প্রশ্ন;
"আজ চাঁদ দেখেছেন?"

তারপর এই ধরো,
এভাবেই বয়স তোমার ষাট।
হঠাৎ করে ইচ্ছে হলো সমুদ্র দেখতে।
খুব রাত তখন, এই ধরো মাঝরাত
আমি সমুদ্রপাড়ে বসে তারা দেখছি,
ঝুম জ্যোৎস্নায় নীল জলতরঙ্গে চলছে
আমার জীবনের সাথে সন্ধির ঘূর্ণয়ন;
চলছে নিঃসঙ্গতার সাথে বহু বছরের গোপন চুক্তি!

এমন সময় আধো আলোয়ারীতে
কারো অস্পষ্ট শরীরী ছায়া দেখে
চমকে পিছন ফিরে তাকালাম—
একি! তুমি?!
তোমায় দেখে অদ্ভুত জিজ্ঞাসারা
চোরা স্রোতে ভেসে যেতে যেতে প্রশ্ন করবে;
"এ অবেলা তুমি কোথা হতে এলে?"
তুমি বলবে- "আমি তো এই এখানেই ছিলাম,
কোথাও যাইনি তোমায় ছেড়ে!"

কপালে চার চারটে বলিরেখায়
বিস্ময় ছড়িয়ে আমি বলবো;
"তবে এতদিন কেনো মেঘের কোলে রোদ হাসেনি?
জল পুকুরে পদ্ম ভাসেনি;
তমনিশিতে আলো ঢেলে উঠোনে ফুল ফোটেনি?
তবে সেদিন কেনো পঁচে যাওয়া বেওয়ারিশ লাশ;
কেউ দেখেনি, কেউ খুঁজেনি?"

মৃদু হাসি ওষ্ঠে জুড়ে তুমি বলবে;
"তখন ছিল মেঘের বুকে বৃষ্টির ঢল,
নিশি জাগরনে অশুভ ক্ষণ,
উঠোন কোণে ধুলিস্তুপে
পরে ছিল অবহেলায় দুটি মন"
"তবে সেদিন কেন শ্মশানে এমন পোড়া গন্ধ ছিল?"
তুমি বলবে— "দেহ পোড়া গন্ধটাই পেলে?
মন পুড়েছিলো সেই কবে!"

তারপর তুমি আমার বুকের কাছটায় এসে
পাঞ্জাবীর বোতাম ঠিক করতে করতে বলবে;
"পাঞ্জাবীর দু'টি বোতাম নেই! দেখোনি বুঝি?"
আমি বলবো; "বুকের ভিতর যে হৃদপিন্ডটাই নেই,
কে দেখেছে বলো?"

বিস্ময়ে মরে গিয়ে তুমি আমার চোখে তাকাবে।
গাল বেয়ে অশ্রুদানা গড়িয়ে পড়বে।
আমি আলতো চুমোয় শুষে নেব লবনাক্ত বিষাদ;
তারপর হাতটি টেনে আঙ্গুলের ভাঁজে আঙ্গুল গেঁথে
বলবো; "প্রতিক্ষার দীর্ঘ পথ পাড়ি দিয়ে বলতে এসেছি;
খুব ভালোবাসি তোমায়। খুউব ভালোবাসি।
আমার সাথে জীবনের শেষটুকু থেকে যাওনা।"

বিনয়ের শত পৃষ্ঠা খামচে শেষ হতে হতে
তুমি আমার বুক পশমে মুখ গুঁজে দেবে।
হয়ে যাক আজ কিছু নতুন বিপ্লবের শুরু,
হয়ে যাক নব ইতিহাসের নব সূচনা!
হয়ে যাক এক পৃথিবী উলট-পালট,
কী আসে যায় তাতে!
আমার ভালোবাসা তো পাশে আছে!

কবিতা : অনিবন্ধিত ভালোবাসা

25/06/2025

বহুকাল পর আইসা সে আমারে জিগাইলো
আমারে কি আপনার মনে পড়ে?
আমি হাসির আড়ালে দুঃখ লুকাইয়া কইলাম,
শুধু মনে পড়েনা আপনার জন্য আমার মন ও পোড়ে!

25/06/2025

ঘৃণার জন্ম__
গভীর ক্ষতচিহ্নে,
হৃদয়ে জমানো__
ব্যথা বেদনার বিরহে।
দগদগে ক্ষত__
ক্ষণে ক্ষণে নাড়া দেয় মনে,
ভেতরে লুকানো দাহ__
আচমকাই বুক পাঁজরে যায় বিঁধে!

23/06/2025

,, মানুষ বিক্রি হয়ে যায়,,💸
যার সামর্থ্য আছে সে কিনে নেয় 😅

05/05/2025

সময়কে মনে রাখুন! কোন সময়ে, কোন মানুষ কেমন আচরণ করেছে, এটা খুব দরকারী।

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার, ...
01/04/2025

তোমার টাকা নেই, সমাজে তোমার কোন সন্মান নেই। তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার, আত্মীয় স্বজন, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্রেমিক হও, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।

তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে। তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী। তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে।

মৃ*ত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গা*লা'গালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।

তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার র'ক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে। তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স।

টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কা'পুরুষ। টাকা থাকলে তোমার সব কথাই বাণী। আর না থাকলে নর্দমার পানি।

তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে। কারণ তুমি পুরুষ। তুমি মানুষ নও তুমি শুধুই একটা র'ক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন।

06/03/2025

আমি প্রতিটি বিকেল বেলা
শুধু তোমার স্মৃতির খাতায় মুহূর্তগুলি লিখে যাচ্ছি।
কিছু অংশ ছাপ রেখে যায় বাস্তব,
আর বাকি অংশ জমা থাকে আমার মনের অগোচরে।

Address

Fulbaria
1200

Telephone

+8801922061299

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desi Pain/দেশী ব্যাথা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Desi Pain/দেশী ব্যাথা:

Share