19/09/2025
প্রিয় প্রাক্তন 🍁
এই সে পথ
যে পথে আমরা হেঁটে ছিলাম অনেক বার,,
তখন ছিল নীল আকাশ, ফুরফুরে বাতাস।
তুমি ছিলে, মনোরম পরিবেশে ছিল আর ছিল পাখির কিচিরমিচির শব্দ।
আজ এক আকাশ সমান মেঘ ছুঁয়ে আছে হৃদয়ে , ঠিক ঐ আকাশের মতো। পাশে নেই তুমি, আছো বহুদূরে, আমার সমস্ত আনন্দ কেড়ে নিয়ে।
এক আকাশ সমান দুঃখ দিয়ে , আছো সুখে অন্যকারো জীবনে, দিব্বি তে আছো তুমি।