
09/07/2022
সেপ্টেম্বর ২০১৫ থেকে জুলাই ২০২২...
শুরুর সময় অনেক কিছু করার চিন্তা ভাবনা থাকলেও আসলে ততটা করে হওয়া উঠেনি।
এ পুরো প্ল্যাটফর্ম চলেছে স্বেচ্ছাশ্রমে। কেউ কোনদিন একটি খাম পায়নি। তারপরও দিনের পর দিন কিছু উড়ে আসা উদ্ভট চিন্তা শুধু একসাথে বসে পূরণ করতে নেমে গেছে নিজেদের শত ব্যস্ততার মধ্যেও।
অনলাইন শো যখন জনপ্রিয় হয় নাই তখন অল্প কিছু লোকবল নিয়ে কোভিডের বন্দীশালায় বসে একাধিক শো প্যারালালি চলেছে। আমার আশেপাশে আর সাথে যে চার পাচজন মানুষ আর অতিথিরা সহ প্রায় চার মাসের এক সিজন করে একাধিক প্রোগ্রাম নেমেছে সেখানে অতিথি দের কোন দ্বিতীয় অনুরোধ করতে হয়নি।
এক হাজারের কম লাইকের পেইজে পিওর আড্ডাবাজির ফাকে আমরা অনেকে উজির মারার চেষ্টা করেছি। ভাবনার খোরাক হবার চেষ্টা করছি।
এ শেষবেলায় এসে যখন এ প্লাটফর্ম এর জার্নি সমাপ্ত ঘোষণা করতে যাচ্ছি তখন আসলে কুহকের সাথে থাকা সবার প্রতি আমার ঋণ তা শোধ না করে যে চলে যাচ্ছি তার বিপরীতে এতোটুকু জানানো - সবার ভালোবাসা আর সমর্থন আমার পুজি হয়ে থাকলো। কাউকে আমি ভুলবো না।