21/08/2025
তারিখ : ২২ আগস্ট ২০২৫
*সতর্কীকরণ বিজ্ঞপ্তি*
আমাদের দৃষ্টি গোচর হয়েছে যে, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশ্যে কিছু প্রতারক চক্র ‘আমরা বিএনপি পরিবার’-এর নাম ভাঙিয়ে আর্থিক সহায়তার কথা বলে ‘রেজিস্ট্রেশন ফি’ বাবদ টাকা দাবি করছে।
আমরা স্পষ্টভাবে জানাচ্ছি—
‘আমরা বিএনপি পরিবার’ কিংবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি কোনোভাবেই শহীদ পরিবারের কাছ থেকে অর্থ দাবি করে না।
প্রতারক চক্রটি ইচ্ছাকৃতভাবে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’কে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
ইতোমধ্যেই প্রতারক চক্রটি— এই 01714668001 নাম্বার ব্যবহার করেছে, যা সম্পূর্ণ ভুয়া ও প্রতারণামূলক।
তাই সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছি—
যদি কেউ ‘আমরা বিএনপি পরিবার’ বা বিএনপি-এর নাম ব্যবহার করে কোনোপ্রকার টাকা দাবি করে; তাহলে বিষয়টি সরাসরি প্রত্যাখ্যান করুন এবং অবিলম্বে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব অথবা, সংগঠনটির যেকোনো সদস্যকে বিষয়টি জানান।
শহীদ পরিবারের পাশে বিএনপি ও ‘আমরা বিএনপি পরিবার’ সবসময় আন্তরিকভাবে ছিল, আছে এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ।
ধন্যবাদান্তে—
কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন
সদস্য সচিব
‘আমরা বিএনপি পরিবার’