Sujana The Unstoppable

Sujana The Unstoppable This is Sujana Chowdhury.. I am just Unstoppable ...

দুপুরে মায়ের হাতে ঝাঁটার বারি খেয়েছি তাই বিকেলে মন ভালো করতে হালকা সাজ দিয়েছি 😅😂
28/07/2025

দুপুরে মায়ের হাতে ঝাঁটার বারি খেয়েছি তাই বিকেলে মন ভালো করতে হালকা সাজ দিয়েছি 😅😂

27/07/2025

ইহা আমার জীবন থেকে নেয়া 😂😂

এই ছবিটা আমার কাছে অনেক অনেক দামি 🥰 এইখানে একই ফ্রেম এ আমার দাদু ও নানু আছে... আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন প্লিজ। ...
27/07/2025

এই ছবিটা আমার কাছে অনেক অনেক দামি 🥰 এইখানে একই ফ্রেম এ আমার দাদু ও নানু আছে... আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন প্লিজ। ❤️❤️

সে আমার একটাই ছোট ভাই.. তারে আমি আজীবন এভাবেই আগলে রাখতে চাই 🥰
26/07/2025

সে আমার একটাই ছোট ভাই.. তারে আমি আজীবন এভাবেই আগলে রাখতে চাই 🥰

আমাকে লাইক করতে হবে না...শুধু আমার জন্য দোয়া করবেন প্লিজ❣️
25/07/2025

আমাকে লাইক করতে হবে না...শুধু আমার জন্য দোয়া করবেন প্লিজ❣️

সকলের দৃষ্টি আকর্ষণ করছি! আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়াতে সুস্থ আছি।এই নিউজগুলো পাবলিশ হওয়ার পর থেকে  গতকাল থেক...
23/07/2025

সকলের দৃষ্টি আকর্ষণ করছি! আলহামদুলিল্লাহ আমি আপনাদের সবার দোয়াতে সুস্থ আছি।এই নিউজগুলো পাবলিশ হওয়ার পর থেকে গতকাল থেকে অনেকেই আমাকে ইনবক্সে প্রশ্ন করছেন, আমি সুস্থ আছি কিনা?
ঘটনার সূত্রপাত গতকাল আমার বাবা তার ফেসবুক পেজ RJ UDAY এ বর্তমান প্রেক্ষাপটে একজন অভিভাবক হিসেবে তার আতঙ্কের কথা প্রকাশ করেছেন, অনেকেই সেই ফেসবুক স্ট্যাটাসটিকে তাদের নিউজ পোর্টালে তুলে ধরেছেন।
এখন সমস্যা হলো,অনেকে শুধু হেডলাইন দেখেই ধারণা করে নিয়েছেন আমার কিছু হয়েছে। সম্ভবত নিউজের ভেতরের বিস্তারিতটি তারা পড়েন নি।তাহলে হয়তো এই কনফিউশন তৈরি হতো না। তবে আপনারা যারা আমার ও আমার পরিবারের খোঁজ খবর নিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও ভালোবাসা।

আমার যে ভাই বোন গুলো, এই বিমান দুর্ঘটনায় আহত বা নিহত হয়েছে তাদের প্রত্যেকের জন্য সবাই দোয়া করবেন প্লিজ🙏।

- সুজানা চৌধুরী

20/07/2025

Bap R Beti Live with RJ UDAY

সাবাশ বাংলাদেশ 🇧🇩 আজকে পড়া বাদ দিয়ে খেলা দেখেছি তাই মায়ের কাছ থেকে এই ঐতিহ্যবাহী ডাল ঘুটনি দিয়ে  হালকা ডোজ খেয়েছি😂😂.. ত...
20/07/2025

সাবাশ বাংলাদেশ 🇧🇩 আজকে পড়া বাদ দিয়ে খেলা দেখেছি তাই মায়ের কাছ থেকে এই ঐতিহ্যবাহী ডাল ঘুটনি দিয়ে হালকা ডোজ খেয়েছি😂😂.. তবুও শান্তি লাগছে আমরা জিতে গেছিইইইই🥰🥰

20/07/2025

শিখে রাখুন এভাবে শিখলে আর ভুলবেনা 🥰

আমাকে সবচেয়ে বেশি ডোজ দেয় আমার মা ☹️ আবার আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মা ❤️❤️... মা মানেই শান্তি 🥰
19/07/2025

আমাকে সবচেয়ে বেশি ডোজ দেয় আমার মা ☹️ আবার আমাকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসে আমার মা ❤️❤️... মা মানেই শান্তি 🥰

15/07/2025

আন্টিকে ভালোবেসে দুইটা কথা বলছিলাম কিন্তু😥🥺

গতকাল রাতে পাশের বাসার আন্টি একা একা বিরিয়ানি খাইছে..উনার বিরিয়ানির সুগন্ধে আমার সারারাত ঘুম হয় নাই☹️.... আজকে আমিও Cook...
14/07/2025

গতকাল রাতে পাশের বাসার আন্টি একা একা বিরিয়ানি খাইছে..উনার বিরিয়ানির সুগন্ধে আমার সারারাত ঘুম হয় নাই☹️.... আজকে আমিও Cooking Stove এর বিশাল ডালা আনছি🥰....যেই সুঘ্রাণ বের হইছে আন্টি আজকে কেন আগামী এক সপ্তাহ ঘুমাতে পারবে না...😂😂

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Sujana The Unstoppable posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share