RN TV

RN TV Welcome To Our Official RN TV Page welcome to our Rail Sheba app

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ...
23/09/2025

মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়া এলাকার একটি বাসা থেকে গৃহবধূ ও দুই শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন-মালয়েশিয়া প্রবাসী শাহীন দেওয়ানের স্ত্রী শিখা আক্তার (২৭),তাঁর ছেলে আলভী (৭) ও মেয়ে সায়মা আক্তার (২)।

পুলিশ জানায়,ঘটনাস্থল থেকে অ্যালুমিনিয়াম ফসফাইট জাতীয় বিষের ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে।

প্রতিবেশীরা জানান,সকালে বিদ্যুৎ বিল সংগ্রহ করতে গিয়েও বাসার দরজায় সাড়া পাননি।পরে বাড়ির মালিককে খবর দিলে তিনি ৯৯৯-এ ফোন করেন।খবর পেয়ে পুলিশ দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে শিখা আক্তারের লা*শ বিছানায় এবং দুই শিশুর লা*শ খাটের নিচে মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

নিহতের স্বামী শাহীন দেওয়ান এক মাস আগে মালয়েশিয়া যান।তিনি এর আগে দেশে হ্যালোবাইক চালাতেন।নিহত শিখা ছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সন্তানদের মধ্যে আলভী প্রথম সংসারের এবং সায়মা বর্তমান সংসারের সন্তান।

হানিয়া আমির দেশে এসেছে, রাফসান দ্যা ছোটভাইয়ের সাথে ঘোরাঘুরি করছে, আপনারা রাফসানের সুনামে পঞ্চমুখ। এই ঘটনার কারণে রাফসানে...
23/09/2025

হানিয়া আমির দেশে এসেছে, রাফসান দ্যা ছোটভাইয়ের সাথে ঘোরাঘুরি করছে, আপনারা রাফসানের সুনামে পঞ্চমুখ।

এই ঘটনার কারণে রাফসানের গার্লফ্রেন্ড সুনেহরা কতটা জেলাস, সেটা নিয়ে ফেসবুকে হাজারে হাজারে মিমসের ছড়াছড়ি। আপনাদের এই ভালোবাসার কাপলটা নিয়ে আপনাদের আলোচনা দেখে আমার মনে পড়লো অন্য ঘটনা।

২০২৪ সালের মে মাসের মাঝামাঝি সময়ে রাফসান দ্যা ছোটভাই এর বাবার ঋ*ণখে'লাপির কাহিনী বের হয়। লোকজনের ব্যা'শিং চরম মাত্রায় যাওয়ার পরে সুনেহরা তার কিউট বফটাকে সাপোর্ট দিয়ে অনলাইনে আম পাবলিককে হেয় করে অনেক আজেবাজে কথা লিখেছিলো। ওরা যে আমাদেরকে কত নিচু চোখে দেখে, সেই পোস্টেই ওটা পরিষ্কার হয়ে গিয়েছিলো।

রাফসানের বাবা কিন্তু ঋ*ণের টাকা ফেরত দেয় নাই। সুনেহরা আম পাবলিককে আজেবাজে কথা বলার কারণে এখন পর্যন্ত মাফও চায় নাই।

অথচ ৩০০ টাকার শাড়ির একটা ভিডিও আপলোড করে সুনেহরা এখন জাতীয় ক্রাশ, আজকে সে দেশসেরা কন্টেন্ট ক্রিয়েটর বনে গেছে।

ঋ*ণখে'লাপীর ছেলে এখন হানিয়া আমিরের সাথে ফুচকা খেয়ে দিব্যি লোকজনের গুডবুকে।

দেড়টা বছরও হয় নাই, আপনারা সব ভুলে গেছেন ভাই, সব ভুলে গেছেন!!

আজ যেমন রাফসান সুনেরাহরে ক্ষমা করে দিয়েছেন, তেমনি একদিন হাসিনাকেও ক্ষমা করে দিবেন, এটাই বাস্তবতা💔🇧🇩

ভাইরাল মিজানের এবার নতুন লুকে....
23/09/2025

ভাইরাল মিজানের এবার নতুন লুকে....

আপনার মতামত কি
23/09/2025

আপনার মতামত কি

জুলাই বিপ্লবের সম্মুখসারির নায়ক আখতার হোসেনকে বিদেশের মাটিতে এই অপমান মেনে নেওয়া যায়না। তাসনিম জারার কি এই অশ্লী*ল গালিগ...
23/09/2025

জুলাই বিপ্লবের সম্মুখসারির নায়ক আখতার হোসেনকে বিদেশের মাটিতে এই অপমান মেনে নেওয়া যায়না। তাসনিম জারার কি এই অশ্লী*ল গালিগালাজ প্রাপ্য?

বাংলাদেশ এর প্রতি*বাদ করো ✊✊✊

গতকাল মির্জা ফখরুলকে বুক দিয়ে আগলে রাখা শিবিরের সাবেক নেতা মারুফ।
23/09/2025

গতকাল মির্জা ফখরুলকে বুক দিয়ে আগলে রাখা শিবিরের সাবেক নেতা মারুফ।

ডিম মা'রা উচিৎ ছিল মির্জা ফখরুল এবং অ'প'দার্থ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপর।
23/09/2025

ডিম মা'রা উচিৎ ছিল মির্জা ফখরুল এবং অ'প'দার্থ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উপর।

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘ সময় পর আবার ফিরছেন মিডিয়ার আলোয়। সাদা পোশাকে রূপের সরলতা আর কানে ফুলের সাজ...
23/09/2025

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘ সময় পর আবার ফিরছেন মিডিয়ার আলোয়। সাদা পোশাকে রূপের সরলতা আর কানে ফুলের সাজে তিনি যেন একেবারেই নতুন রূপে ধরা দিয়েছেন। 🌼

শাবনূর সবসময়ই ভক্তদের হৃদয়ে বিশেষ জায়গা দখল করে আছেন। এবার তিনি নতুন লুক নিয়ে আসছেন মিডিয়ায়, আর এই প্রত্যাবর্তনকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাসও তুঙ্গে। 🎬❤️

👉 আপনাদের কি মনে হয়, শাবনূরের এই নতুন লুক কি আবারও দর্শকের হৃদয় জয় করবে?

আওয়ামীলীগ কর্মী মিজান এনসিপির জারাকে ডিম নিক্ষেপ করতে গেছিলো। একজন পিছন থেকে মেয়ে হিসাবে মারতে নিষেধ করে। তখন দ্বিতীয়বার...
23/09/2025

আওয়ামীলীগ কর্মী মিজান এনসিপির জারাকে ডিম নিক্ষেপ করতে গেছিলো। একজন পিছন থেকে মেয়ে হিসাবে মারতে নিষেধ করে। তখন দ্বিতীয়বার আক্তার হোসেনকে ডিম নিক্ষেপ করে এই পালাতক সন্ত্রাসী।

সেই আওয়ামী লীগ কর্মী মিজানকে জ‍্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক সময় রাত ৯ঃ২৮ মিনিটে হাতে হাতকড়া পরিয়ে গ্রেফতার করে নিয়ে যায় নিউইয়র্ক পুলিশ।

এখন দেশের পুলিশের দায়িত্ব হলো মিজানের দেশের বাড়িতে অভিযান চালানো। আমি নিশ্চিত বাড়িতে অস্ত্র পাওয়া যাবে। লীগের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া হয় সেখানে। বাড়ির লোকদের ধরে এনে রিমান্ডে নিলে সেই অস্ত্রের যোগানদাতার অনেক তথ্য পাওয়া যাবে। এরপর মিজানকে দেশে ফিরিয়ে এনে ডিম থ্যারাপির ব্যবস্থা করা।

দলীয় সিন্ডিকেটের কারণে আজ ভয়াবহ লাঞ্ছনার শিকার ফখরুল। এতো বড় একটা দল অথচ যুক্তরাষ্ট্রে দলীয় প্রটোকল পেলেন না। এনসিপিরতো ...
23/09/2025

দলীয় সিন্ডিকেটের কারণে আজ ভয়াবহ লাঞ্ছনার শিকার ফখরুল। এতো বড় একটা দল অথচ যুক্তরাষ্ট্রে দলীয় প্রটোকল পেলেন না। এনসিপিরতো জন্মই হয়নি। জামায়াতের তাহের দলীয় কর্মীদের নিরাপত্তায় গাড়িতে উঠলেন, ফখরুলকে সামনে থেকে শিবিরের এক কম্প্যাস সভাপতি প্রটোকল দিলেন। আকতারের ওপর যখন ডিমের হামলা হচ্চিল তখন পেচন থেকে তাকে একা সেভ করার চেষ্টা করছিলেন এমসি কেলেজ শিবিরের সাবেক সভাপতি। এ ছাড়া পেছনে আকতারকে দেখার কেউ ছিলো না বলে ডিম খেতে হলো। তাসনীম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুনতে হলো। ইউনূস নিরাপত্তা নিয়ে চলে গেলো। এটা কেমন ব্যবস্থাপনা?

ফখরুলের জায়গায় সালাহউদ্দিন থাকলে নিশ্চিত বলা যায় এমন পরিস্থিতি তৈরি হতো না।

Esrafil Farazi

22/09/2025

ধ'র্ষ'ণের শিকার শিশুর স্বজনকে গাল দেওয়া সেই চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে

মাগরিবের আজান হচ্ছে,সমস্ত ছাত্ররা নামাজে চলে গিয়েছে, একজন ছাত্র দেখি তরকারী দিয়ে সাদাভাত খাচ্ছে  আমি একটু ধ'মক দিয়ে বললা...
22/09/2025

মাগরিবের আজান হচ্ছে,
সমস্ত ছাত্ররা নামাজে চলে গিয়েছে,
একজন ছাত্র দেখি তরকারী দিয়ে সাদাভাত খাচ্ছে
আমি একটু ধ'মক দিয়ে বললাম,
মাগরীবের আজান হচ্ছে এখন কি খাওয়ার সময়?

সে বলে হুজুর আমি রোজা রাখছিলাম,
আমি তাকে বললাম তুমি ছোট মানুষ
এই অটাইমে কেন রোজা রাখছো
সে বলে হুজুর আজকে আমার জন্মদিন,
তাই আমি রোজা রেখেছি,

ওকে কাছে টেনে নিয়ে একটু দোয়া করে দিলাম,
তার কাছেও দোয়া নিলাম,
আল্লাহ তার এই খোদাভিরুতা,
তাকে একজন আল্লাহর অলী হিসাবে
কবুল করুক তার জন্য সকলের কাছে দোয়ার আবদার।

Address

Dhaka:1212
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when RN TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RN TV:

Share