PANACEA

PANACEA 'PANACEA' -তে আপনাকে স্বাগত!

07/09/2024

#ব্রেকিং 🔴

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগ অবরোধ!

এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে! 😥😥😥
02/09/2024

এইবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে!

😥😥😥

এইবার ঠেলা সামলাও...!!
02/09/2024

এইবার ঠেলা সামলাও...!!

বদলে যাওয়া বাংলাদেশ, বদলে যাওয়ার গল্প!
31/08/2024

বদলে যাওয়া বাংলাদেশ,
বদলে যাওয়ার গল্প!

আমার সোনার বাংলা...লুটেপুটে খাচ্ছে ওরা!!আর কত খাবি ভাই? এইবার থাম!
31/08/2024

আমার সোনার বাংলা...
লুটেপুটে খাচ্ছে ওরা!!

আর কত খাবি ভাই? এইবার থাম!

31/08/2024

৫ই আগস্ট,
গণভবনে ঢুকে আমি প্রথমে পুকুর পারটায় যেয়ে বসি। কেউ পুকুর পাড়ে বসে কাঁদছে, কেউ গোসল করছে, কেউ মাছ ধরছে। সবার মাঝে মুক্তির আনন্দ।

এর মধ্যে এক মধ্য বয়সী ভদ্রলোক আমার পাশে এসে বসেন। যে গ্রুপটা সর্বপ্রথম গণভবনে ঢুকে তাদের মধ্যে তিনি একজন। লোকটা নানান গল্প করতে করতে বেশ বিষন্ন হয়ে যায়। একটা পর্যায়ে বলেন, জানেন ভাই, এই মহিলা দুপুরে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তার ডাইনিংয়ে ১০-১২ পদের আইটেমের বুফে প্রস্তুত ছিল। একদম গরম টাটকা খাবার।

তার ফ্রিজ্গুলো খুলে দেখেছিলাম। এত বড় বড় পাংগাস মাছ আমি জীবনেও দেখিনি। একেকটা ১৫-২০ কেজি ওজনের নদীর পাংগাস।

অন্তত ১০-১২ টা আস্ত ইলিশ মাছ দেখেছি। একেকটা ১.৫ কেজির কম না।

একটা গরীব দেশে এই মহিলা রানীর মত বসবাস করছিল। অথচ এই মহিলা আমাদেরকে পিয়াজ ছাড়া, তেল ছাড়া রান্না করতে বলতো, বাচ্চাদেরকে কাঁঠালের বার্গার খাওয়াতে বলতো, ভাতের বদলে আলু খেতে বলতো।

আমার বাচ্চা অনেক দিন ইলিশ মাছ খায় না। সাধ্য হয় না কেনার। বলতে বলতে লোকটা কেঁদে ফেললো।

আমি কিচ্ছু ধরি নাই। খুব ঘৃনা লেগেছে এই খাবারগুলো দেখে।

তারপর চোখ মুছতে মুছতে বললো, শেখ হাসিনা এদেশের মানুষকে প্রচন্ড ঘৃণা করতেন আর আমাদের কস্ট দেখে আনন্দ পেতেন।

কথা সত্য। উনি আমাদেরকে ঘৃনা করতেন, অসম্ভব রকমের ঘৃনা করতেন।

© Shahriar Ahmed Sadib

এখন পর্যন্ত 😥😥😥
31/08/2024

এখন পর্যন্ত 😥😥😥

😥😥😥
29/08/2024

😥😥😥

28/08/2024
জাসদ-সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার!
26/08/2024

জাসদ-সভাপতি হাসানুল হক ইনু গ্রেফতার!

26/08/2024

ঢাবির নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন অধ্যাপক
নিয়াজ আহমেদ খান

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এসকল গেট খুলে দেওয়া হয়। এ...
26/08/2024

ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। আজ সোমবার এসকল গেট খুলে দেওয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে ১১ লাখ কিউসেক পানি। বাঁধ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদসহ বাংলাদেশেও।

বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when PANACEA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share