স্বপ্ন যখন বিসিএস

স্বপ্ন যখন বিসিএস A helpful page for Success your Dream Most Help helpfull page For All Students

🌿আলিঙ্গন বা জড়িয়ে ধরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে।এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে:স্ট্রে...
27/09/2025

🌿আলিঙ্গন বা জড়িয়ে ধরা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হতে পারে।
এর পেছনে কিছু বৈজ্ঞানিক কারণ আছে:

স্ট্রেস কমায়: যখন আমরা কাউকে জড়িয়ে ধরি, তখন আমাদের শরীর অক্সিটোসিন Oxytocin নামক একটি হরমোন নিঃসরণ করে, যা "লাভ হরমোন" বা আলিঙ্গন হরমোন নামে পরিচিত। এটি মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কর্টিসল Cortisolএর মাত্রা কমিয়ে আনে, ফলে মন শান্ত হয়।

নিরাপত্তা বোধ বাড়ায়: স্পর্শের মাধ্যমে আমরা এক ধরনের নির্ভরতা ও নিরাপত্তা অনুভব করি। এটি মস্তিষ্কের সেই অংশকে সক্রিয় করে যা আমাদের আবেগ এবং সামাজিক সংযোগের সাথে জড়িত।

উদ্বেগ কমায়: গবেষণায় দেখা গেছে যে, নিয়মিত আলিঙ্গন মানুষের মধ্যে উদ্বেগ এবং বিষণ্ণতার লক্ষণ কমাতে সাহায্য করে।

26/09/2025

জেনে রাখি

🚧 ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ফের জেগে উঠল....😲😲😲🔸 ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ফের জেগে উঠল আন্দামান সাগরের...
25/09/2025

🚧 ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ফের জেগে উঠল....😲😲😲

🔸 ভারতের একমাত্র জীবন্ত আগ্নেয়গিরি ফের জেগে উঠল আন্দামান সাগরের বুকে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ব্যারেন দ্বীপে অবস্থিত এই আগ্নেয়গিরি মাত্র সাত দিনের ব্যবধানে দু’বার অগ্ন্যুৎপাত ঘটিয়েছে। সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন, চলতি সেপ্টেম্বরের ১৩ ও ২০ তারিখে আগ্নেয়গিরি থেকে ছাই ও গ্যাস নির্গমন হয়েছে।

🔸 পোর্ট ব্লেয়ার থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত ব্যারেন দ্বীপ একেবারেই জনমানবশূন্য। অগ্ন্যুৎপাতের সময় দ্বীপজুড়ে কালো ধোঁয়া ও লাভার দৃশ্য ধরা পড়ে। যদিও প্রশাসন জানিয়েছে, অগ্ন্যুৎপাতের মাত্রা খুব বেশি ছিল না এবং আশেপাশের অঞ্চলের মানুষের জন্য তা বিপজ্জনক হয়ে ওঠেনি।

🔸 উল্লেখ্য, ব্যারেন দ্বীপের এই আগ্নেয়গিরি ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে স্বীকৃত। সরকারি তথ্য অনুযায়ী, সর্বশেষ ২০২২ সালে অগ্ন্যুৎপাত করেছিল এটি। প্রায় তিন বছর পর ফের তার অগ্ন্যুৎপাত প্রত্যক্ষ করা গেল।

🔸 সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অগ্ন্যুৎপাতের একাধিক ভিডিয়ো ভাইরাল হয়েছে। ‘ইনসাইটফুল জিয়োপলিটিক্স’ নামের এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত একটি ভিডিয়ো বিশেষভাবে সাড়া ফেলেছে। নেটাগরিকেরা বিস্ময় প্রকাশ করে লাইক ও কমেন্টে ভরিয়ে দিয়েছেন সেই পোস্ট।

🔸 বিজ্ঞানীদের মতে, আগ্নেয়গিরির এ ধরনের সক্রিয়তা পৃথিবীর ভূতাত্ত্বিক প্রক্রিয়ারই স্বাভাবিক অংশ। তবে ভারতের জন্য ব্যারেন দ্বীপের প্রতিটি অগ্ন্যুৎপাত এক অনন্য ভূতাত্ত্বিক ঘটনা, যা গবেষকদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।

Geography zone- ভূগোল

চিনিকে না বলিমাত্র ৯ দিন একটানা চিনি না খেলে শরীরে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে, যেমন ওজন কমা, ত্বকের উন্নতি, ...
19/09/2025

চিনিকে না বলি
মাত্র ৯ দিন একটানা চিনি না খেলে শরীরে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে, যেমন ওজন কমা, ত্বকের উন্নতি, হজমশক্তির বৃদ্ধি, এবং মানসিক স্বাস্থ্যের উন্নতি। এছাড়াও, শরীরের প্রদাহ কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে পারে, যা দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।

শারীরিক ও মানসিক পরিবর্তন

★★ওজন কমতে শুরু করে:
চিনি কম খেলে শরীর দ্রুত ওজন কমাতে শুরু করে।

★★ত্বকের উন্নতি:
মুখের ফোলাভাব কমে এবং মুখের দাগ ও ব্রণের সমস্যাও ধীরে ধীরে কমতে থাকে।

★★শক্তি বৃদ্ধি:
চিনি বাদ দিলে শরীরে আগের চেয়ে বেশি শক্তি পাওয়া যায় এবং ক্লান্তি কমে।

★★হজম ভালো হয়:
বদ হজম ও অন্যান্য হজমজনিত সমস্যা দূর হতে পারে।

★★মেজাজের উন্নতি:
মন-মানসিকতায় ইতিবাচক পরিবর্তন আসে এবং আবেগ নিয়ন্ত্রণে সহায়তা করে।

★★প্রদাহ কমে:
শরীরের ভেতরের প্রদাহ কমে আসে।

★★রক্তচাপ নিয়ন্ত্রণ:
রক্তচাপ নিয়ন্ত্রণে আসতে সাহায্য করে।

@@দীর্ঘমেয়াদী উপকারিতা
হৃদ্‌রোগ, উচ্চ রক্তচাপ এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমে।
রক্তে শর্করার মাত্রা স্থিতিশীল থাকে।
মানসিক শান্তি ও সামগ্রিক জীবনযাত্রার মান উন্নত হয়

৪৭তম প্রিলির রেজাল্ট ২৮ সেপ্টেম্বর! লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর থেকে!
19/09/2025

৪৭তম প্রিলির রেজাল্ট ২৮ সেপ্টেম্বর!
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর থেকে!

➤➤➤ অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিকঃ★ কপ-৩০ সম্মেলন হবে --->  বেলেম, ব্রাজিল।★ ৫১ তম জি-৭ সম্মেলন হবে --->  আলবার্টা, কানাডা...
18/09/2025

➤➤➤ অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিকঃ

★ কপ-৩০ সম্মেলন হবে ---> বেলেম, ব্রাজিল।
★ ৫১ তম জি-৭ সম্মেলন হবে ---> আলবার্টা, কানাডা।
★ ৭ম বাংলাদেশি এভারেস্ট জয়ী ---> ইকরামুল শাকিল।
★ হিমালয় অন্নপূর্ণা চূড়ায় প্রথম বাংলাদেশী ---> বাবর আলী।
★ মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ --> ১৩০ তম।
★ বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশ ---> ১২৩ তম।
★ মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ ---> ১৪৯ তম।
★ বর্তমানে মাথাপিছু আয় ---> ২৮২০ মার্কিন ডলার।
★ ৫৪ তম বাজেটের আকার ---> ৭,৮৯,৯৯৯ কোটি টাকা ।
★ বাজেটে GDP প্রবৃদ্ধি ---> ৫.৫%।
★ মূল্যস্ফীতি ---> ৬.৫%।
★ দেশে প্রথম মনোরেল ---> চট্টগ্রাম (দৈর্ঘ্য ৫৪ কি.মি.)।
★ সি টু সামিট হলো ---> একটি পর্বত অভিযানের নাম।
★ ইলন মাস্কের রাজনৈতিক দল ---> দ্য আমেরিকা পার্টি।
★ দেশে সর্ববৃহৎ সৌরবিদ্যুত নির্মিত হচ্ছে ---> সোনাগাজী, ফেনী।

[সংগৃহীত পোস্ট]

🔸
৪৯তম (স্পেশাল) বিসিএস [শিক্ষা ক্যাডার] RAPID REVIEW ব্যাচ-১২৮! Coming Soon....
-
প্রাইমারি প্রধান শিক্ষক ও প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ স্পেশাল নিউ ব্যাচ-১২৭ এর রুটিন ও কোর্স কন্টেন্ট বিস্তারিত কমেন্টে...
-
২০২৩ সাল ভিত্তিক কমাইন্ড অল ব্যাংক P+W ব্যাচ-১২৬ এর রুটিন ও কোর্স কন্টেন্ট বিস্তারিত কমেন্টে...
-
২৩ সাল ভিত্তিক কম্বাইন্ড অল ব্যাংক রিটেন ব্যাচ-১২৪! এর রুটিন ও কোর্স কন্টেন্ট বিস্তারিত কমেন্টে ..

ভর্তি হতে ইনবক্স করুন ....🌷
Follow : Engineer's MCQ অ্যাপ & Engineer's BCS Care II

18/09/2025

🌿যাওয়ার আগে একবার চোখ বুলিয়ে নিয়েন।
SAARC -৮টি, D-8 - ৯ টি, BRICS -১০ টি, ASEAN -১০টি,OPEC- ১২টি, ইউরোজোন -২০টি, EU-২৭টি, শেনজেন-২৯টি, NATO -32

18/09/2025

ব্রেকিং নিউজ:-
19 তম নিবন্ধনের পরিবর্তন গুলো কী কী?
১/ জেনারেল ১০০ মার্কের Mcq পরীক্ষায় ৪০ মার্ক পাইলেই পাস।
২/ সাবজেক্টিভ এর ১০০ মার্কের Mcq পরীক্ষায় ৪০ মার্কে পাস।
৩/সনদের মেয়াদ ৩ বছর গণবিজ্ঞপ্তির পর থেকে বয়স গণনা করা হবে এতে কারো বয়স ৩৫ অতিক্রম করলেও সমস্যা হবে না নিয়োগ পাবেন।
৪/পদসংখ্যার দ্বিগুণ টিকানো হবে। ধরেন শূন্যপদ ৭০ হাজার হলে ১ লক্ষ ৪০ হাজার টিকাবেন।
৫/ ভাইভা ২০ মার্কের হবে।

এই পরিবর্তন গুলো করানো হয়েছে যাতে দ্রুত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম শেষ করা যায়।

যারা ১৯ তম নিবন্ধনে ১০০% সফল হতেই হবে যারা জীবন-মরণ মিশন নিয়ে পড়াশোনা করতে চান এরকম সুপার ডেডিকেটেড ৩০০ জন স্টুডেন্টকে আজকে আমরা নিবন্ধনের ICU ব্যাচে ভর্তির সুযোগ করে দিবো।
কিন্তু শর্ত হচ্ছে
১/ডেইলি মিনিমাম ২ ঘন্টা পড়তে হবে।
২/ নিয়মিত ক্লাস করতে হবে।
৩/নিয়মিত পরীক্ষা দিতে হবে।
যারা যুক্ত হতে চান তারা (আমি সফল হতে চাই) লিখে কমেন্ট করুন।

17/09/2025

🌿রাজধানী হিসেবে ঢাকা❤️

16/09/2025

🌿রবীন্দ্রনাথের 'নষ্টনীড়' গল্পের চরিত্র :চারুলতা
অমল, ভূপতি।
'চোখের বালি' উপন্যাসের চরিত্র :বিনোদিনী, আশালতা, মহেন্দ্র, বিহারী।
'হৈমন্তী' গল্পের চরিত্র :হৈমন্তী, অপু।

16/09/2025

🌿জীবনানন্দ দাশের উপর
'A poet apart' নামে গ্রন্হ লিখেন: ক্লিনটন বি সিলি
১৯৯০ সালে।

14/09/2025

🌿বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয়ের খাত হলো মূল্য সংযোজন কর (VAT) (মুসক)।
প্রায় (৩৫-৪০)% অর্থ এই VAT থেকে আসে।
(VAT চালু হয় ১ জুলাই, ১৯৯১ সালে।
এটি একটি পরোক্ষ কর।
জাতীয় ভ্যাট দিবস ১০ ডিসেম্বর।

Address

Shahbagh
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when স্বপ্ন যখন বিসিএস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to স্বপ্ন যখন বিসিএস:

Share

Category