Current Information-সাম্প্রতিক তথ্য

Current Information-সাম্প্রতিক তথ্য For Constructing & Spreading The Knowledge

সর্বজনীন পেনশন। কত টাকা কিস্তিতে মাসে কত পেনশন পাবেন।
15/08/2023

সর্বজনীন পেনশন। কত টাকা কিস্তিতে মাসে কত পেনশন পাবেন।

18/07/2023

★ নারী সম্পর্কিত এক কথায় প্রকাশঃ-
▪️যে নারীর স্বামী দ্বিতীয় বিয়ে করেছে = অধিবিন্না
▪️যে নারীর স্বামীর বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা
▪️যে নারীর দুটি পুত্র = দ্বিপুত্রিকা
▪️যে নারীর সন্তান বাঁচে না = মৃতবৎসা
▪️যে নারীর সন্তান হয় না = বন্ধ্যা
▪️যে নারীর হিংসা নেই = অনসূয়া
▪️যে নারীর বিয়ে হয় না = অনূঢ়া
▪️যে নারীর পাঁচ স্বামী = পঞ্চভর্তৃকা
▪️যে নারী অতি উজ্জ্বল ও ফর্সা = মহাশ্বেতা
▪️যে নারী সমূহ গামিনী = বারাঙ্গনা
▪️যে নারী শিশুসন্তানসহ বিধবা = বালপুত্রিকা
▪️যে নারী সূর্যকে দেখে না = অসূর্যস্পশ্যা
▪️যে নারীর হাসি কুটিলতা বর্জিত = শুচিস্মিতা
▪️যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে = নবোঢ়া
▪️যে নারীর বিয়ে হয়েছে = উঢ়া
▪️যে নারীর বিয়ে হয় নি = কুমারী
▪️যে নারী আনন্দ দান করে = বিনােদিনী
▪️যে নারী চিরকাল পিতার গৃহে থাকে = চিরন্টী
▪️যে নারী বীর = বীরাঙ্গনা
▪️যে নারী অঘটন ঘটাতে পারদর্শী= অঘটনঘটনপটিয়সী
▪️যে নারীর সহবাসে মৃত্যু হয় = বিষকণ্যকা
▪️যে নারী একবার সন্তান প্রসব করেছে = কাকবন্ধ্যা
▪️যে নারী পূর্বে অন্যের স্ত্রী ছিল = অন্যপূর্বা
▪️যে নারী চিত্রে অর্পিতা = চিত্রাপিতা
▪️যে নারী দুগ্ধবতী = পয়স্বিনী
▪️যে নারীর হাসি সুন্দর = সুস্মিতা
▪️যে নারী প্রিয় কথা বলে = প্রিয়ংবদা
▪️যে নারী বীর সন্তান প্রসব করে = বীরপ্রসূ
▪️যে নারী সাগরে বিচরণ করে = সাগরিকা
▪️যে নারীর স্বামী ও পুত্র জীবিত = পুরন্ধ্রী, বীরা
▪️যে নারীর স্বামী ও পুত্র মৃত = অবীরা
▪️যে নারী সৌষ্ঠব সম্পন্না = অঙ্গনা
▪️যে নারী সুন্দরী = রামা

21/06/2023

বছরের দীর্ঘতম দিন আজ
👇
২১ জুন

19/06/2023

১৯ জুন ২০২৩ খ্রিস্টাব্দ (আজ সোমবার)
৫ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (ঋতু-বর্ষাকাল)
২৯ জিলকদ ১৪৪৪ হিজরী
আজকের সূর্যোদয় ৫.১১ মিনিটে
এবং সূর্যাস্ত ৬.৪৭ মিনিটে।
#ধন্যবাদ

নিয়োগ বিজ্ঞপ্তি
18/06/2023

নিয়োগ বিজ্ঞপ্তি

29/03/2023

#সাম্প্রতিক
★ বিশ্বব্যাংকের সদস্য - ১৮৯ টি
★ BRICS এর সদস্য -৫ টি
★ IMF এর সদস্য -১৯০ টি।
★NDB এর সদস্য - ৭ টি
★ACU এর সদস্য দেশ- ৮ টি
★ ওপেক এর সদস্য -১৩ টি
★ ইউরোজোনভুক্ত দেশ -২০ টি
★শেনজেনভুক্ত দেশ - ২৭ টি
★ ইউরোপীয় ইউনিয়নের সদস্য - ২৭ টি
★ ন্যাটোর সদস্য -৩০ টি
★ কমনওয়েলথের সদস্য -৫৬ টি
★ OIC এর সদস্য - ৫৭ টি
★ NAM এর সদস্য -১২০ টি

18/11/2022

সমার্থক শব্দ মনে রাখার টেকনিকঃ-


আমরা জানি পৃথিবীর পেরেক বলা হয় পাহাড়কে। পাহাড় পৃথিবীর ভারসাম্যতা ধরে রাখে। মজার ব্যাপার হচ্ছে পৃথিবীর সমার্থক শব্দের সাথে ‘ধর’ যোগ করে দিলেই তা পাহাড়ের সমার্থক শব্দ হয়ে যাবে। যেমন:

পৃথিবী – ভূ, অবনী, ধরণী, ধরা, মহী, মেদিনী, ক্ষিতি, পৃথ্বী । পাহাড় – ভূধর, অবনীধর, ধরণীধর, ধরাধর, মহীধর, মেদিনীধর, ক্ষিতিধর, পৃথ্বীধর ।

এরকম সূর্যের আলোয় পানি বাষ্প হয়ে উড়ে যায়, ঘনীভূত হয় মেঘে। অর্থাৎ মেঘ পানি ধরে রাখে এবং মজার ব্যাপার হচ্ছে পানির সমার্থক শব্দের সাথে ‘ধর’ যোগ করে দিলেই তা মেঘের সমার্থক শব্দ হয়ে যাবে। যেমন: পানি – জল, নীর, অম্বু, বারি, পয়, তোয় । মেঘ – জলধর, নীরধর, অম্বুধর, বারিধর, পয়ধর, তোয়ধর

আবার ‘নিধি’ শব্দের অনেকগুলো অর্থের মধ্যে একটি হচ্ছে আধার বা স্থান। তাহলে ‘পানি’র সমার্থক শব্দের সাথে ‘নিধি’ যোগ করে দিলেই তা পানির মূল আধার বা স্থান সমুদ্রকে বুঝাবে। যেমন: পানি – জল, নীর, অম্বু, বারি, পয়, তোয় । সমুদ্র – জলনিধি, নীরনিধি, অম্বুনিধি, বারিনিধি, পয়নিধি, তোয়নিধি

আকাশের সমার্থক শব্দ: গগন, শুন্য, আসমান, অন্তরীক্ষ, নভঃ, অনন্ত, নভোমণ্ডল, ব্যোম, দ্যু।

☞১. ‘খ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘আকাশ’; আর ‘খগ’ শব্দের সমার্থক শব্দ হলো ‘পাখি’।

☞২. ‘পবন’ শব্দের অর্থ হলো ‘বাতাস’; আর ‘পাবন’ শব্দের অর্থ হলো ‘আগুন’।

☞৩. ‘পরভৃৎ’ শব্দের অর্থ হলো ‘কাক’; আর ‘পরভৃত’ শব্দের অর্থ হলো ‘কোকিল’।

☞ ৪. ‘কুমুদ’ শব্দের অর্থ হলো ‘পদ্ম’, ‘কুমুদিনী’ শব্দের অর্থ হলো ‘পদ্মের দল’; আর ‘কুমুদনাথ’ শব্দের অর্থ হলো ‘চন্দ্র’।

☞৫. ‘নগ’ শব্দের অর্থ হলো ‘পর্বত’; আর ‘নাগ’ শব্দের অর্থ হলো ‘সাপ’।

☞৬. ‘পাদপ’ শব্দের অর্থ ‘যে পা দিয়ে পান করে’, ‘বৃক্ষ’; আর ‘পাদ্য’ শব্দের অর্থ ‘পা ধোয়ার জল’।

☞৭. ‘দ্বীপ’ শব্দের অর্থ হলো ‘চারদিকে জল-বেষ্টিত ভূভাগ’; ‘দীপ’ শব্দের অর্থ হলো ‘প্রদীপ’/’বাতি’; আর ‘দ্বিপ’ শব্দের অর্থ হলো ‘হাতি’।

☞৮. ‘পুষ্কর’ শব্দের অর্থ হলো ‘পদ্ম’; আর ‘পুষ্করিণী’ শব্দের অর্থ হলো ‘পুকুর’।

☞৯. ‘আপন’ শব্দের অর্থ হলো ‘নিজ’; আর ‘আপণ’ শব্দের অর্থ হলো ‘দোকান’।

☞১০. ‘মহী’, ‘ক্ষিতি’ শব্দগুলোর অর্থ হলো ‘পৃথিবী’; আর ‘মহীরুহ’, ‘ক্ষিতিরুহ’ শব্দগুলোর অর্থ হলো ‘বৃক্ষ’।

☞১১. ‘জীমূত’ শব্দটি দিয়ে ‘মেঘ’ ও ‘পাহাড়’ দুটোই বুঝায়।

☞ ১২. ‘সরোবর’ শব্দটি দিয়ে ‘দীঘি’ ও ‘পদ্ম’ দুটোই বুঝায়; আর ‘সরোদ’ শব্দের অর্থ ‘এক প্রকার তারের বাদ্যযন্ত্র’।

☞১৩. ‘অটবি’ শব্দটি দিয়ে ‘বন’ ও ‘বৃক্ষ’ দুটোই বুঝায়।

☞১৪. ‘কুঞ্জ’ শব্দের অর্থ হলো ‘বন’; ‘নিকুঞ্জ’ শব্দের অর্থ হলো ‘বাগান’; আর ‘কুঞ্জর’ শব্দের অর্থ হলো ‘হাতি’।

☞১৫. ‘মৃগ’ শব্দের অর্থ হলো ‘হরিণ’; আর ‘শাখামৃগ’ শব্দের অর্থ হলো ‘বানর’। ১৬. ‘পানি’ শব্দের অর্থ ‘জল’; আর ‘পাণি’ শব্দের অর্থ ‘হাত’।

☞১৭. ‘শিখণ্ডী’ শব্দের অর্থ হলো ‘ময়ূর’; আর ‘শিখরী’ শব্দের অর্থ হলো ‘বৃক্ষ’, ‘পাহাড়’। ‘শিখী’ শব্দের অর্থ হলো ‘ময়ূর’; আর ‘শাখী’ শব্দের অর্থ হলো ‘বৃক্ষ’।

☞১৮. ‘কান্তা’ শব্দের অর্থ হলো ‘নারী’; আর ‘কান্তার’ শব্দের অর্থ হলো ‘বন’।

☞১৯. ‘আষাঢ়’ হলো একটি মাসের নাম; আর ‘আসার’ হলো ‘জলকণা’/’নিদর্শন’/’চিহ্ন’।

☞২০. ‘ভূ’, ‘মেদিনী’, ‘মহী’, ‘ক্ষিতি’ শব্দগুলোর অর্থ হলো ‘পৃথিবী’; আর শব্দগুলোর সাথে যখন ‘ধর’ যুক্ত হয় (যেমন- ভূধর, মেদিনীধর, মহীধর, ক্ষিতিধর) তখন শব্দগুলোর অর্থ হয় ‘পাহাড়’; আর যখন শব্দগুলোর সাথে ‘পাল’/’নাথ’/’পতি’ "রনি" যুক্ত হয় (যেমন- ভূপাল, ভূপতি, মহীপাল, মহীনাথ, ক্ষিতিপাল, ক্ষিতিনাথ, ক্ষিতিপতি) তখন শব্দগুলোর অর্থ হয় ‘রাজা’।

☞২১. ‘প্রভা’, ‘কিরণ’, ‘অংশু’, ‘বিভা’, ‘ময়ূখ’ শব্দগুলোর অর্থ হলো ‘রশ্মি’/’আলো’;

আর শব্দগুলোর সাথে যখন ‘কর’/’মালী’ যুক্ত হয় (যেমন- প্রভাকর, কিরণমালী, অংশুমালী, বিভাকর, ময়ূখমালী) তখন শব্দগুলোর অর্থ হয় ‘সূর্য’।

২২. আমরা অনেক সময় ‘সমুদ্র’ এবং ‘মেঘ’-এর প্রতিশব্দগুলো গুলিয়ে ফেলি কারণ এদের প্রতিশব্দগুলো প্রায় কাছাকাছি ধরণের। তাই আমরা সহজে এভাবে মনে রাখতে পারি- যে শব্দগুলোর শেষে ‘ধি’ থাকবে সেগুলো সমুদ্রের প্রতিশব্দ এবং যে শব্দগুলোর শেষে ‘দ’ বা ‘ধর’ থাকবে সেগুলো মেঘের প্রতিশব্দ।

যেমন- সমুদ্রের প্রতিশব্দ বারিধি, জলধি, জলনিধি, অম্বুধি, সরোধি, উদধি, পয়োনিধি, তোয়ধি, বারিনিধি ইত্যাদি। লক্ষ করুন সবগুলো শব্দের শেষে ‘ধি’ আছে।

আবার মেঘের প্রতিশব্দ বারিদ, জলদ, অম্বুদ, তোয়দ, জলধর, পয়োধর, তোয়ধর, নীরদ, পয়োদ ইত্যাদি। লক্ষ করুন সবগুলো শব্দের শেষে ‘দ’ বা ‘ধর’ আছে।

ব্যতিক্রম: মোটামুটি একটি ব্যতিক্রমই রয়েছে সেটি হলো ‘জলধর’। এই শব্দটি দ্বারা ‘সমুদ্র’ এবং ‘মেঘ’ দুটোকেই বুঝায়।

10/11/2022

্তর_মনে_রাখার_কৌশল...

𒊹︎︎︎যেসব সংস্থার শুরুতে W অথবা শেষে O আছে তাদের সদরদপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
যেমন:-WIPO, WHO, WMO, WTO, ILO, ISO

(ব্যতিক্রম IMO যার সদরদপ্তর লন্ডনে)

𒊹︎︎︎লন্ডনে যেসব সদরদপ্তর (I AM Common)

I-IMO
AM-Amnesty international
Common - কমনওয়েলথ ভিত্তিক সকল সংস্থা।

𒊹︎︎︎টাকা পয়সা বিষয়ক সংস্থার সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
যেমন-IMF,World bank.

𒊹︎︎︎Atomic /petroleum /industrial development সংক্রান্ত সংস্থার সদর দপ্তর ভিয়েনা,অস্ট্রিয়া।
যেমন:-UNIDO, IAEA, OPEC ইত্যাদি।

𒊹︎︎︎ Economical এবং Educational থাকলে তাদের সদরদপ্তর প্যারিস, ফ্রান্স।
যেমন:-OECD, UNESCO

𒊹︎︎︎কোন সংস্থার নাম UN কিংবা এর সাথে E/F যুক্ত হলে তার সদরদপ্তর নিউইয়র্ক।
যেমন:-UNIFEM, UNICEF, UNFPA, UN

𒊹︎︎︎যেসকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে, সেগুলোর সদরদপ্তর রোম,ইতালি।
যেমন:-IFAD, WEP, FAO

️𒊹︎︎︎শুরুতে I এবং শেষে A/B/C/D/F থাকলে তার সদরদপ্তর ওয়াশিংটন ডিসি,যুক্তরাষ্ট্র।
যেমন:-IMF,IFC,IDA,IDB,IBRD,ICSID]

#সংগৃহীত

07/11/2022

দিবস গুলো মনে রাখুন সহজেই
-
০১। জাতীয় শিক্ষক দিবস- ১৯ জানুয়ারী
০২। জাতীয় পতাকা দিবস - ২ মার্চ
০৩। বিশ্ব নারী দিবস- ৮ মার্চ
০৪। শিশু দিবস- ১৭ মার্চ
০৫। বিশ্ব আবহাওয়া দিবস- ২৩ মার্চ
০৬। স্বাধীনতা দিবস- ২৬ মার্চ
০৭। বিশ্ব স্বাস্থ্য দিবস- ৭ এপ্রিল
০৮। মুজিবনগর দিবস- ১৭ এপ্রিল
০৯। বিশ্ব মেধা সম্পদ দিবস- ২৬ এপ্রিল
১০। মহান মে দিবস- ১ মে
১১। আন্তর্জাতিক শিশু দিবস- ৪ মে
১২। বিশ্ব মা দিবস- ১৩ মে
১৩। বিশ্ব পরিবার দিবস- ১৫ মে
১৪। বিশ্ব টেলিযোগাযোগ দিবস- ১৭ মে
১৫। নিরাপদ মাতৃত্ব দিবস- ২৮ মে
১৬। বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে
১৭। বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
১৮। ছয় দফা দিবস- ৭ জুন
১৯। বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস- ১২ জুন
২০। পলাশী দিবস- ২৩ জুন
২১। বিশ্ব সংগীত দিবস- ২১ জুন
২২। জন্ম নিবন্ধন দিবস- ৩ জুলাই
২৩। বিশ্ব সমবায় দিবস- ৭ জুলাই
২৪। মুসক দিবস- ১০ জুলাই
২৫। বিশ্ব জন সংখ্যা দিবস- ১১ জুলাই
২৬। ম্যান্ডেলা দিবস- ১৮ জুলাই
২৭। বিশ্ব বাঘ দিবস- ২৯ জুলাই
২৮। হিরোশিমা দিবস- ৬ আগস্ট
২৯। বিশ্ব যুব দিবস- ১২ আগস্ট
৩০। জাতীয় শোক দিবস- ১৫ আগস্ট
৩১। বিশ্ব স্বাক্ষরতা/ নিরক্ষরতা দিবস- ৮ সেপ্টেম্বর
৩২। জাতীয় আয়কর দিবস- ১৫ সেপ্টেম্বর
৩৩। মহান শিক্ষা দিবস- ১৭ সেপ্টেম্বর
৩৪। শিক্ষক দিবস- ৫ অক্টোবর
৩৫। বিশ্ব ডাক দিবস- ৯ অক্টোবর
৩৬। বিশ্ব খাদ্য দিবস- ১৬ অক্টোবর
৩৭। জাতীয় সড়ক নিরাপদ দিবস- ২২ অক্টোবর
৩৮। জেলহত্যা দিবস- ৩ নভেম্বর
৩৯। সংবিধান দিবস- ৪ নভেম্বর
৪০। সশস্ত্রবাহিনী দিবস- ২১ নভেম্বর
৪১। মুক্তিযুদ্ধা দিবস/ বিশ্ব এইডস দিবস- ১ ডিসেম্বর
৪২। রোকেয়া দিবস- ৯ ডিসেম্বর
৪৩। বিশ্ব মানবাধিকার দিবস- ১০ ডিসেম্বর
৪৪। শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর
৪৫। বিজয় দিবস- ১৬ ডিসেম্বর
৪৬। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২১ ফেব্রুয়ারি
৪৭। সুন্দরবন দিবস - ১৪ ফেব্রুয়ারি
৪৮। জাতীয় আয়কর দিবস- ৩০ নভেম্বর
৪৯। জাতীয় গণহত্যা দিবস- ২৫ শে মার্চ
৫০। মহান স্বাধীনতা দিবস- ২৬ মার্চ

01/11/2022

২০২৩ সালে সরকারি ছুটি ২২দিন,
৮ দিনই শুক্র ও শনিবার।

25/10/2022

বিভিন্ন সংস্থার সদর দপ্তরঃ-

১। UNDP এর সদর দপ্তর= নিউইয়র্ক
২। জাতিসংঘের সদর দপ্তর= নিউইয়র্ক
৩। CIA এর সদর দপ্তর= ভার্জিনিয়া
৪। OIC এর সদর দফতর= জেদ্দা
৫। IRRI-এর সদর দপ্তর= ফিলিপাইন (লস ব্যানোস)
৬। সার্কের সদর দপ্তর=নেপাল (কাঠমুন্ডু)
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর= ব্রাসেলস
৮। NATO এর সদর দপ্তর= ব্রাসেলস
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর= প্যারিসে
১০। WIPO এর সদর দপ্তর=জেনেভা
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে র সদর দপ্তর=বার্লিন,জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর= জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর=ম্যানিলা
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর= জেদ্দা
১৫। World Bank এর সদর দপ্তর=ওয়াশিংটন
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর= হেগ
১৭। IMF এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় - হোয়াইট হল
১৯। PLO এর সদর দপ্তর= রামাল্লা, ফিলিস্তিন
২০। IAEA এর সদর দপ্তর=ভিয়েনা
২১। WHO এর সদর দপ্তর=জেনেভা
২২। FAO এর সদর দপ্তর=রোম
২৩। BIMSTEC এর সদর দপ্তর= ঢাকা
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর =ঢাকা
২৫। NAM এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৬। G-8 এর সদর দপ্তর=সদর দপ্তরবিহীন
২৭। UNIDO এর সদর দপ্তর=ভিয়েনা
২৮। ICJ ( International Court of Justice) এর সদর দপ্তর=হেগ
২৯। OPCW (Organization for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর= হেগ
৩০। OPEC এর সদর দপ্তর= ভিয়েনা
৩১। WTO এর সদর দপ্তর= জেনেভা।
৩২। WLO এর সদর দপ্তর= জেনেভা
৩৩। ILO-এর সদর দফতর= জেনেভা।
৩৪। ইউএন উইমেন (UN Women) এর সদর দপ্তর=নিউইয়র্ক
৩৫। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর= রোম
৩৬। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল-এর সদর দপ্তর= লন্ডন
৩৭। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর= লিও
৩৮। IDA ( Int’l Development Association) এর সদর দপ্তর= ওয়াশিংটন ডিসি
৪০। UNCTD এর সদর দপ্তর= জেনেভা
৪১। ITU (Int’l Telecommunication Union) এর সদর দপ্তর= জেনেভা
৪২। AFP এর সদর দপ্তর= প্যারিস, ফ্রান্স।
৪৩। AP এর সদর দফতর= নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪৪। রয়টার্সের সদর দপ্তর= লন্ডন, ব্রিটেন।
৪৫। CNN (Cable News Network) এর সদর দফতর= আটলান্টা,জর্জিয়া(যুক্তরাষ্ট্র)
৪৬। কমনওয়েলথ এর সদর দফতর=লন্ডন
৪৭। D-8 (Developing- 8 এর সদর দফতর=ইস্তাম্বুল, তুরস্ক
৪৮।UNU (United Nation University)= টোকিও, জাপান।
৪৯। ফিফার (FIFA) সদর দপ্তর= জুরিখ, সুইজারল্যান্ড
৫০। আইসিসি এর সদর দপ্তর=দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)

24/10/2022

#ঘূর্ণিঝড়_সিত্রাং

🔘'সিত্রাং' নামকরণ করে-
উঃ থাইল্যান্ড।

🔘'সিত্রাং' শব্দটি-
উঃ ভিয়েতনামিজ।

🔘'সিত্রাং' অর্থ-
উঃ পাতা।

🔘'সিত্রাং' এর উৎপত্তি-
উঃ আন্দামান সাগর।

Address

Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Current Information-সাম্প্রতিক তথ্য posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category