Amader News

Amader News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Amader News, Media/News Company, Dhaka.

An Online News Paper, Latest Bangla News, Sports, Politics, Life style, Health, International News, Technology and Entertainment News Popular Online news Portal Bangladesh

21/07/2025
উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ যুদ্ধবিমানের দুর্ঘটনাঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত...
21/07/2025

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ যুদ্ধবিমানের দুর্ঘটনা

ঢাকা, ২১ জুলাই ২০২৫: রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে আজ দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে বিমানটি উড্ডয়নের পর নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়।

আইএসপিআরের বিবৃতিতে জানানো হয়, পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হয়েছেন এবং তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থলে দমকল বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এলাকাটি নিরাপদ ঘোষণা করা হয়েছে।

বিমান বিধ্বস্তের সময় ক্যাম্পাসে শিক্ষার্থী ও শিক্ষকরা উপস্থিত থাকলেও এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। সতর্কতার অংশ হিসেবে স্কুল-কলেজের সকল শিক্ষার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ বিমান বাহিনী একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে দেখতে পান স্কুল ক্যাম্পাসের অভ্যন্তরে বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং কালো ধোঁয়া উঠছে।

বাংলাদেশ বিমান বাহিনী জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ দ্রুত উদঘাটনের জন্য সংশ্লিষ্ট সকল বিভাগ কাজ করছে। এফ-৭ বিজিআই মডেলের যুদ্ধবিমানটি চীনের তৈরি এবং বাংলাদেশ বিমান বাহিনীর নিয়মিত প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হয়ে থাকে।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থেকে এলাকাটি ঘিরে রেখেছে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

সর্বশেষ খবরের জন্য চোখ রাখুন।
#উত্তরা #মাইলস্টোন #বিমান_দুর্ঘটনা #বাংলাদেশবিমানবাহিনী #নতুন_খবর #অ্যাডভান্স_আপডেট

📰 বায়ার্ন মিউনিখের দুঃস্বপ্নের রাত: হারে বিদায়, মুসিয়ালার ভয়াবহ চোটবায়ার্ন মিউনিখের জন্য রাতটা যেন দুঃস্বপ্নের মতোই...
05/07/2025

📰 বায়ার্ন মিউনিখের দুঃস্বপ্নের রাত: হারে বিদায়, মুসিয়ালার ভয়াবহ চোট

বায়ার্ন মিউনিখের জন্য রাতটা যেন দুঃস্বপ্নের মতোই কাটল। ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে প্যারিস সেন্ট-জার্মেইনের (পিএসজি) কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছে জার্মান জায়ান্টরা। পিএসজির হয়ে ৭৯তম মিনিটে ডেসিরে দোয়ে এবং যোগ করা সময়ের শেষপ্রান্তে (৯০+৫ মিনিটে) উসমান দেম্বেলে গোল করে বায়ার্নের স্বপ্ন চূর্ণ করেন।

তবে শুধু ম্যাচ হারাই নয়, আরও বড় ধাক্কা বায়ার্নের প্রাণভোমরা জামাল মুসিয়ালার চোট। বক্সের প্রান্তে পিএসজি গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার বেপরোয়া ট্যাকলে মুসিয়ালা মাটিতে লুটিয়ে পড়েন এবং তার গোড়ালি ভয়াবহভাবে বেঁকে যায়। আশ্চর্যের বিষয়, রেফারি অ্যান্থনি টেইলর ভিডিও রিভিউ না করে উভয় দলকে ড্রেসিংরুমে পাঠিয়ে দেন।

ম্যাচ শেষে বায়ার্নের ক্রীড়া পরিচালক ক্রিস্টোফ ফ্রয়েন্ড বলেন, "দুর্ভাগ্যজনকভাবে পরিস্থিতি খুবই খারাপ মনে হচ্ছে।"
পিএসজির নুনো মেন্ডেস বলেন, "মুসিয়ালা অসাধারণ এক খেলোয়াড়। আমরা চাই সে দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরুক।"

ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তের ধারাবাহিকতায় টেইলর পরে পিএসজির উইলিয়ান পাখোকে লাল কার্ড দেখান গোরেতস্কার উপর ফাউলের জন্য এবং লুকাস হার্নান্দেজকেও বের করে দেন গেরেইরোর মুখে কনুই দিয়ে আঘাত করার কারণে।
পিএসজি সামাজিক মাধ্যমে মুসিয়ালার দ্রুত আরোগ্য কামনা করেছে। তবু প্রশ্ন থেকেই যায় — টেইলর কেন সেই স্পষ্ট ফাউলটি পুনরায় দেখেননি?
#বায়ার্নমিউনিখ #মুসিয়ালা #পিএসজি #ক্লাববিশ্বকাপ #ফুটবলখবর #ফুটবল #দোন্নারুম্মা #অ্যান্থনিটেইলর #ফুটবলবিতর্ক #চোট #বায়ার্নVsপিএসজি

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে প্রাণহানি, দুই দেশের ভিন্ন ভিন্ন দাবিমঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায়...
07/05/2025

ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে প্রাণহানি, দুই দেশের ভিন্ন ভিন্ন দাবি

মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের বিভিন্ন এলাকায় বিস্ফোরক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। ভারতের দাবি অনুযায়ী, অন্তত ৭০ জন সন্ত্রাসী নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে। তবে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে, যাদের মধ্যে বেসামরিক লোকজনও রয়েছেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান-শাসিত কাশ্মিরে ৯টি সন্দেহভাজন সন্ত্রাসী ঘাঁটিতে মোট ২৪টি নির্দিষ্ট ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। টার্গেট ছিল মূলত লস্কর-ই-তইবা এবং জইশ-ই-মোহাম্মদের ঘাঁটি, যেগুলো মুরিদকে ও বাহাওয়ালপুর অঞ্চলে অবস্থিত।

ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, হামলার ফলে সন্ত্রাসী সংগঠনগুলোর নেটওয়ার্কে বড় ধরনের ধাক্কা লেগেছে।

অন্যদিকে, পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, আহমেদপুর ইস্টের সুবহান আল্লাহ মসজিদে হামলায় ১৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে রয়েছে ২ শিশু, ৭ নারী ও ৪ জন পুরুষ। আহত হয়েছেন আরও ৩৭ জন।

মুজাফফারবাদের নিকটস্থ বিলাল মসজিদে হামলায় ৩ জন নিহত এবং ২ জন আহত হয়েছেন। কোটলির আব্বাস মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোরী ও ১৮ বছর বয়সী এক যুবক প্রাণ হারিয়েছে, আহত হয়েছেন আরও দুইজন। এছাড়া মুরিদকের উম আল-কুরা মসজিদে ৩ জন নিহত এবং ১ জন আহত হয়েছেন।

শিয়ালকোট ও শাকারগড় এলাকাতেও হামলার খবর মিলেছে, তবে এসব জায়গায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এই হামলাগুলোকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Amader News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amader News:

Share