
24/07/2025
জুনায়েদ আহমেদ পলক। তরুণ বয়সে এমপি এরপর মন্ত্রী।
এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মতো মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মতো বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!
একটাই ত জীবন! কী নিদারুণ অপচয়!
ক্ষমতায় থাকাকালীন কী ছিল না?
গাড়ি, বাড়ি, লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷
এই ছবিটি একটি চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা ক্ষমতায় আসবেন তাঁদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালোমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কী সম্মান!!
এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই, আটক নেই।
এর আগে লূৎফুজ্জামান বাবরকে দেখেছিলাম! কী প্রভাব! স্বরাষ্ট্রমন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!
Babu'S Philosophy