Elite Women Fashion

Elite Women Fashion


Online based.

11/09/2025
14/08/2025

হেলসিংকি সেন্ট্রাল লাইবেরি।
এত সুন্দর একটা জায়গা 😎😎। এত এত মানুষ, এত এত টুরিস্ট। তবু কোন শব্দ নাই, হইচই নাই। যে যার মত করে সময়টা এনজয় করছে। 😎

     ইউরোপের গ্রীষ্মের দিনগুলোই সুন্দর। ছবির মত সুন্দর 🙂🙂🙂🙂🙂
10/08/2025



ইউরোপের গ্রীষ্মের দিনগুলোই সুন্দর। ছবির মত সুন্দর 🙂🙂🙂🙂🙂

22/07/2025

সৃষ্টিকর্তা এই বাবা মা গুলোকে ধৈয্য দিক। যার যায়, সেই বুঝে। 😪😪

21/07/2025

মৃত্যু আমাদের কত নিকটবর্তী 😪😪
কেন ঢাকার মত এত লোকালয় জায়গাতে প্রশিক্ষণ দেয়া লাগবে😪😪😪

🕍 হেলসিংকি ক্যাথেড্রালের সিঁড়িতে বসে, সময় যেন থেমে যায়...ফিনল্যান্ড ঘোরার স্বপ্ন পূরণ হলো! 🇫🇮আজকে এলাম হেলসিংকির সবচেয়ে ...
02/07/2025

🕍 হেলসিংকি ক্যাথেড্রালের সিঁড়িতে বসে, সময় যেন থেমে যায়...

ফিনল্যান্ড ঘোরার স্বপ্ন পূরণ হলো! 🇫🇮
আজকে এলাম হেলসিংকির সবচেয়ে চেনা আর বিখ্যাত জায়গায় – Helsinki Cathedral।
সাদা মার্বেলের মতো গা, সবুজ গম্বুজ, আর সামনে বিশাল সিঁড়ি – এই চার্চটাকে এক কথায় "ম্যাজেস্টিক" বলা যায়। 😍

১৮৫২ সালে তৈরি হওয়া এই চার্চ আগে ছিল “St. Nicholas' Church”, তখন ফিনল্যান্ড ছিল রাশিয়ার অংশ। ইতিহাসের সাক্ষী এই স্থাপনাটা আজও দাঁড়িয়ে আছে আগের মতোই রাজকীয় ভঙ্গিতে।

পাশে কিছুটা রেনোভেশন চলছে, কিন্তু তাতেও কমেনি সৌন্দর্য। সামনে বসে থাকা মানুষদের দেখছিলাম – কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ একা বসে নিঃশব্দে সময় কাটাচ্ছে।

এমন জায়গায় এসে মনটা অন্যরকম শান্তিতে ভরে যায়।
যেন শহরের কোলাহল থেকে একটু দূরে, সময়ের বাইরের কোনো জায়গায় চলে এসেছি।

#স্মৃতিরপাতা

30/06/2025

16/06/2025

Rain😎

বেচে থাকার জন্য প্রতিটি মানুষ নিজেই নিজের অনুপ্রেরণা। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতেই তো কত ভাল লাগে। আর...
13/06/2025

বেচে থাকার জন্য প্রতিটি মানুষ নিজেই নিজের অনুপ্রেরণা। এত সুন্দর একটা প্রকৃতির মাঝে নিজেকে খুঁজে পেতেই তো কত ভাল লাগে। আর মানুষ আরো কত কি অনুপ্রেরণা খুঁজে বেরায়। 🙂🙂

প্রবাস জীবনের ২য় ঈদ কাটল। জানিনা আরো কত ঈদ প্রবাসে কাটবে। প্রবাস জীবনে কোন দাওয়াত থাকলে এত খুশি লাগে। কারণ নিজের রান্না ...
07/06/2025

প্রবাস জীবনের ২য় ঈদ কাটল। জানিনা আরো কত ঈদ প্রবাসে কাটবে।
প্রবাস জীবনে কোন দাওয়াত থাকলে এত খুশি লাগে। কারণ নিজের রান্না করা লাগে না 😎😎। অনেক দিন পর এতগুলো ডেজার্ট এক সাথে টেস্ট করলাম। আর অনেক বাঙালি মুখ একসাথে দেখতে পেলাম। 😎😎

ঘুরে এলাম ফিনল্যান্ডের ভাসা শহরের অন্যতম আকর্ষণীয় স্থান – Pohjanmaan Museo বা Ostrobothnians Museum। 🏛️শান্ত পরিবেশ, আধু...
02/06/2025

ঘুরে এলাম ফিনল্যান্ডের ভাসা শহরের অন্যতম আকর্ষণীয় স্থান – Pohjanmaan Museo বা Ostrobothnians Museum। 🏛️
শান্ত পরিবেশ, আধুনিক স্থাপত্য আর ইতিহাসের গন্ধে ভরপুর এই জাদুঘর সত্যিই অসাধারণ!

এখানে আসলে উত্তর ফিনল্যান্ডের ইতিহাস, সংস্কৃতি ও প্রকৃতির নানা দিক তুলে ধরা হয়েছে সুন্দরভাবে।
বিশেষ করে স্থানীয় ঐতিহ্য ও প্রাকৃতিক নিদর্শনের সংরক্ষণ দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না।

ভাসা শহরের হৃদয়ে এমন একটি চমৎকার জাদুঘর সত্যিই গর্বের বিষয়।
যারা ভাসা আসবেন, এই জাদুঘরটি মিস করা মোটেও উচিত হবে না। 🎨🖼️

📍 Pohjanmaan Museo, ভায়াসা

Address

House: 4, Road: 11, Rupnagar R/A , Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Elite Women Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Elite Women Fashion:

Share