25/09/2025
৫ আগস্টের পর কেন JV ও FDI জরুরি?
৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আমরা দেখেছি, অনেক প্রকল্প সহ যেমন নাসা গ্রুপ—বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগে opex । এর ফলে শুধু কারখানা নয়, হাজারো শ্রমিকের কর্মসংস্থানও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
অথচ যদি এসব প্রকল্প FDI ভিত্তিক Joint Venture (JV) হতো, তাহলে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কারণে এগুলো এত সহজে বন্ধ হয়ে যেত না।
উদাহরণ হিসেবে, EPZ (Export Processing Zone)-এর কারখানাগুলো দেখুন। ৩০–৪০ বছর ধরে, Youngone থেকে শুরু করে বহু FDI JV প্রকল্প আজও মসৃণভাবে চলছে, কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা বা বন্ধ ঘোষণার ঘটনা নেই।
বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস খাতে অনেক গ্রিন (সবুজ) ফ্যাক্টরি রয়েছে। কিন্তু মালিকরা বলছেন—
তারা বিনিয়োগের সঠিক মূল্য পাচ্ছেন না,
উৎপাদন খরচ বাড়ছে কিন্তু দাম বাড়ছে না,
এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা (competition) প্রতিদিন আরও কঠিন হচ্ছে।
আজকের দিনে কাস্টমারের আচরণ (customer behavior) প্রতিনিয়ত বদলাচ্ছে। সারা বিশ্বে এক ধরনের ট্রান্সফরমেশন চলছে, যেটা স্থিতিশীল হতে অন্তত এক যুগ লাগবে। এই বাস্তবতায়, শুধু কমপ্লায়েন্স বা গ্রিন ফ্যাক্টরি বানিয়ে টিকে থাকা সম্ভব নয়। দরকার নতুন প্রযুক্তি, গবেষণা, ডিজাইন, সার্কুলার ইকোনমি, এবং সর্বোপরি—বিদেশি বিনিয়োগ ও JV মডেল।
তাই আমাদের শিল্প মালিকদের এখনই চিন্তা করতে হবে
JV ও FDI ছাড়া ভবিষ্যৎ টেকসই নয়।
শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা, নতুন প্রযুক্তি ও সার্কুলার ইকোনমির জন্যও FDI দরকার।
এতে উদ্যোক্তা, ছাত্রছাত্রী ও শিল্প—সবাই উপকৃত হবে।
বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাত বাঁচাতে এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে FDI Joint Venture ছাড়া আর কোনো বিকল্প নেই।
মতামত এর ভিন্নতা থাকতে পারে আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ লেখায ভুল ত্রুটি ক্ষমা করবেন বাস্তবতা আমাকে যা শিখিয়েছে তাই তুলে ধরলাম ধন্যবাদ
মোঃ সালাউদ্দিন
এডভাইজার
Textile And Garments Merchandising
Bunon Bee