Textile And Garments Merchandising

Textile And  Garments  Merchandising Blog : Texile Lab blogspot. com
(840)

26/09/2025

আজ রাত ০৯:৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী “ChatGPT Prompt Engineering & AI Hacks” লাইভ ক্লাস। এই ক্লাসের এক্সেস সবার জন্য একেবারে ফ্রি থাকবে।

এছাড়া যারা চতুর্থ ব্যাচে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের রেজিস্ট্রেশন ফি রিফান্ড করে দেওয়া হবে।

বিস্তারিত কমেন্টে

আমার এক বন্ধু একবার শুধু একটা VLOOKUP ফর্মুলা বানাতেই ২ ঘণ্টা সময় নষ্ট করেছিল!কিন্তু যখন থেকে সে AI ব্যবহার শুরু করেছে, ...
25/09/2025

আমার এক বন্ধু একবার শুধু একটা VLOOKUP ফর্মুলা বানাতেই ২ ঘণ্টা সময় নষ্ট করেছিল!

কিন্তু যখন থেকে সে AI ব্যবহার শুরু করেছে, সবকিছু বিস্তারিত ব্যাখ্যাসহ মিনিটের মধ্যেই হয়ে যায়। 🔥

এখানে আছে ৭টা রেডি-মেড প্রম্প্ট, যেগুলো ব্যবহার করলে আর Excel ট্রায়াল & Error করতে হবে না 👇

Merchandising Leadership Summit 2025 ৫টি এক্সক্লুসিভ ট্রেনিং সেশন যেখানে বক্তা হিসেবে থাকছেন: বিজিএমইএ & বিকেএমইএ প্রেসি...
25/09/2025

Merchandising Leadership Summit 2025

৫টি এক্সক্লুসিভ ট্রেনিং সেশন

যেখানে বক্তা হিসেবে থাকছেন:

বিজিএমইএ & বিকেএমইএ প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ও ডিরেক্টরবৃন্দ
লিডিং গ্লোবাল ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর হেড ও ডিপার্টমেন্ট হেড অভিজ্ঞ ইন্ডাস্ট্রি এক্সপার্ট মেন্টর
এটি শুধু একটি ইভেন্ট নয়, বরং আপনার ক্যারিয়ার গ্রোথ ও প্রোমোশনের সিক্রেটস জানার এক অনন্য সুযোগ।

কেন আপনার মার্চেন্ডাইজিং লিডারশীপ সামিট ২০২৫-এ জয়েন করা উচিৎ?

⿡ মাত্র ৪৫০ টাকায় লাঞ্চ ও ডায়েরি সহ সামিটের সকল সুবিধা নেবার সুযোগ
⿢ জব ফেয়ারে অংশগ্রহণ ও সিভি ড্রপ করার সুযোগ – ক্যারিয়ার অগ্রগতির সেরা প্ল্যাটফর্ম
⿣ বিভিন্ন বায়িং হাউজ, ফ্যাক্টরি, লিয়াজন অফিসের মার্চেন্ডাইজিং প্রফেশনাল ও ইন্ডাস্ট্রি এক্সপার্টদের সাথে নেটওয়ার্কিং করার সুযোগ
⿤ ডে-লং ৫টি এক্সক্লুসিভ ট্রেনিং সেশন– লিডারশিপ, ইন্টারভিউ, সোর্সিং, প্রমোশন ও ক্যারিয়ার গ্রোথ
⿥ আন্তর্জাতিক ফ্যাব্রিক, ট্রিমস ও এক্সেসরিজ সাপ্লায়ারদের সাথে সরাসরি সোর্সিং করার সুযোগ
⿦ BGMEA ও BKMEA প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট ও ডিরেক্টরদের সরাসরি বক্তব্য শোনার সুযোগ
⿧ লিডিং গ্লোবাল ব্র্যান্ডের কান্ট্রি ম্যানেজার, মাল্টিন্যাশনাল কোম্পানির HR হেড ও ইন্ডাস্ট্রি মেন্টরদের থেকে শিখার সুযোগ
⿨ অংশগ্রহণ সনদ (Certificate of Participation) যা ভবিষ্যৎ ক্যারিয়ার প্রোফাইলে মূল্য যোগ করবে
রেজিস্ট্রেশন ফি: মাত্র ৪৫০ টাকা
সিট সীমিত – এখনই কনফার্ম করুন!
রেজিস্ট্রেশন লিঙ্ক: https://forms.gle/vFfg6ZBGeuFua78V6
হেল্পলাইন: ‪+880 1344-626814‬

She STEM presents National Textile Science Competition 2025 On September 21, at Barishal Textile Engineering College, I ...
25/09/2025

She STEM presents National Textile Science Competition 2025

On September 21, at Barishal Textile Engineering College, I had the honor of joining as a judge and guest speaker in the day-long program organized by the Science and Science & Research Club, BTEC -SRCB represent Textile And Garments Merchandising & bunon

The event was truly inspiring showcasing student research, innovation, and practical experiences in the textile field. Over the last ten years, I have worked very closely with textile students, and many of our Bunon team members are now contributing to the RMG sector. Every time I engage with students, I feel excited about their passion and vision for the industry.

One thing I noticed in the last couple of years especially in the last two is that the maximum number of students are now highly concerned about Circular Economy. This is a very positive sign for the future of Bangladesh’s textile and apparel sector.

We should also appreciate the unbelievable efforts of students in making these programs successful. Despite many limitations outside Dhaka students often create their own funding support and manage everything with dedication. Their commitment is truly admirable and deserves recognition.

It was truly a wonderful day, filled with learning, energy, and hope.

MD Sala Uddin
Advisor
textiles and garments merchandise
Bunon Bee

Special thanks to Mohammad Amir Khasru Sarmin Sultana Lima

25/09/2025

৫ আগস্টের পর কেন JV ও FDI জরুরি?

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আমরা দেখেছি, অনেক প্রকল্প সহ যেমন নাসা গ্রুপ—বন্ধ ঘোষণা করা হয়েছে এবং আগে opex । এর ফলে শুধু কারখানা নয়, হাজারো শ্রমিকের কর্মসংস্থানও অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

অথচ যদি এসব প্রকল্প FDI ভিত্তিক Joint Venture (JV) হতো, তাহলে বিদেশি বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারিত্বের কারণে এগুলো এত সহজে বন্ধ হয়ে যেত না।

উদাহরণ হিসেবে, EPZ (Export Processing Zone)-এর কারখানাগুলো দেখুন। ৩০–৪০ বছর ধরে, Youngone থেকে শুরু করে বহু FDI JV প্রকল্প আজও মসৃণভাবে চলছে, কোনো বড় ধরনের রাজনৈতিক অস্থিরতা বা বন্ধ ঘোষণার ঘটনা নেই।

বর্তমানে বাংলাদেশের গার্মেন্টস খাতে অনেক গ্রিন (সবুজ) ফ্যাক্টরি রয়েছে। কিন্তু মালিকরা বলছেন—

তারা বিনিয়োগের সঠিক মূল্য পাচ্ছেন না,

উৎপাদন খরচ বাড়ছে কিন্তু দাম বাড়ছে না,

এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা (competition) প্রতিদিন আরও কঠিন হচ্ছে।

আজকের দিনে কাস্টমারের আচরণ (customer behavior) প্রতিনিয়ত বদলাচ্ছে। সারা বিশ্বে এক ধরনের ট্রান্সফরমেশন চলছে, যেটা স্থিতিশীল হতে অন্তত এক যুগ লাগবে। এই বাস্তবতায়, শুধু কমপ্লায়েন্স বা গ্রিন ফ্যাক্টরি বানিয়ে টিকে থাকা সম্ভব নয়। দরকার নতুন প্রযুক্তি, গবেষণা, ডিজাইন, সার্কুলার ইকোনমি, এবং সর্বোপরি—বিদেশি বিনিয়োগ ও JV মডেল।

তাই আমাদের শিল্প মালিকদের এখনই চিন্তা করতে হবে

JV ও FDI ছাড়া ভবিষ্যৎ টেকসই নয়।

শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণা, নতুন প্রযুক্তি ও সার্কুলার ইকোনমির জন্যও FDI দরকার।

এতে উদ্যোক্তা, ছাত্রছাত্রী ও শিল্প—সবাই উপকৃত হবে।

বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল খাত বাঁচাতে এবং কর্মসংস্থান টিকিয়ে রাখতে FDI Joint Venture ছাড়া আর কোনো বিকল্প নেই।

মতামত এর ভিন্নতা থাকতে পারে আমি একজন ক্ষুদ্র জ্ঞান সম্পন্ন মানুষ লেখায ভুল ত্রুটি ক্ষমা করবেন বাস্তবতা আমাকে যা শিখিয়েছে তাই তুলে ধরলাম ধন্যবাদ

মোঃ সালাউদ্দিন
এডভাইজার
Textile And Garments Merchandising
Bunon Bee

25/09/2025

শুভ সংবাদ!
আগামীকাল রাত ০৯:৩০ মিনিট থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী "ChatGPT Prompt Engineering & AI Hacks" লাইভ ক্লাস!

✨ ক্লাস এক্সেস থাকবে সবার জন্য ফ্রি।
💸 যারা চতুর্থ ব্যাচে রেজিস্ট্রেশন করেছিলেন, তাদের টাকা রিফান্ড করে দেওয়া হবে।

আমাদের মূল লক্ষ্য—আপনাদের শেখানো ও একসাথে এগিয়ে যাওয়া। 💡

📅 ক্লাস শুরু: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর
🕤 সময়: রাত ০৯:৩০ মিনিট

বিস্তারিত কমেন্টে....

25/09/2025
25/09/2025

What is the problem?

24/09/2025

Sweatshop”-এর কোনো প্রতিরক্ষা নেই: Current Affairs-এর প্রতিবেদন

আন্তর্জাতিক ম্যাগাজিন Current Affairs-এ প্রকাশিত “There Is No Defense For Sweatshops” শিরোনামের প্রতিবেদনে লেখক Grady Martin বলেছেন— শোষণমূলক কারখানাকে (sweatshop) কোনোভাবেই উন্নয়ন বা অগ্রগতির যুক্তি দিয়ে বৈধতা দেওয়া যায় না।

প্রতিবেদনে বলা হয়, অনেক দেশে বিশেষ করে পোশাক শিল্পে শ্রমিকরা অত্যন্ত খারাপ পরিবেশে কাজ করতে বাধ্য হয়। তাদের পাসপোর্ট আটকানো, দিনে ১৬ ঘণ্টা কাজ করানো, বেতন আটকে রাখা এবং যৌন হয়রানির মতো ঘটনা প্রায়ই ঘটে।

Martin উল্লেখ করেছেন, ২০১৩ সালে বাংলাদেশের রানা প্লাজা দুর্ঘটনায় ১,১৩৪ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনাও দেখিয়েছে— শুধু রপ্তানি আয়ের বৃদ্ধিই যথেষ্ট নয়, শ্রমিক নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত না হলে সেটি কোনো প্রকৃত অগ্রগতি নয়।

তিনি বলেন, অর্থনীতিবিদরা প্রায়ই দাবি করেন— “sweatshop” দরিদ্র দেশের উন্নয়নের সোপান। কিন্তু বাস্তবে এসব কারখানা শ্রমিকদের শোষণ ও অবমাননার জায়গা হয়ে উঠছে। লেখকের মতে, কোনো পরিস্থিতিতেই এমন কর্মপরিবেশকে নৈতিকভাবে সমর্থন করা যায় না।

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প (RMG) দেশের অর্থনীতির প্রধান খাত। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে এই খাতে এবং রপ্তানি আয়ে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহৎ অবস্থানে।

তবে শ্রমিকদের নিরাপত্তা ও ন্যায্য মজুরি নিয়ে এখনও চ্যালেঞ্জ রয়ে গেছে। রানা প্লাজার পর অগ্নি ও ভবন নিরাপত্তা, কারখানা অডিট ও আইন প্রয়োগে উন্নতি হয়েছে বটে, কিন্তু অনেক শ্রমিক এখনও কম মজুরি ও দীর্ঘ কর্মঘণ্টার মধ্যে জীবনযাপন করছে।

বাংলাদেশ আজ কঠোর কমপ্লায়েন্স, শ্রমিক কল্যাণ, ও নিরাপত্তা ব্যবস্থায় বিশ্বের বহু দেশের চেয়ে এগিয়ে।

অগ্নি ও বিল্ডিং সেফটি: রানা প্লাজার পর Accord এবং Alliance এর মতো আন্তর্জাতিক উদ্যোগে কারখানা সংস্কার ও নিরাপত্তা বেড়েছে।

নারী শ্রমিক অংশগ্রহণ: প্রায় ৪ মিলিয়ন শ্রমিকের মধ্যে ৬০% নারী, যা নারীর ক্ষমতায়নে বিশাল ভূমিকা রাখছে।

ইটিপি ও গ্রিন ফ্যাক্টরি: বিশ্বের শীর্ষ গ্রিন কারখানাগুলোর তালিকায় বাংলাদেশ আজ সবার ওপরে।

Grady Martin-এর প্রতিবেদনে বলা হয়েছে— “Sweatshop”-এর কোনো প্রতিরক্ষা নেই। বাংলাদেশের পোশাক শিল্প অনেক দূর এগোলেও শ্রমিকের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।

মোঃ সালাউদ্দিন

উৎস:TCF group

Current Affairs
✍️ লেখক: Grady Martin
🗓️ প্রকাশ তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৫

Singapore has equated Dhaka University’s bachelor’s degree to a foundation course and its master’s to a bachelor’s degre...
24/09/2025

Singapore has equated Dhaka University’s bachelor’s degree to a foundation course and its master’s to a bachelor’s degree.

24/09/2025

Denim idea

24/09/2025

গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

গ্যাস সংকটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত হামিদ ফেব্রিক্স লিমিটেডের কারখানা বন্ধ রাখা হয়েছে। কোম্পানিটি গ্যাস সংকট সমাধানে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। শিগগিরই এই সংকট সমাধান করে কারখানাটি পুনরায় চালু করার চেষ্টা চলছে বলে জানিয়েছে তারা।

Address

Southeast University, 1000 Dhaka, Bangladesh 251/A And 252. , TejgaonNabisco
Dhaka
1208

Alerts

Be the first to know and let us send you an email when Textile And Garments Merchandising posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Textile And Garments Merchandising:

Share