Jobayer BD Vlog

Jobayer BD Vlog ভালোবাসা দিয়ে ভালোবাসা অর্জন করতে চাই। সবাই সবার পাশে থেকে এগিয়ে যেতে চাই।
আল্লাহ সর্ব শক্তিমান ও মহাপরাক্রমশালী।
(4)

30/11/2025

রং তৈরি

30/11/2025

শুভ সকাল

29/11/2025

কিছু কিছু মানুষের জন্য ফেসবুক টা বিরক্তিকর পর্যায়ে চলে যাচ্ছে ১ ঘন্টায় ২-৩ টা ছবি পোষ্ট করে। এত এত ছবি রেসপন্স কেমনে পারা যায়।

জীবন কোনো এক দিনের গল্প নয়—এটি অসংখ্য মুহূর্তের সঞ্চয়, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। মানুষের...
29/11/2025

জীবন কোনো এক দিনের গল্প নয়—এটি অসংখ্য মুহূর্তের সঞ্চয়, যেখানে প্রতিটি মুহূর্ত আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়। মানুষের প্রকৃত শক্তি তার বাহুতে নয়, তার অন্তরের দৃঢ়তায়। যে মানুষ নিজের ভুলকে স্বীকার করতে পারে, সেই সত্যিকারের জ্ঞানী। আর যে অন্যের ভালো দেখতে পারে, সে-ই সত্যিকারের মহৎ হৃদয়ের অধিকারী।

29/11/2025

চামিচ তৈরি

আলহামদুলিল্লাহ আরো একটি নতুন সকাল পেলাম।
29/11/2025

আলহামদুলিল্লাহ আরো একটি নতুন সকাল পেলাম।

জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো চলে না। কখনো ঝড় আসে, আবার কখনো রোদ ওঠে। কিন্তু যে মানুষটি ধৈর্য ধরে থাকে, আল্লাহর উপর ভরসা...
28/11/2025

জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো চলে না। কখনো ঝড় আসে, আবার কখনো রোদ ওঠে। কিন্তু যে মানুষটি ধৈর্য ধরে থাকে, আল্লাহর উপর ভরসা রাখে, তাকেই একদিন সেরা পুরস্কার দিয়ে দেন প্রভু।
মনে রাখতে হবে—
মানুষের কথা ক্ষণস্থায়ী, কিন্তু চরিত্র চিরস্থায়ী।
সম্পদ ফুরিয়ে যায়, কিন্তু নৈতিকতা কখনো ফুরোয় না।

যে মানুষ অন্যের জন্য একটুখানি ভালো করতে পারে, তার জীবনের মূল্য হাজার গুণ বেড়ে যায়। হাসি দিয়ে মানুষের মন জয় করা যায়, কিন্তু সৎকর্ম দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়।
জীবনে যতই কষ্ট আসুক, কৃতজ্ঞ থাকা শিখুন। কারণ যে কৃতজ্ঞ থাকতে জানে, তার জীবনে বরকত কখনো কমে না।

অন্যের সুখ দেখে ঈর্ষা নয়, অনুপ্রেরণা নিন। কারণ প্রতিটি মানুষের নিজের পথ আছে, নিজের সময় আছে, নিজের ভাগ্য আছে।
যে নিজের ভালোবাসা, পরিশ্রম আর সততাকে ধরে রাখে, তাকে সফলতার দরজা একদিন খুলে দেয় অবশ্যই।

28/11/2025

লোহার পাইপের এলবো তৈরি

28/11/2025

আংটি আটকে গেলে করণীয়

🕌 জুমার দিনের শ্রেষ্ঠ আমল: নবীজির (সা.) উপর বেশি বেশি দরূদ পাঠ করাজুমার দিন (বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূ...
28/11/2025

🕌 জুমার দিনের শ্রেষ্ঠ আমল: নবীজির (সা.) উপর বেশি বেশি দরূদ পাঠ করা
জুমার দিন (বৃহস্পতিবার সূর্যাস্তের পর থেকে শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত) অন্যান্য দিনের চেয়ে বেশি করে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর উপর দরূদ শরীফ পাঠ করা একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও সুন্দর আমল।
নবী করিম (সা.) বলেছেন:
"সপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিনই হলো সর্বোত্তম দিন... অতএব, তোমরা এই দিন আমার উপর বেশি বেশি দরূদ পাঠ করো। কারণ, তোমাদের দরূদ আমার নিকট পেশ করা হয়।"
— (আবু দাউদ ও ইবনে মাজাহ)
✨ দরূদ পাঠের পদ্ধতি
সবচেয়ে উত্তম ও পরিচিত দরূদ হলো দরূদে ইব্রাহিম (যা আমরা নামাজে পড়ে থাকি):উচ্চারণ: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁও ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হামীদুঁম মাজীদ। আল্লাহুম্মা বা-রিক আলা মুহাম্মাদিঁও ওয়া আলা আ-লি মুহাম্মাদ, কামা বা-রাকতা আলা ইব্রাহীমা ওয়া আলা আ-লি ইব্রাহীম, ইন্নাকা হামীদুঁম মাজীদ।
এছাড়াও যেকোনো সহীহ দরূদ পাঠ করা যেতে পারে, যেমন:
সংক্ষিপ্ত দরূদ: ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
📝 জুমার দিনের আরও কিছু গুরুত্বপূর্ণ আমল
গোসল করা এবং উত্তম পোশাক পরিধান করা।
সুগন্ধি ব্যবহার করা।
আগে আগে জুমার নামাজের জন্য মসজিদে যাওয়া।
ইমামের খুতবা মনোযোগ দিয়ে শোনা।
সূরা কাহফ তিলাওয়াত করা।

28/11/2025

কিভাবে মিজাইল নিক্ষেপ করে

28/11/2025

বিমানে যখন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে

Address

Dhaka
1800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jobayer BD Vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category