Tareq Lifestyle

Tareq Lifestyle Welcome to my page.শিক্ষক নিয়োগ সম্পর্কে সকল আপডেট ❤️
(1)

07/09/2025

🔥 ব্রেকিং নিউজ 🔥
অবশেষে ১৬ই সেপ্টেম্বরে প্রকাশিত হবে ৮০ হাজার শিক্ষক নিবন্ধন
মাত্র ৪৫ পেলেই পাশ কিছু পদে HSC পাশে এক্সাম দিতে পারবে।

07/09/2025

ইয়া আল্লাহ
তুমি সহায়

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
06/09/2025

সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

06/09/2025

🚀✨ আসন্ন মেগা সার্কুলারসমূহ (২০২৫) ✨🚀
এই বছরেই প্রকাশিত হতে যাচ্ছে 🔥

📚🏫 সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক – ২,০০০+
📖🍎 প্রাইমারি সহকারী শিক্ষক – ১৭,০০০+
📝🎓 শিক্ষক নিবন্ধন (NTRCA) – ৫০,০০০+
📘🏢 প্রাথমিক শিক্ষা অধিদপ্তর – ২,৩০০+
👮‍♂️🚨 পুলিশ ASI – ২,০০০+
🏦💳 সমন্বিত ব্যাংক নিয়োগ – ৪,০০০+
🛂🌍 ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর – বিভিন্ন পদে
⚖️🕵️ দুর্নীতি দমন কমিশন (দুদক) – শীঘ্রই

🔷আপডেট তথ্যসমূহ পেতে আমাদের পেজের সাথে যুক্ত থাকুন।

04/09/2025

সময় তুমি ধন্য মানুষ চিনিয়ে দেওয়ার জন্য।

03/09/2025

যারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তাদের জন্য পরামর্শ....... 👇👇👉

🌸👉প্রিলি দিয়ে ১০তম গ্রেডে জব।অবিশ্বাস্য ব্যাপার কিন্তু বাস্তব।আপনিও পাবেন। নিজেকে গোছাতে হবে।সামনে বিসিএস প্রিলিমিনারি। এই মাস এমনি এমনি চলে যাবে।দিন আগাচ্ছে, আপনার প্রস্তুতি কি আগাচ্ছে???নিজেকে প্রশ্ন করুন।নিজেকে ফাকি দিচ্ছেন নাহ তো।

🌸👉সবাই পড়াশোনা করতেছে।আপনি কার জন্য বসে আছে।নিজেকে সময় দিন।পড়ার টেবিলে বসুন।রিজিকে থাকলে হবে এমন কথা বইলেন নাহ।রিজিক পরিশ্রমিদের পক্ষে।আপনি পরিশ্রম করেন। রিজিক আপনারও আছে।

🌸কি করবেন????👇👇

প্রথমে যা করবেন তা হলো একটা রুটিন। একটা গোছানো রুটিন আপনার প্রস্তুতিকে সহজ করে দিবে।আগামি মাসগুলোতে এই রুটিনটাই ফলো করুন।

🌸🌸রুটিনের পরে কি কাজ?👇👇

রুটিনের পরে আপনার কাজ হলে বিষয় ভাগ করা।মানে কোন কোন বিষয় পড়বেন তা ঠিক করা এবং নিজের দুর্বলতা বের করা।দুর্বল বিষয়ে বেশি সময় দেওয়া আর তুলনামূলক কম দুর্বল বিষয়ে কম সময় দেওয়া।

♦️♦️♦️কি করলে প্রিলি টিকবেন??????

আমি বলি প্রিলি টিকার নিঞ্জা টেকনিক হলো টপিক ধরে ধরে পড়া।যতটুকু মার্ক ততটুকু পড়া।এর বাইরে কিছু পড়া হারাম।এর বাইরে পড়ছেন মানে আপনি সিলেবাস বড় করছেন।পড়ার পরিধি বাড়ছে। কনফিউশন বাড়ছে।প্রেশার বাড়ছে।কি দরকার প্রেশার বাড়ানোর।প্রেশার কমানোর একটা নিঞ্জা টেকনিক আছে।

♦️♦️♦️♦️নিঞ্জা টেকনিকটা কি?????

নিঞ্জা টেকনিকটা হলো নাম্বার গুনে গুনে পড়া।অর্থ্যাৎ যে টপিক গুরুত্বপূর্ণ শুধু সে টপিক পড়ে পড়ে নাম্বার হিসেব করে ম্যাক্সিমাম নাম্বার তুলা।আর নাম্বার গুনে গুনে পড়তে হলে আপনাকে কৌশলী হতে হবে।রাম-যদু-মধুর মতো পড়লে হবে।

♦️♦️♦️♦️♦️কৌশলী কিভাবে হবেন?????

আপনি আগে বই পড়া বাদ দেন।এই যে বললাম রুটিন করেন।তারপর বিষয় নির্ধারণ করেন।এখানেই হলো আসল কৌশল।এই কৌশল যে আয়ত্বে আনতে পারবেন তার জন্য প্রিলিমিনারি ক্রেক করা সহজ।নাম্বার গুনে গুনে পড়ার জন্য নিচের ধাপগুলো ফলো করবেন আর টপিক নোট করে রাখবেন।তারপর শুধু রিভাইস দিবেন বেশি বেশি। দেখবেন অন্যের চেয়ে আপনার প্রস্তুতি ভালো হচ্ছে।শার্প প্রস্তুতি হচ্ছে।

নিচের ধাপ অনুযায়ী প্রস্তুতি শুরু করেন........

✅ এই মুহূর্তে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিএসসির নন ক্যাডার প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক কিনে সেটা সমাধান করা নিচের ব্যাখ্যাসহ।
✅ তারপর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা, ইংরেজি, জিকে, গণিত ও বিজ্ঞান অংশ ব্যাখ্যাসহ সমাধান করা।।
✅ তারপরে প্রাইমারির বিগত বছরের প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করা।।

🎯এই তিন ধরনের প্রশ্ন ব্যাংক সমাধানের পর আপনি নিজেই বুঝতে পারবেন কোথা থেকে প্রশ্ন হবে,কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে গুনে গুনে মার্ক নিশ্চিত করা যায়। আর কোন কোন টপিকে আপনার দুর্বলতা আছে, কোনটা আপনার স্ট্রং জোন।। আগামী এক মাসের মধ্যে ব্যাখ্যাসহ প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলুন দ্রুত...

সবার জন্য শুভকামনা।
✍️👇👇👇
Sharif Ul Islam

03/09/2025

প্রাথমিক বিদ্যালয়ে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হোক, এটা বহুকাল ধরে গণমানুষের প্রাণের দাবি ছিল। সেই দাবি আজও বাস্তবায়িত হয়নি।

অথচ প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের বিষয়ে সরকার প্রজ্ঞাপন জারি করেছে।

এই দেশে কত পার্সেন্ট মানুষ সন্তানকে গান শেখায়? কত পার্সেন্ট মানুষ স্কুলে গানের শিক্ষক চায়? বরং অধিকাংশ অভিভাবক চায়, বিদ্যালয়ে যেন তাদের সন্তানকে গান শেখানো না হয়।

এদেশের প্রায় সকল অভিভাবক সন্তানের জন্য প্রাইভেট ধর্মীয় শিক্ষক রাখেন কিংবা সন্তানকে মক্তবে পাঠান। সরকার যদি স্কুলে বিশেষায়িত ধর্মীয় শিক্ষক নিয়োগ দিত, তাহলে অভিভাবকদের এই বাড়তি খরচ ও ঝামেলা পোহাতে হতো না। শিক্ষার্থীদেরও সময় বেঁচে যেত।

প্রাথমিক শিক্ষার পেছনে রাষ্ট্র প্রতি মাসে শত শত নয়; বরং হাজার কোটি টাকা ব্যয় করছে। অথচ শিক্ষার মান দিন দিন অবনতির দিকে যাচ্ছে। একদিকে অভিভাবকদের আস্থা হারাচ্ছে প্রাথমিক বিদ্যালয়গুলো, অপরদিকে কিশোর গ্যাং-এর মতো ভয়াবহ অপরাধ দিন দিন আশঙ্কাজনকভাবে বাড়ছে।

এমতাবস্থায় প্রয়োজন শিক্ষার মান উন্নয়ন এবং নৈতিক শিক্ষার প্রতি গুরুত্বারোপ। সেটা না করে কাদের খুশি করার জন্য গানের শিক্ষক নিয়োগে প্রজ্ঞাপন জারি করা হলো?

সরকারের প্রতি আমাদের উদাত্ত আহ্বান—গণ-আকাঙ্ক্ষা উপেক্ষা করে বাইরে থেকে আমদানি করা কালচার চাপিয়ে দেয়ার চিরাচরিত পথ পরিহার করুন। দেশের মানুষ এসবের পরিবর্তন চায়।

02/09/2025

এনটিআরসিএ: পরীক্ষা হবে ২০০ মার্কসে, ১০০ সাবজেক্টিভ, জেনারেল ১০০

02/09/2025

ব্রেকিং নিউজ !
শিক্ষক ঘাটতি পূরণে সরকারি হাইস্কুলে নন ক্যাডার পদে সার্কুলার শীঘ্রই হবে।
২০০ মার্কের MCQ দিয়ে নন ক্যাডার দশম গ্রেডের জব।

বাংলা সাহিত্য।
01/09/2025

বাংলা সাহিত্য।

31/08/2025

প্রাথমিক প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা MCQ পদ্ধতিতেই হবে। গ্রামের বাড়িতে গরম ভাত খেয়ে উপজেলা পর্যায়ে মর্যাদাপূর্ণ প্রধান শিক্ষক পদে চাকরি করা আশীর্বাদ।

Address

Mohammad Pur Balagaj Sylhet
Dhaka
3128

Alerts

Be the first to know and let us send you an email when Tareq Lifestyle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share