03/09/2025
যারা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক পদে আবেদন করবেন তাদের জন্য পরামর্শ....... 👇👇👉
🌸👉প্রিলি দিয়ে ১০তম গ্রেডে জব।অবিশ্বাস্য ব্যাপার কিন্তু বাস্তব।আপনিও পাবেন। নিজেকে গোছাতে হবে।সামনে বিসিএস প্রিলিমিনারি। এই মাস এমনি এমনি চলে যাবে।দিন আগাচ্ছে, আপনার প্রস্তুতি কি আগাচ্ছে???নিজেকে প্রশ্ন করুন।নিজেকে ফাকি দিচ্ছেন নাহ তো।
🌸👉সবাই পড়াশোনা করতেছে।আপনি কার জন্য বসে আছে।নিজেকে সময় দিন।পড়ার টেবিলে বসুন।রিজিকে থাকলে হবে এমন কথা বইলেন নাহ।রিজিক পরিশ্রমিদের পক্ষে।আপনি পরিশ্রম করেন। রিজিক আপনারও আছে।
🌸কি করবেন????👇👇
প্রথমে যা করবেন তা হলো একটা রুটিন। একটা গোছানো রুটিন আপনার প্রস্তুতিকে সহজ করে দিবে।আগামি মাসগুলোতে এই রুটিনটাই ফলো করুন।
🌸🌸রুটিনের পরে কি কাজ?👇👇
রুটিনের পরে আপনার কাজ হলে বিষয় ভাগ করা।মানে কোন কোন বিষয় পড়বেন তা ঠিক করা এবং নিজের দুর্বলতা বের করা।দুর্বল বিষয়ে বেশি সময় দেওয়া আর তুলনামূলক কম দুর্বল বিষয়ে কম সময় দেওয়া।
♦️♦️♦️কি করলে প্রিলি টিকবেন??????
আমি বলি প্রিলি টিকার নিঞ্জা টেকনিক হলো টপিক ধরে ধরে পড়া।যতটুকু মার্ক ততটুকু পড়া।এর বাইরে কিছু পড়া হারাম।এর বাইরে পড়ছেন মানে আপনি সিলেবাস বড় করছেন।পড়ার পরিধি বাড়ছে। কনফিউশন বাড়ছে।প্রেশার বাড়ছে।কি দরকার প্রেশার বাড়ানোর।প্রেশার কমানোর একটা নিঞ্জা টেকনিক আছে।
♦️♦️♦️♦️নিঞ্জা টেকনিকটা কি?????
নিঞ্জা টেকনিকটা হলো নাম্বার গুনে গুনে পড়া।অর্থ্যাৎ যে টপিক গুরুত্বপূর্ণ শুধু সে টপিক পড়ে পড়ে নাম্বার হিসেব করে ম্যাক্সিমাম নাম্বার তুলা।আর নাম্বার গুনে গুনে পড়তে হলে আপনাকে কৌশলী হতে হবে।রাম-যদু-মধুর মতো পড়লে হবে।
♦️♦️♦️♦️♦️কৌশলী কিভাবে হবেন?????
আপনি আগে বই পড়া বাদ দেন।এই যে বললাম রুটিন করেন।তারপর বিষয় নির্ধারণ করেন।এখানেই হলো আসল কৌশল।এই কৌশল যে আয়ত্বে আনতে পারবেন তার জন্য প্রিলিমিনারি ক্রেক করা সহজ।নাম্বার গুনে গুনে পড়ার জন্য নিচের ধাপগুলো ফলো করবেন আর টপিক নোট করে রাখবেন।তারপর শুধু রিভাইস দিবেন বেশি বেশি। দেখবেন অন্যের চেয়ে আপনার প্রস্তুতি ভালো হচ্ছে।শার্প প্রস্তুতি হচ্ছে।
নিচের ধাপ অনুযায়ী প্রস্তুতি শুরু করেন........
✅ এই মুহূর্তে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পিএসসির নন ক্যাডার প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংক কিনে সেটা সমাধান করা নিচের ব্যাখ্যাসহ।
✅ তারপর বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার বাংলা, ইংরেজি, জিকে, গণিত ও বিজ্ঞান অংশ ব্যাখ্যাসহ সমাধান করা।।
✅ তারপরে প্রাইমারির বিগত বছরের প্রিলিমিনারি প্রশ্ন সমাধান করা।।
🎯এই তিন ধরনের প্রশ্ন ব্যাংক সমাধানের পর আপনি নিজেই বুঝতে পারবেন কোথা থেকে প্রশ্ন হবে,কোন কোন টপিক গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে গুনে গুনে মার্ক নিশ্চিত করা যায়। আর কোন কোন টপিকে আপনার দুর্বলতা আছে, কোনটা আপনার স্ট্রং জোন।। আগামী এক মাসের মধ্যে ব্যাখ্যাসহ প্রশ্ন ব্যাংক সলভ করে ফেলুন দ্রুত...
সবার জন্য শুভকামনা।
✍️👇👇👇
Sharif Ul Islam