
14/05/2025
তুমি চলে যেতে চাইলেও তোমাকে যেতে দিব না কারণ তুমি আমার প্রথম প্রেম না হও কিন্তু এটা জেনে নিও তুমি আমার জীবনের শেষ ভালোবাসা তুমি শুধু আমার আবেগ না তুমি আমার সব কষ্টের একমাত্র শান্তি আমি তোমাকে এতটাই ভালবাসি যে যেটা কোনদিনও প্রকাশ করার মত সাধ্য আমার হবে না আই লাভ ইউ💓💓💓💓।