Bangladesh Cricket

Bangladesh Cricket This is all about Bangladesh 2.0

Like our page to get live information of all about Bangladesh from politics to Sports with all reliable source.

No clickbaiting post
Thanks The Bangladesh national cricket team (Bengali: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল) is a national cricket team representing Bangladesh. The team is administered by the Bangladesh Cricket Board (BCB). Bangladesh is a full member of the International Cricket Council (ICC) with Test and One Day International (ODI) status. It played its first Test match in 2000 against India in Dhak

a, becoming the tenth Test cricket playing nation. Bangladesh's first official foray into international cricket came in the 1979 ICC Trophy in England, leaving the tournament with 2 wins and 2 defeats. Bangladesh made debut in international cricket through Asia cup in 1986. On 31 March 1986, Bangladesh played in its first ODI match against Pakistan in the 1986 Asia Cup. Cricket has gradually become very popular in urban areas of the country. Although football was the most popular game for a long time, cricket gained momentum and soon surpassed football, especially after Bangladesh won the 1997 ICC Trophy in Malaysia. By winning the tournament, Bangladesh qualified for the 1999 Cricket World Cup for the first time, where they defeated Pakistan, creating one of the biggest upsets in their cricketing history and also defeated Scotland. In 1997, Bangladesh became a regular ICC member with the right to play ODIs. It attained the status of a Test playing nation on 26 June 2000. Bangladesh holds the record for most consecutive losses in Tests (21, between 1999 and 2002) and ODIs (23, between 2001 and 2004). After gaining full member status with the ICC, Bangladesh had to wait until 2004 for its first ODI win since the 1999 World Cup. The team on the losing side on that occasion was Zimbabwe, who also participated in Bangladesh's maiden Test victory in 2005; by securing a draw in the second match, Bangladesh won their first Test series. In 2009 Bangladesh toured the West Indies for two Tests and by winning both secured their first overseas series victory. As of 12 April 2013, Bangladesh has played 77 Tests, winning only 3. Its first victory was against a young and inexperienced Zimbabwe team, which was hit by a player crisis and the other two were against a West Indian team crippled by a players' strike. Of the 66 matches it has lost, 35 were by an innings. The lack of a first-class tournament in the country before it was granted Test status has been cited as one of the reasons for the side's struggle to adapt to the longest form of the game, and Bangladesh's performance has led to repeated calls for it to lose its Test status. The team has been more successful in ODIs, having won 76 of its 270 matches, and has also played 28 Twenty20 Internationals, winning eight. We wish for Best..

10/03/2025

ক্যাটাগরি ‘এ‍+’ (মাসে বেতন ১০ লাখ টাকা)
তাসকিন আহমেদ
ক্যাটাগরি ‘এ’ (মাসে বেতন ৮ লাখ টাকা)
নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও মুশফিকুর রহিম (মার্চ থেকে বি ক্যাটাগরিতে যাবেন)
ক্যাটাগরি ‘বি’ ( মাসে বেতন ৬ লাখ টাকা)
মুমিনুল হক, তাইজুল ইসলাম, মাহমুদউল্লাহ (মার্চ থেকে থাকবেন না), মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ ও নাহিদ রানা
ক্যাটাগরি ‘সি’ (মাসে বেতন ৪ লাখ টাকা)
সাদমান ইসলাম, সৌম্য সরকার, জাকের আলী, তানজিদ হাসান , শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, তানজিম হাসান ও মেহেদী হাসান
ক্যাটাগরি ‘ডি’ (মাসে বেতন ২ লাখ টাকা)
নাসুম আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ

যেসব কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন... ☣️💔💥💯১. ভুল জমি বা ফ্লাট কেনা : দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি...
21/10/2024

যেসব কারণে মধ্যবিত্তরা সর্বস্বান্ত হন... ☣️💔💥💯

১. ভুল জমি বা ফ্লাট কেনা : দেশে অসংখ্য রিয়েল এস্টেট কোম্পানি আছে, এরা বরশি ফেলে বসে আছে টোপ গেলার জন্য এবং এ টোপ হচ্ছে মধ্যবিত্ত। কেনার সময় আপনাকে যে জমি দেখানো হয়েছে আসলে তা হয়তো কেনাই হয়নি। জমির মালিককে মাসে দুহাজার টাকা ভাড়া দিয়ে জমির উপর কোম্পানিটি সাইনবোর্ড লাগিয়েছে মাত্র।

এ জমি কিনলেন তো বুড়িগঙ্গায় কষ্টের টাকা বিসর্জন দিলেন। সর্বস্ব হারানো মানুষটির এসব মাফিয়াদের বিরুদ্ধে কিছুই করার থাকে না। আশেপাশে তাকালেই এদের হাতে পথের ফকির হওয়া অনেককেই দেখবেন।

উল্টাপাল্টা ডেভেলপার থেকে ফ্লাট কিনলেও একই দশা অপেক্ষা করছে।

একটি ভুল জমি বা ফ্লাট ইকুয়াল টু বাকি জীবনের কান্না।

২. অস্বাভাবিক ডিসকাউন্ট দেওয়া কোম্পানি : এরা পঞ্চাশ হাজার টাকার জিনিস দশ হাজার টাকায় অফার করবে। কমদাম দেখে মধ্যবিত্তরা ঝাঁপ দেবেন। এর মধ্যে সামান্য কয়েকজনকে পণ্য সরবরাহ করা হবে, বাকি অসংখ্য অর্ডারকারিকে দেবে না, সোজা কথায় তাঁদের টাকা মেরে দেওয়া হবে। বঞ্চিতরা এ কোম্পানির মালিককে জীবনেও ধরতে পারবেন না। কারণ তাঁদের টাকায় সে টাউট ইতোমধ্যে শত কোটি টাকার মালিক হয়ে গেছে, গড়ে তুলেছে মাস্তান বাহিনী, চড়ে বুলেট প্রুফ গাড়িতে, বাস করে দূর্গে। ক্ষমতাহীন মধ্যবিত্তের সাধ্য নেই তাকে ধরার।

৩. ক্রেডিট কার্ড 🤡

নগদ টাকা বের হয়ে যাওয়ার সময় যেমন মন খচখচ করে করে ক্রেডিট কার্ড দিয়ে কেনার সময় তা করে না। তাই সব কিছু কিনে ফেলতে ইচ্ছে করে। একবারও মনে আসে না যে, ক্রেডিট কার্ড কোম্পানি প্রায় ত্রিশ পার্সেন্ট সুদ আরোপ করবে। মানে ১০০ টাকার জিনিস আসলে আপনি কিনছেন ১৩০ টাকায়। এটি এমন একটি গর্ত, যেখানে ঢুকা যায়, কিন্তু বের হতে জান বেরিয়ে যায়। মিনিমাম পেমেন্টের গাড্ডায় পড়লে তো জান যাবে কিন্তু ওই গর্ত থেকে বেরুতে পারবেন না।

৪. শেয়ার বাজার 🔻🚫🔻

এটি এমন একটি সুড়ঙ্গ যার ওপর পারে অপেক্ষা করছে অভিজ্ঞ খেলোয়ারেরা। ভালোভাবে এ বাজার না বুঝে সে সুড়ঙ্গে টাকা ঢুকালেন তো অপর প্রান্তে অপেক্ষামান ফিল্ডাররা ক্রিকেট বলের মতো তা খপ করে লুফে নেবে। তার মানে আপনি আউট! পারমানেন্ট আউট। জীবনেও আর খেলার সুযোগ পাবেন না। এরকম আউট হওয়া হতভাগ্য খেলোয়ার আশেপাশেই দেখতে পাবেন।

৫. অতিরিক্ত মুনাফার লোভ 🔻🔻 🚦

যখন কোনো প্রতিষ্ঠান বাজারে প্রচলিত বা সরকার নির্ধারিত সর্বোচ্চ মুনাফা বা সুদের চাইতে বেশি অফার করে তখনই সে প্রতিষ্ঠানে লাল পতাকা কল্পনা করবেন। মানে হচ্ছে প্রতিষ্ঠানটি লালবাতি জ্বালিয়ে ভাগবে, তার টিকিটার খোঁজও আপনি পাবেন না। এরা তো জ্বীন-ভূত না যে বাজারের প্রতিষ্ঠিত অতি বিশ্বস্ত প্রতিষ্ঠানের চাইতে বেশি মুনাফা দেবে! এটা কি সম্ভব? এদের হাতে কি আলাদীনের চেরাগ আছে? না নেই। তবে আপনার আমানতের টাকায় এ চেরাগ তারা নিজেদের জন্য তৈরি করছে। যেদিন চেরাগটি পুরোপরি জ্বলবে সেদিন আপনার টাকা বস্তায় ভরে ম্যাজিক কার্পেটে চড়ে এরা গায়েব হয়ে যাবে।

কার্পেট রেডি, কেবল উড়াল দেওয়ার অপেক্ষা ❗️

৬. ব্যবসা করার জন্য অন্যকে টাকা দেওয়া বা পার্টনারশীপে ব্যবসা। 🔻🔻

আমি এমন মানুষ খুব কম দেখেছি যারা অন্যকে ব্যাবসা করার জন্য টাকা দিয়ে সব হারান নি। দুটো কারণে এটা হয়। প্রথমত যিনি ব্যবসার জন্য টাকা নিয়েছেন তিনি নিজেই মার খেয়েছেন, ফেরত কোত্থেকে দেবেন ?
দুই নম্বর হলো টাকা মেরে দেওয়া। কয়েকমাস লাভ দিয়ে তারপর অস্বীকার! লাভ তো দূরের কথা আসলই ফেরত পাওয়া যায় না। যদিও কেও আপনাকে সব টাকাও ফেরত দেয় তাহলে সেটা দিবে ভেংগে ভেংগে। যেমন ১০ লাখ টাকা আপনাকে দিবে ২/৩ বছর লাগিয়ে। কিন্তু সেই টাকাটা আপনি কোন কাজেই আর লাগাতে পারবেন না।

💢

তাই ব্যাবসা যদি নিজে বুঝেন তাহলে করবেন, না বুঝে লাভের আশায় অন্যকে টাকা দিলেন মানে ব্যাংকের চেক কাটলেন না, নিজের ভাগ্যকেই নিজে কেটে দিলেন। দুনিয়ার কোনো সার্জনের সাধ্য নেই তা জোড়া লাগানোর।

৭. অন্ধ প্রতিযোগিতা 🔻

আমাদের একটা বাজে অভ্যাস হলো অন্যদের সাথে অন্ধ প্রতিযোগিতা। পাশের বাসায় ৪২ ইঞ্চি টিভি কেনা হয়েছে! আমারও কিনতে হবে। কেউ গাড়ি কিনেছে! ধারকর্জ করে আমাকেও কিনতে হবে। ফলাফল হচ্ছে, পায়ের নিচের মাটি সরে যাওয়া। এ ইঁদুর দৌড়ের কারণে যখন জীবনে ঘোর বর্ষা নামবে তখন হাতে ছাতা থাকবে না। ফালতু প্রতিযোগিতার কারণে সে ছাতা তো কবেই বিক্রি করে দিয়েছি!

তাহলে কী করবেন ⁉️

উত্তর: উপরের কোনোটিই করবেন না। টাকাও নিরাপদ থাকবে, আপনিও নিরাপদ থাকবেন। হাতের ছাতা হাতেই থাকুক, বর্ষাকালের জন্য

(COLLECTED)

18/10/2024
মির্জা ফখরুল: সংস্কার করার মূল দায়িত্ব কিন্তু হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের। আপনাকে যদি প্রশ্ন করি যে হু আর ইউ, আপনি কে—এ...
04/10/2024

মির্জা ফখরুল: সংস্কার করার মূল দায়িত্ব কিন্তু হবে নির্বাচিত জনপ্রতিনিধিদের। আপনাকে যদি প্রশ্ন করি যে হু আর ইউ, আপনি কে—এসব সংস্কার করছেন, সংবিধান সংস্কার করছেন। আপনি কে আসলে? আপনার স্ট্যাটাসটা কী? একটা আন্দোলন করে ছেলেরা আপনাকে বসিয়ে দিয়েছে আর আপনি সব দায়িত্ব পেয়ে গেছেন। আই ডোন্ট থিংক সো (আমি সেটা মনে করি না)। আপনাকে অবশ্যই এটা জনগণের মাঝ থেকে আনতে হবে। আর জনগণ থেকে আসার একমাত্র পথ হচ্ছে নির্বাচন।

27/09/2024

দেশের বাজারে ইলিশের কেজি ১,৬৫০ টাকা, ভারতে রপ্তানি হয় ১,১৮০ টাকায়

বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার পাকিস্তান ক্রিকেটের নতুন তলানি: ইমরান খানইমরান খান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দ...
28/08/2024

বাংলাদেশের কাছে ১০ উইকেটে হার পাকিস্তান ক্রিকেটের নতুন তলানি: ইমরান খান

ইমরান খান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’–এ ইমরান খানের ভেরিফায়েড হ্যান্ডল থেকে সমালোচনা করে আজ এই পোস্ট করা হয়। সেখানে তিনি নিজের ক্ষোভ ঝেড়েছেন এভাবে, ‘এই আড়াই বছরে এমন কী হলো যে আমরা বাংলাদেশের কাছে ১০ উইকেটে হারলাম?’

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Cricket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Cricket:

Share

Category