19/10/2025
আগামীকাল সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোগরাপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও “রাইট অব ওয়ে” কাজের কারণে আগামীকাল সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সোনারগাঁও উপজেলার একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে বাড়ি মজলিস, মোগরাপাড়া চৌরাস্তা পূর্বপাশ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, রতনপুর, ভবনাথপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্দর, উদ্ধমগঞ্জ, সাহাপুর ও বৈদ্যের বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের এই রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা হবে।
এতে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।