The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও

The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও, News & Media Website, সোনারগাঁও, নারায়ণগঞ্জ, Dhaka.

সত্যের পথের কলম সৈনিক।🖋️
সত্যের পথে আমরা জনগনের পক্ষে কলম যোদ্ধা হিসেবে দায়বদ্ধ। 🖊️
আপনার চারপাশে ঘটে যাওয়া ঘটনার সংবাদ আমাদেরকে দিয়ে সহযোগিতা করবেন এবং আমাদের সংবাদ গুলু লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন।

19/10/2025

আগামীকাল সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মোগরাপাড়া ও আশপাশের এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে।
জরুরি রক্ষণাবেক্ষণ ও “রাইট অব ওয়ে” কাজের কারণে আগামীকাল সোমবার (২০ অক্টোবর ২০২৫) সকাল ৬টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সোনারগাঁও উপজেলার একাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ সময়ের মধ্যে বাড়ি মজলিস, মোগরাপাড়া চৌরাস্তা পূর্বপাশ, হাবিবপুর, কোম্পানিগঞ্জ, রতনপুর, ভবনাথপুর, চর ভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্দর, উদ্ধমগঞ্জ, সাহাপুর ও বৈদ্যের বাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের এই রক্ষণাবেক্ষণ কাজের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের গুণগত মান উন্নয়ন ও স্থিতিশীলতা বৃদ্ধি করা হবে।
এতে সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।

14/10/2025

সুন্দরবনের বাঘেরা দৈনিক ৫-১৫ কেজি হরিনের মাংস খায়, তবে সুযোগ পেলে বড় পুরুষ বাঘ ৩০ কেজি মাংসও খেতে পারে। যার বর্তমান বাজার দর আনুমানিক (২০-৩০) হাজার টাকা। যদি গরু বা মহিষের মাংস খায় তারও বর্তমান বাজার দর (১৫-২০) হাজার টাকা।

অথচ বাঘের কোন ইনকাম নাই, কোনো চিন্তাও নাই।

কিন্তু আপনি ভাত খান ২৫০-৩৫০ গ্রাম!

তার জন্য আপনি চুরি করেন, সুদ খান, ঘুষ খান, অন্যের হক নষ্ট করেন। আরো কত কী...

আপনার একাউন্টে অনেক টাকা, আপনার শরীরে অনেক রোগ, আপনার সন্তানেরা কথা শুনে না, আপনার অনেক দুশ্চিন্তা।

বাঘ কি চিন্তা করে আজকে কি খাবো!

আপনি চিন্তা করেন আগামি ২০ বছর কি খাবো….?

আল্লাহ সবার রিযিকের ব্যবস্থা করে রেখেছেন, অথচ তারপরও মানুষ টেনশন করে, চুরি করে, ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, অপকর্ম করে!

আপনার কি মনে হয়,,,? কথায় কি ভুল আছে???

আল্লাহ আমাদের কে সঠিক জ্ঞান দান করুক।

আমিন।

10/10/2025

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১১.১০.২৫ খ্রি শনিবার সকাল ৮:০০ ঘটিকা হইতে বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত (উপজেলা পরিষদ, হাসপাতাল, থানা, বাড়ি মজলিস, চিলারবাগ, পার্কের মোড়, কোম্পানীগঞ্জ, দৈলেরবাগ, হাতকোপা, মিন্দিভিটা, পৌরভবনাথপুর, ভট্টপুর, ভবনাথপুর, রতনপুর, চরভবনাথপুর, জিয়ানগর, ভাটিবন্ধর, উদ্ধবগঞ্জ, সাহাপুর, বৈদ্যেরবাজার) জরুরি রক্ষনাবেক্ষন এবং রাইট অফ অয়ে কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিক ভাবে দু:খিত।

পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

08/10/2025
বিএনপি'র চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে সোনারগাঁও উপজেলার  আওয়ামী যুবলীগের বর্তমান প্রচার সম্পাদক আবু সিদ্দিক এর উপর বর্বচি...
08/10/2025

বিএনপি'র চাঁদাবাজ সন্ত্রাসীদের হাতে সোনারগাঁও উপজেলার আওয়ামী যুবলীগের বর্তমান প্রচার সম্পাদক আবু সিদ্দিক এর উপর বর্বচিত হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে সোনারগাঁও আওয়ামী লীগের নেতা কর্মীগন।

সোনারগাঁও থাকা আওয়ামীলীগ হাইকমান্ড নেতা দের প্রতি এক কর্মীর আর্তনাদ
07/10/2025

সোনারগাঁও থাকা আওয়ামীলীগ হাইকমান্ড নেতা দের প্রতি এক কর্মীর আর্তনাদ


04/10/2025

সোনারগাঁ পৌরসভায় একটা ফাটা কেষ্ট বের হইছে বিএনপি থেকে!
যেখানেই ঝামেলা ৫-১০ হাজার টাকায় বিচার তার পক্ষে নিয়ে দিতাছি!
আফফোস নেতাদের সামনের সাড়িতে উনাকেই দেখা যায়!
অথচ গত এক বছরে উনার নামে কত অভিযোগ।

সোনারগাঁ বিএনপির ভবিষ্যৎ খারাপ করার জন্য এরাই যথেষ্ট।

27/09/2025
27/09/2025

হেরে যাচ্ছে ত্যাগিরা জয়ী হচ্ছে দালাল রা
সহযোগিতা করছে সিনিয়র নেতারা..!!

Address

সোনারগাঁও, নারায়ণগঞ্জ
Dhaka
1230

Telephone

+8801672066791

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Mirror Sonargaon - দ্যা মিরর সোনারগাঁও:

Share