
17/08/2025
দেখতে খুব সুন্দর তাই না ? কিন্তু তার জন্য গুনতে হচ্ছে ৫০০ টাকা 😲
শ্রীকোল-বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয় এর এসএসসি ব্যাচ ২০২৫, শিক্ষার্থীদের কাছ থেকে প্রশংসাপত্র আনার জন্য নেওয়া হচ্ছে ৫০০ টাকা।
উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কে বলেছিলাম যে, স্যার টাকা কি ৫০০ ই দেওয়া লাগবে ? উত্তরে তিনি উদাহরণস্বরূপ নানা কথাই বলেন। তবে ৫০০ টাকার কোন কম নেওয়া হয়নি
আমি স্কুলে গেছিলাম টি-শার্ট পরে। উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমাকে বলেন, আমাকে দেখতে নাকি রাস্তার ধারে রেললাইনের পাশে থেকে পাপড় বিক্রেতাদের মত লাগে 🥹 দুঃখজনক হলেও সত্য 😔
আমরা সকলেই জানি,
সাধারণত,বোর্ড পরীক্ষার ফি'র সাথে প্রশংসাপত্রের খরচ অন্তর্ভুক্ত থাকে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য সরকারি অনুদান পেয়ে থাকে। এরপরেও যদি অতিরিক্ত আদায় করা হয় তাহলে সেটা কি ? অবশ্যই সেটা চাঁদাবাজি।
সর্বশেষে একটা কথাই বলি,
ন্যায়ের পক্ষে থাকো, অভাব যতই আসুক, সৎ হও।
টাকা পয়সা মূল্যবান তবে, সব নয়..! ✍️
゚