19/09/2025
আমরা যারা নাবিক, তাদের জীবন যেন এক নিরব যুদ্ধক্ষেত্র। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জাহাজ চালিয়ে আমরা বিশ্বের সাপ্লাই চেইন সচল রাখি। প্রতিদিন লক্ষ কোটি মানুষের খাবার, ওষুধ, পোশাক, জ্বালানি, প্রযুক্তি—সবকিছুই যেন আমাদের হাত ধরে পৌঁছে যায়। 🌍
নাবিকের জীবন কখনোই সহজ নয়। সমুদ্রের ঢেউয়ের মতোই আমাদের জীবনে আনন্দ ও দুঃখের ওঠানামা লেগেই থাকে। আমরা যখন জাহাজে উঠি, তখন পেছনে ফেলে আসি নিজের পরিবার, সন্তান, বাবা-মা—সবচেয়ে আপন মানুষগুলোকে। হয়তো ঘরে প্রিয়জন অসুস্থ, হয়তো পরিবারের কেউ কষ্টে আছে, হয়তো সন্তানের প্রথম স্কুলে যাওয়ার দিন—কিছুই আমরা কাছ থেকে দেখতে পারি না।
আমাদের জীবনটা যেন দেশের জন্য এক অবিরাম ত্যাগ। অনেক সময় নাবিক সমুদ্রে থাকে, হঠাৎ খবর আসে—মা মারা গেছেন, বাবা শেষ নিশ্বাস নিচ্ছেন, সন্তান হাসপাতালে। অথচ হাজার মাইল দূরে সমুদ্রের মাঝখানে সে কিছুই করতে পারে না। এমনকি চাইলেও বাড়ি ফেরা সম্ভব হয় না। কত নাবিক আছে, যারা বাবা-মায়ের জানাজায়ও অংশ নিতে পারেনি। অন্য পেশায় মানুষ প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরে। কিন্তু নাবিককে ৬ মাস, ৯ মাস বা কখনো ১ বছরও পরিবার ছাড়া থাকতে হয়।☹️
আমরা জানি, পৃথিবীর কোটি কোটি মানুষ প্রতিদিনের চাহিদা পূরণ করে আমাদের হাত ধরে। আমাদের জাহাজেই পৌঁছে যায় খাবার, ওষুধ, প্রযুক্তি, জ্বালানি—যা ছাড়া বিশ্ব থেমে যেতো। আমরা না থাকলে বিশ্বের সাপ্লাই চেইন থেমে যাবে, আর মানুষের জীবন থেমে যাবে। তাই সব কষ্ট ভুলে আমরা দাঁড়াই দায়িত্বের জায়গায়।
সমুদ্র মানেই ঝুঁকি। গভীর সমুদ্রে উত্তাল ঢেউ, ভয়ঙ্কর ঝড়, নির্জনতার যন্ত্রণা—এসব নিয়েই আমাদের প্রতিটি দিন। তবুও দেশের অর্থনীতি সচল রাখতে, পরিবারের ভবিষ্যৎ গড়তে আমরা জীবন বাজি রাখি। আমাদের রেমিট্যান্সই দেশের অর্থনীতিকে শক্ত করে দাঁড় করায়। আমরা নীরবে দেশের জন্য পাঠাই ঘামের বিনিময়ে উপার্জিত টাকা। সেই টাকায় দেশের চলার পথ আরও প্রশস্ত হয়।
আমরা হয়তো নিজের সুখ ত্যাগ করি, প্রিয়জনের পাশে থাকতে পারি না, পরিবারের দুঃসময়ে সান্ত্বনা দিতে পারি না—কিন্তু দেশের দায়িত্ব, পরিবারের ভবিষ্যৎ আমাদের কাঁধে নিয়েই এগিয়ে যাই। তাই দুঃখ-কষ্টকে পিছনে ফেলে, মন ভিজে গেলেও চোখ শুকনো রেখে, আমরা আবার জাহাজের ডেকে দাঁড়াই।
নাবিকদের এই অদৃশ্য ত্যাগ পৃথিবী হয়তো প্রতিদিন দেখে না, কিন্তু এর ফল ভোগ করে প্রতিটি মানুষ। আমাদের ঘামে ভেজা পরিশ্রমে গড়ে ওঠে দেশের গর্ব, দেশের সমৃদ্ধি।🧑🏻✈️
সালাম সেই সব নাবিকদের, যারা সমুদ্রের গভীরে থেকেও আলোকিত করছে দেশের নাম।🇧🇩