D-Bangla

D-Bangla D-Bangla একটি বাংলাদেশী নিউজ পোর্টাল, যা দেশের ঘটনাবলী ও বাঙালির সাফল্যের গল্প তুলে ধরে বিশ্বমঞ্চে
(1)

25/07/2025

তারেক রহমান নাকি দেশে এসেই ভোটার হবেন! উনার ভোটার হওয়ার প্রসেসটা হবে নিম্নরূপ,

ভোটার হওয়ার জন্য তিনি যখন NID কার্ড বানাতে যাবেন, তখন ওরা বলবে "আপনার অনলাইনে করা জন্মনিবন্ধন সনদ কই?' আমি নিশ্চিত উনার জন্মনিবন্ধন এখনো হাতে লেখা, অনলাইনে করা না। তারপর ঝাড়ি খেয়ে, শুরুতেই উনাকে জন্মনিবন্ধন অনলাইনে করাতে হবে। আর সেটা করতে গেলে উনার মা-বাবার জন্মনিবন্ধনও অনলাইনে থাকতে হবে।
এগুলো করানো আছে কি না, I don't know
এসব ঝামেলা বাদ দিলাম।

যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একদিন উনাকে ছবি তোলার জন্য ডাকা হবে। সেখানে গিয়ে দেখবেন, মাত্র ২ মেগাপিক্সেলের ক্যামেরা হাতে একজন ভোকচোদ বসে আছে, যার বাজে ফটোগ্রাফির জন্য জীবনে কেউ তাকে কখনও বন্ধু বানায়নি।

জীবনের সবচেয়ে বাজে ফটো তোলার পর অপেক্ষা করতে হবে এক বছর। যাই হোক, স্পষ্টভাবে সব কিছু লিখে জমা দেওয়ার পরও এক বছর পর যখন NID হাতে পাবেন, তখন দেখবেন সেখানে "খালেদা জিয়া" নামের বানান ভুল, আর "তারেক রহমান" এর জায়গায় পাকনামি করে লিখেছে "তারেক জিয়া"।

এটা অভিযোগ করলে ওরা বলবে, "এ দোষ আমাদের না!" তারপর বলবে, এটা ঠিক করাতে হলে ম্যাট্রিক-ইন্টারের সার্টিফিকেটসহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে যেতে হবে।

অবশেষে বিরক্ত হয়ে তিনি বলবেন "নির্বাচন লাগবে না, আমি চলে যাচ্ছি। শান্তি লন্ডনেই!"

- Redwan Islam

25/07/2025

বিএনপি নেতার হুমকিতে ;পিনাকীর প্রতিক্রিয়া

#বিএনপি #পিনাকী #হুমকি #টেম্পুস্ট্যান্ড

23/07/2025

🔴LIVE : খাগড়াছড়িতে এনসিপির জুলাই পদযাত্রার সমাবেশে বক্তব্য রাখছেন নেতৃত্ববৃন্দ

22/07/2025

প্রিয় পাহাড়ি
#পাহাড়ি #পাহাড়

22/07/2025

বিএনপির চাঁদাবাজির রিপোর্ট এখন মহিলারাও জানিয়ে দিচ্ছে মিডিয়ার সামনে
#বিএনপি #চাদাবাজ

22/07/2025

বাংলাদেশ আর থাকবে না-শেষ লড়াইয়ের ডাক| একি বললেন পিনাকী ভট্টাচার্য

এনসিপির পদ যাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে একে একে সব -বলছেন নেটিজেনরা
20/07/2025

এনসিপির পদ যাত্রায় আওয়ামী সন্ত্রাসীদের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে একে একে সব -বলছেন নেটিজেনরা

মৌমাছি: শৃঙ্খলা, শ্রম ও আত্মত্যাগের প্রতীক✍️ রবিউল জিহাদপ্রকৃতি কখনো কোলাহল করে না। সে নিঃশব্দেই সৃষ্টি করে বিস্ময়। যেমন...
25/06/2025

মৌমাছি: শৃঙ্খলা, শ্রম ও আত্মত্যাগের প্রতীক
✍️ রবিউল জিহাদ

প্রকৃতি কখনো কোলাহল করে না। সে নিঃশব্দেই সৃষ্টি করে বিস্ময়। যেমন মৌমাছি—যার একটি হুল যেমন আত্মরক্ষার অস্ত্র, তেমনি একটি চা চামচ মধুর পেছনে থাকে হাজারো মাইল পথ, লক্ষ লক্ষ ফুলের পরাগ এবং একটানা শ্রমের এক মহাকাব্য।

একটি মৌচাক থেকে ১ কেজি মধু সংগ্রহে গড়ে ১১০০ মৌমাছিকে প্রায় ৯০ হাজার মাইল পথ পাড়ি দিতে হয়। যা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ। এই সংগ্রহে প্রয়োজন হয় প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণুর ছোঁয়া। অথচ একেক কর্মী মৌমাছি সারাজীবনে মাত্র আধা চা চামচ মধু তৈরি করতে পারে।

এখানেই থেমে যায় না বিস্ময়। রাণী মৌমাছি প্রতিদিন দেয় ১৫০০ থেকে ২৫০০টি ডিম। তার জীবন শুধু খাওয়া ও প্রজননের জন্য। পুরুষ মৌমাছিদের জীবন আরও রহস্যময়। তারা জীবনভর কোনো কাজ করে না, খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। তাদের একমাত্র ভূমিকা—রাণীর সাথে মিলন, আর মিলনের মুহূর্তেই তাদের মৃত্যু ঘটে! যৌনাঙ্গ ভেঙে যায়, আর তাৎক্ষণিকভাবে শেষ হয় এক জীবন। এ এক নাটকীয় যৌন আত্মাহুতি—Dramatic Sexual Suicide।

একটি মৌচাক চলে একটি মাত্র রাণীকে কেন্দ্র করে। যদি নতুন কোনো স্ত্রী মৌমাছি জন্ম নেয়, তবে কর্মীরা তাকে লুকিয়ে রাখে, কারণ রাণীর নজরে পড়লেই মৃত্যু নিশ্চিত। বড় হলে সেই শিশু রাণী পুরাতনের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে—একই চাকের কর্তৃত্বের জন্য। হয় একে অপরকে হত্যা করে কর্তৃত্ব কায়েম, না হয় তারা আলাদা হয়ে দুটি মৌচাক গড়ে তোলে।

রাণী মৌমাছির মৃত্যু হলে মাত্র ১৫ মিনিটেই কর্মীরা বিষয়টি টের পায় এবং সম্মিলিতভাবে নেয় নতুন রাণী তৈরির সিদ্ধান্ত।

এতসব জটিল সমাজব্যবস্থা, শ্রম ও আত্মত্যাগের মাঝেও মৌমাছিরা কখনো অভিযোগ করে না। তারা কাজ করে নিঃশব্দে, নিঃস্বার্থভাবে।

আজ যখন আমাদের সমাজে দায়িত্ব থেকে পালিয়ে বেড়ানো মানুষ বাড়ছে, তখন এই ক্ষুদ্র পতঙ্গ আমাদের শেখায়—শৃঙ্খলা, দায়িত্ববোধ এবং ত্যাগই প্রকৃত সভ্যতার চিহ্ন।

আগামীকাল ৭ এপ্রিল, ২০২৫ মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে জেনারেল স্ট্রাইক পালন করুন।  সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের স্কু...
06/04/2025

আগামীকাল ৭ এপ্রিল, ২০২৫
মুক্তিকামী ফিলিস্তিনিদের পক্ষে জেনারেল স্ট্রাইক পালন করুন। সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা বর্জন করুন।

If the bombs don’t stop, neither do we. On April 7, we rise — boycotting exams, schools, and classrooms in unwavering so...
06/04/2025

If the bombs don’t stop, neither do we. On April 7, we rise — boycotting exams, schools, and classrooms in unwavering solidarity with the people of Gaza. With faith in Allah and fire in our hearts, we’re preparing to join national actions that demand justice and liberation.

Hope lives. Palestine resists. The world is watching.

From classrooms to the streets — we stand, we speak, we act!


আয়নাঘরে গুমের তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা রাখা হয়েছিলগুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য টাইম বো...
06/04/2025

আয়নাঘরে গুমের তদন্ত দলকে হত্যার উদ্দেশ্যে টাইম বোমা রাখা হয়েছিল

গুমের মামলা তদন্ত করতে যাওয়া দলকে হত্যার উদ্দেশ্য টাইম বোমা রাখা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কাজুল ইসলাম। আজ দুপুরে ট্রাইব্যুনালে চার মামলার শুনানি শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘আমিসহ গুমের মামলা তদন্ত দলকে হত্যারর উদ্দেশ্যে বোমা পুঁতে রাখা হয়েছিল। তবে কোনো ষড়যন্ত্র বিচার বাধাগ্রস্ত করতে পারবে না। ট্রাইব্যুনালের বিচার নিয়ে দুর্নীতির কোনো প্রমাণ দিতে পারবেন না।’

"আমরা ছোটবেলায় জানতাম গাজা উপত্যকা ইসরাইলের দখলে। এখন আমরা বুঝতে পারছি, পুরো আরব বিশ্ব ইসরাইলের দখলে, শুধু গাজা ব্যতীত।"...
06/04/2025

"আমরা ছোটবেলায় জানতাম গাজা উপত্যকা ইসরাইলের দখলে। এখন আমরা বুঝতে পারছি, পুরো আরব বিশ্ব ইসরাইলের দখলে, শুধু গাজা ব্যতীত।"

- শায়েখ আহমাদ ইয়াসিন
ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতিষ্ঠাতা ও আধ্যাত্মিক নেতা

Address

Dhaka
DHAKA

Alerts

Be the first to know and let us send you an email when D-Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share