25/07/2025
তারেক রহমান নাকি দেশে এসেই ভোটার হবেন! উনার ভোটার হওয়ার প্রসেসটা হবে নিম্নরূপ,
ভোটার হওয়ার জন্য তিনি যখন NID কার্ড বানাতে যাবেন, তখন ওরা বলবে "আপনার অনলাইনে করা জন্মনিবন্ধন সনদ কই?' আমি নিশ্চিত উনার জন্মনিবন্ধন এখনো হাতে লেখা, অনলাইনে করা না। তারপর ঝাড়ি খেয়ে, শুরুতেই উনাকে জন্মনিবন্ধন অনলাইনে করাতে হবে। আর সেটা করতে গেলে উনার মা-বাবার জন্মনিবন্ধনও অনলাইনে থাকতে হবে।
এগুলো করানো আছে কি না, I don't know
এসব ঝামেলা বাদ দিলাম।
যদি সব ঠিকঠাক থাকে, তাহলে একদিন উনাকে ছবি তোলার জন্য ডাকা হবে। সেখানে গিয়ে দেখবেন, মাত্র ২ মেগাপিক্সেলের ক্যামেরা হাতে একজন ভোকচোদ বসে আছে, যার বাজে ফটোগ্রাফির জন্য জীবনে কেউ তাকে কখনও বন্ধু বানায়নি।
জীবনের সবচেয়ে বাজে ফটো তোলার পর অপেক্ষা করতে হবে এক বছর। যাই হোক, স্পষ্টভাবে সব কিছু লিখে জমা দেওয়ার পরও এক বছর পর যখন NID হাতে পাবেন, তখন দেখবেন সেখানে "খালেদা জিয়া" নামের বানান ভুল, আর "তারেক রহমান" এর জায়গায় পাকনামি করে লিখেছে "তারেক জিয়া"।
এটা অভিযোগ করলে ওরা বলবে, "এ দোষ আমাদের না!" তারপর বলবে, এটা ঠিক করাতে হলে ম্যাট্রিক-ইন্টারের সার্টিফিকেটসহ মালয়েশিয়ার কুয়ালালামপুরে যেতে হবে।
অবশেষে বিরক্ত হয়ে তিনি বলবেন "নির্বাচন লাগবে না, আমি চলে যাচ্ছি। শান্তি লন্ডনেই!"
- Redwan Islam