Vision 2021- ভিশন ২০২১

Vision 2021- ভিশন ২০২১ Our official fun pages of vision 2021 to get a Good things & beauty tips for free...
Powered by teletalk.com.bd....
Welcome to future Bangladesh...

একটি শিক্ষামূলক ফেসবুক পেজ।
যেখানে যে কোন ইন্টারনেট সমস্যার সমাধান করা হয়।
সরকারকে সহযোগিতা করার ক্ষুদ্র প্রয়াস...

"আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সিনে পর্দাকে বিদায় জানিয়েছেন ভোজপুরি সিনেমার আলোচিত অভিনেত্রী 'সহর আফসা"Allhamdulillah.....
10/10/2022

"আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে সিনে পর্দাকে বিদায় জানিয়েছেন ভোজপুরি সিনেমার আলোচিত অভিনেত্রী 'সহর আফসা"
Allhamdulillah.......

সম্প্রতি সামাজিক পাতায় এক বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে আফসা লিখেছেন, ‘আমি সবাইকে জানাতে চাই যে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এর আগে বলিউড অভিনেত্রী জাইরা ওয়াসিম, সানা খানসহ বেশ কয়েক জন ভারতীয় অভিনেত্রী একই সিদ্ধান্ত নেন।
@ ntvbd com/entertainment (Comment box↓)

10/10/2022
শুধু সিলেট নয় উত্তরবঙ্গের কুড়িগ্রাম এবং বগুড়ার দিকেও নজর রাখুন তারাও যথেষ্ট পরিমাণে কষ্টে আছে... যে যার মতো করে যতটুক...
23/06/2022

শুধু সিলেট নয় উত্তরবঙ্গের কুড়িগ্রাম এবং বগুড়ার দিকেও নজর রাখুন তারাও যথেষ্ট পরিমাণে কষ্টে আছে... যে যার মতো করে যতটুকু পারি তাদের সাহায্যে এগিয়ে আসি.... নিশ্চয়ই আল্লাহ তা'আলা এর উত্তম প্রতিদান দিবেন!!
__________________________________
"ব্যারিস্টার সুমন" ৭০ লক্ষ
"নাসির উদ্দীন" ৫ লক্ষ
"ফারাজ করিম" চৌধুরী ২০ লক্ষ
"তাশরিফ খান" ১৬ লক্ষ
"অনন্ত জলিল" ৩০ লক্ষ
"মহিউদ্দন তানবির মোস্তফা রহিম আল-আজহারি" ১৫ লক্ষ
"সৈয়দ হাসান আল-আজহারি" ১৩ লক্ষ
"তৌহিদ উদ্দিন আফ্রিদি" ১৫ হাজার মানুষের খাবার।
"মোহাম্মদ বিন ইয়ামিন" ২৫ হাজার
"আব্দুর রাজ্জাক বিন ইউসুফ" ৫০ লক্ষ
"খেলাফত মজলিস" ১ কোটি
"We Are Bangladeshi (wab)" fb group - ৫ লক্ষ
"বাংলাদেশ জামাত ই ইসলামি" ৫০ লক্ষ পরে ৬০ লক্ষ= ১ কোটি ১০ লক্ষ

এছাড়াও - ফ্রি মোশন, হৃদয় আহমেদ শান্ত, মুফতি রিজওয়ান রফিকি, মুস্তফা আজহারি, জামসেদ মজুমদার, আবু রায়হান, গন অধিকার পরিষদ, আস সুন্নাহ ফাউন্ডেশন, ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ অনেকেই ত্রাণ দিচ্ছেন তাদের তহবিলের অঙ্ক সঠিক জানা যায় নি।

এবং অফলাইনেও দেখলাম নামাজ শেষে মসজিদের গেটে কোন স্বেচ্ছাসেবক টিম টাকা কালেক্ট করছে বন্যা দূর্গত এলাকায় ত্রাণ দেওয়ার জন্য।
আমার আমাদের সকলের দানের হাত বাড়িয়ে দেই আল্লাহ আমাদের সবার দানকে কবুল করুন। আমিন...

Address

Www. Facebook. Com/vision2021. Bd
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Vision 2021- ভিশন ২০২১ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category