
26/02/2025
যারা ২৪ এর আন্দোলনে দেশের জন্য জিবন দিয়েছে তাদেরকে যদি সঠিক মূল্যায়ন দেওয়া না হয় তবে আগামীতে ২৪এর মত দেশের স্বার্থে কেউ জিবন দিতে ছুড়ে আসবেনা।
এবং নিজেদের জিবন দিয়ে এক স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করে অন্য স্বার্থ লোভিদের হাতে দেশটা তুলে দেবেনা। তাই দেশ বা প্রবাস থেকে যারা যেভাবে ২৪এর আন্দোলনে সাহায্য করেছে তাদেরকে সঠিক মূল্যায়ন করা দরকার বলে মনে করি।