13/07/2025
২০২২ সালে বারকাত স্যার একটা গবেষণা রিপোর্ট প্রকাশ করে,দাবি করেন,বাংলাদেশের সব শরিয়াপন্থি ইসলামি ব্যংক জঙ্গি অর্থায়নের সাথে জড়িত। রিপোর্ট প্রকাশ করতে দেরি নেই,সরকার এবং সরকার সমর্থিতরা রাতারাতি হামলে পড়লো সেই সব ব্যাংকের দখল নিতে। এ যেন রীতিমত লুটপাট। বেশ কিছুদিন পরে,আমার সাথে বারকাত স্যারের দেখা হলো। আমি স্যারকে গবেষনা মেথড জানতে চাইলাম। স্যার আমাকে জানালেন, উনাকে অ্যাপয়েন্ট করে আসতে হবে। এও বললেন, সাংবাদিক হয়েছি বলে সাত খুন মাফ হবেনা।এরপর আর মি. অর্থনীতিবিদের সাথে দেখা করার আমার রুচী প্রবৃদ্ধি হয়নি।
ততদিনে, দেশের শরিয়া ভিত্তিক সব ব্য্ংক হাসিনার অনুগতদের দখলে।.
জিয়া রহমাান,এখন প্রয়াত।গোপালগঞ্জের মানুষ। ঢ্কা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তার অধিনে একদা পুলিশের আইজি, পিএচডি করেছিলেন। জিয়া স্যারকে আমি একদিন জিজ্ঞেস করলাম। বেনজিরের তো পিএইচডি করার যোগ্যতা নেই.. তারপরও কেন? তিনি বললেন,আমিও গোপালগঞ্জের,পিএমও গোপালগঞ্জের! আমি শুধু বললাম আচ্ছা। .
শিবলী রুবাইয়েত ইসলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেজ স্টাডিজের ডিন ছিলেন। শিক্ষক সমিতির নেতা ছিলেন। সবচেয়ে বড় পরিচয়, তিনি বুয়েটের স্বনামধন্য প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর ভাগ্নেহ।
জামিল স্যার, দেশের ইতিহাসে অনেক অনেক বড় বড় কাজের সাথে জড়িত ছিলেন। কিন্তু তাই বলে,তার ভাগ্নেহ দেশের পুঁজিবাজারকে যেভাবে লুটতরাজ করতে ভূমিকা রেখেছেন,সেটা কি বরদাস্ত করা যায়।.
হাসিনা ফ্যাসিষ্ট রেজিমে,দেশটাকে তার হাতের মোয়াতে পরিনত করেছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষকরাও মওকা বুঝে নিজেদের লেখাপড়া,গবেষণা ছেড়ে লুটপাটে মন দিয়েছিলেন।.
আরেক প্রফেসর,যাকে সবাই রাখাল বালক নামে চিনে। তার নাম আতিউর রহমান। কেন্দ্রিয় ব্যাংকের গর্ভনর ছিলেন,অথচ রক্ষক কিভাবে ভক্ষক হয়,তার প্রমান এই রাখাল বালক। তার তত্বাবধানে দুই দুইবার লুট হয় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ।
ফরাস উদ্দীন আহমদ,ছিলেন,মুজিবের একান্ত সচিব।শুধু তাই নয়,তিনি হাসিনার আমলে কেন্দ্রীয় ব্যংকের গর্ভনর ছিলেন। আওয়ামী লীগ করলেও ভদ্রলোক আপাত সৎ বলে জ্ঞানি। তার নেতৃত্বে,কেন্দ্রীয় ব্যংকের রিজার্ভ চুরির তদন্তে হাসিনা একটি কমিটি গঠন করে দেয়। এই কমিটি আতিউরের যোগসাজশে কেন্দ্রিয় ব্য্ংকের রিজার্ভ চুরির প্রমান পায়। ফরাস উদ্দীন অনেক চেষ্টা তদবির করে এক বিকেলে,হাসিনার সাথে সেকথা বলতে দেখা করতে যান। কিছু বলার আগেই হাসিনা নিজেই বলেন,আপনার তদন্ত রিপোর্ট আপনার কাছেই থাকুক।আমি সব জানি।.
দেশটাকে মগের মুল্লুক বানালো হাসিনা। কিন্তু তাতে বাতাস দিলো কারা? এইসব বারকাত আতিউররা না।
এদের বিচার কেন হবেনা,বলুন তো? শিক্ষক মানেই তুলসীপাতা নয়,এবার বুঝলেন তো❗
মুল লেখাঃ মুজতুবা মোহাম্মদ