DEHO

DEHO Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DEHO, News & Media Website, 151/6 Green Road, Dhaka.
(616)

স্বাগতম... এখানে আপনি পাবেন সহজ, বিজ্ঞানসম্মত ও ব্যবহারিক স্বাস্থ্য টিপস, পুষ্টিকর খাবারের রেসিপি, ফিটনেস গাইড এবং রোগ প্রতিরোধের উপায়!

💊 ওষুধ নয়, প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন

🥗 পুষ্টিকর খাবার দিয়ে প্রতিদিন চাঙা থাকুন

🧠 মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। 🎉 স্বাগতম "DEHO"-তে! আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার** 🎉**

🌿 প্রাকৃতিক উপায়ে সুস্থ থাকুন, আনন্দে থাকুন! 🌿

আমরা DEHO-তে বিশ্বাস করি, "সুস্থ শরীরই স

ুখী জীবনের প্রথম ধাপ"। এই পেজে আপনি পাবেন:

✅ 💊 প্রাকৃতিক চিকিৎসা ও ঘরোয়া সমাধান – ওষুধ নয়, সহজলভ্য উপাদানে রোগ প্রতিরোধ।
✅ 🥗 পুষ্টিকর খাবারের আইডিয়া – স্বাস্থ্যকর ডায়েট প্ল্যান, রেসিপি ও উপকারিতা।
✅ 🏋️ ফিটনেস টিপস – ব্যস্ত জীবনে সহজ ব্যায়াম, ইয়োগা ও ওজন কমানোর উপায়।
✅ 🧠 মানসিক স্বাস্থ্য – স্ট্রেস ম্যানেজমেন্ট, ভালো ঘুম ও ইতিবাচক চিন্তার টিপস।
✅ 🩺 বিশেষ স্বাস্থ্য পরামর্শ – ডায়াবেটিস, প্রেশার, হাড়ের যত্নসহ প্রয়োজনীয় গাইডলাইন।

🔔 আমাদের সঙ্গে যুক্ত থাকুন:

✔ লাইক করুন ✔ শেয়ার করুন ✔ কমেন্টে জানান আপনার চাহিদা!

🌱 DEHO-র লক্ষ্য – একটি সুস্থ, সুন্দর বাংলাদেশ গড়া! 🌱

্বাস্থ্য #প্রাকৃতিক_চিকিৎসা #সুস্থ_জীবন #ফিট_বাংলাদেশ

✨ কেন DEHO-তে থাকবেন? ✨

বিজ্ঞানসম্মত ও গবেষণাভিত্তিক তথ্য

সহজ বাংলায় বোঝানো উপায়

নিয়মিত লাইভ সেশন ও বিশেষজ্ঞ পরামর্শ

💬 আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন আছে? কমেন্টে লিখুন! 💬

🌿 প্রতিদিন একটি টিপস, সুস্থ জীবনের অঙ্গীকার! 🌿

♥♥
24/05/2025

♥♥

কাঁচা আম খাওয়ার ৮ উপকারিতা
08/05/2025

কাঁচা আম খাওয়ার ৮ উপকারিতা

কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবারশরীর সুস্থ রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্জ্য অপসারণের পাশাপাশি তরলের ভারসাম্য...
08/05/2025

কিডনি সুস্থ রাখবে এই ৬ খাবার

শরীর সুস্থ রাখতে কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্জ্য অপসারণের পাশাপাশি তরলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কিডনি। সুস্থ কিডনির জন্য খাদ্য তালিকায় কিছু খাবার রাখা জরুরি। জেনে নিন সেগুলো কী কী।

চিয়া সিড যেভাবে পেটের মেদ দূর করে.........
06/05/2025

চিয়া সিড যেভাবে পেটের মেদ দূর করে.........

মাথাব্যথা থেকে মুক্তির ঘরোয়া ৭ উপায় জেনে নিন
06/05/2025

মাথাব্যথা থেকে মুক্তির ঘরোয়া ৭ উপায় জেনে নিন

ভিটামিন বি ১২ কমে যাওয়ার ৮ লক্ষণ
06/05/2025

ভিটামিন বি ১২ কমে যাওয়ার ৮ লক্ষণ

🔥🔥 পেটের মেদ কমাতে এখনই বাদ দিন এই ৬টি খাবার  🔥🔥আজকাল পেটের মেদ প্রায় সবার জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেটের ...
05/05/2025

🔥🔥 পেটের মেদ কমাতে এখনই বাদ দিন এই ৬টি খাবার 🔥🔥

আজকাল পেটের মেদ প্রায় সবার জন্য একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পেটের মেদ কমাতে অনেকেই জিম করা, হাঁটা, সাঁতার কিংবা অনেক দামি কোনও ওষুধও ব্যবহার করছেন । কিন্তু দিন শেষে হয়তো হতাশ হওয়া ছাড়া তেমন কোনও ফলাফল পাচ্ছেন না।

সকালে উঠে প্যান্ট টাইট লাগে, আয়নায় নিজের দিকে তাকিয়ে মন খারাপ হয়—এই দৃশ্যটা অনেকেরই পরিচিত। পেটের মেদ কমাতে নানা পদের নিয়ম কানুন শুনে অনেকে হাঁপিয়ে ওঠেন। কিন্তু বাস্তব হলো, পেটের মেদ কমাতে সবচেয়ে বড় ধাপ শুরু হয় আমাদের প্লেট থেকেই। মানে, কী খাচ্ছি আর কী খাচ্ছি না, সেটাই আসল চাবিকাঠি।

চলুন জেনে নিই এমন ৬টি খাবারের কথা, যেগুলো আজ থেকেই বাদ দিলে আপনি সহজেই পেটের মেদ কমাতে পারবেন।

পেটের মেদ কমাতে যে খাবারগুলো বাদ দেবেনঃ

💥💥 ১. কোমল পানীয়
এইসব পানীয় দেখতে রঙিন, খেতে মজাদার, কিন্তু ভেতরে থাকে মারাত্মক পরিমাণে লুকানো চিনি। এক ক্যান কোমল পানীয় মানেই শরীরে ঢুকছে একগাদা ফাঁকা ক্যালোরি, যা সরাসরি গিয়ে পেটের মেদ হিসেবে জমে। নিয়মিত এগুলো খেলে আপনি যতই হাঁটুন বা ব্যায়াম করুন, তেমন কোনও লাভ হবে না।

💥💥 ২. সাদা পাউরুটি ও ময়দা জাতীয় খাবার
সাদা পাউরুটি বা ময়দা দিয়ে বানানো নানরুটি, কেক, বিস্কুট—সবই খুব পরিচিত খাবার। কিন্তু এগুলোতে ফাইবার বা পুষ্টিগুণ প্রায় নেই বললেই চলে। খাওয়ার পরপরই রক্তে শর্করা দ্রুত বাড়িয়ে দেয়, ফলে ক্ষুধা দ্রুত ফিরে আসে। দিন শেষে খাওয়া বেড়ে যায়, আর পেটে চর্বি জমে।

💥💥 ৩. ভাজাভুজি খাবার (চিপস, ফ্রাইড চিকেন, নাগেটস)
একটু অবসর পেলেই মুখ চলে যায় চিপস বা ফ্রাইড কিছু খুঁজতে। এগুলোতে থাকে ট্রান্স ফ্যাট, অতিরিক্ত তেল ও ক্যালোরি—যা সরাসরি পেটের মেদ বাড়িয়ে দেয়। যদি একেবারে ছাড়তে না পারেন, তাহলে অন্তত বেকড বা এয়ার ফ্রাইড ভার্সন বেছে নিন।

💥💥 ৪. অ্যালকোহল
অনেকে ভাবেন একটু একটু খেলে ক্ষতি নেই। কিন্তু অ্যালকোহল শরীরের মেটাবলিজম কমিয়ে দেয়, মানে যেটুকু খাবার খাচ্ছেন সেটাও শরীর ঠিকমতো পাচন করতে পারে না। উপরন্তু, অ্যালকোহল ক্ষুধা বাড়ায়—আর সেই সুযোগে আবারও অতিরিক্ত খাওয়া হয়ে যায়, যা পেটে চর্বি জমায়।

💥💥 ৫. প্রক্রিয়াজাত মাংস (সসেজ, বেকন, হ্যাম)
এইসব মাংসে থাকে অতিরিক্ত সোডিয়াম ও স্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের জন্য ভীষণ ক্ষতিকর। পেট ফুলে যায়, ফ্যাট জমে, আর দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকিও বাড়ে। তাই হ্যাম স্যান্ডউইচের বদলে ঘরেই রান্না করা ফ্রেশ মাংস বেছে নিন।

💥💥 ৬. প্যাকেটজাত স্ন্যাকস ও মিষ্টি খাবার
কুকিজ, পেস্ট্রি এসব—দেখতেই মন ভালো হয়ে যায়, কিন্তু এগুলোর ভেতরে থাকে ট্রান্স ফ্যাট, চিনি, আর একগাদা প্রিজারভেটিভ। এইসব খাবার বেশি খেলে শরীরে ক্যালোরি যুক্ত হয় আর সেই অতিরিক্ত ক্যালোরিই গিয়ে পেটে জমা হয় মেদ হিসেবে।

শেষ কথা
পেটের মেদ কমাতে চাইলে প্রথমেই চাই খাবার নিয়ে সচেতনতা। ব্যায়াম তো আছেই, কিন্তু তার আগে দরকার—খাদ্য তালিকায় পরিবর্তন। আজ থেকেই যদি এই ৬টা খাবার বাদ দেন, তবেই আপনি বুঝবেন পেট ধীরে ধীরে হালকা হচ্ছে। সাথে প্রচুর পানি খান, ঘুম ঠিক রাখুন, আর হালকা হাঁটা শুরু করুন; দেখবেন নিজেকে ভালোবাসছেন আরো বেশি।

স্বাস্থ্য-ই সকল সুখের মূল........ 🙂তাই এই টিপস গুলো মেনে চলতে পারলেই ভালো। ❤️🌸ভাল লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থা...
21/04/2025

স্বাস্থ্য-ই সকল সুখের মূল........ 🙂
তাই এই টিপস গুলো মেনে চলতে পারলেই ভালো। ❤️🌸
ভাল লাগলে লাইক ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। 🙂

Address

151/6 Green Road
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when DEHO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DEHO:

Share