কোরআন শিক্ষা - Quran shikkha

কোরআন শিক্ষা - Quran shikkha প্রচার করো, যদি একটিমাত্র আয়াতও হয়

সব কথার জবাব দিতে নেই,    কিছু কথা সময়ের জন্য ও রেখে দিতে হয়..!!
24/07/2025

সব কথার জবাব দিতে নেই,
কিছু কথা সময়ের জন্য ও রেখে দিতে হয়..!!

24/07/2025

খুব শীঘ্রই তুমি হেসে বলবে.. আমি যা প্রার্থনা করেছিলাম তার চেয়েও বেশি আমার রব আমাকে দিয়েছেন!! আলহামদুলিল্লাহ

19/04/2025

সূরা আল-মুজাদালাহ | আয়াত ১০

আরবি আয়াত:
إِنَّمَا النَّجْوَىٰ مِنَ ٱلشَّيۡطَٰنِ لِيَحۡزُنَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَلَيۡسَ بِضَآرِّهِمۡ شَيۡـٔٗا إِلَّا بِإِذۡنِ ٱللَّهِۚ وَعَلَى ٱللَّهِ فَلۡيَتَوَكَّلِ ٱلۡمُؤۡمِنُونَ



বাংলা অর্থ:

“নিশ্চয় গোপন পরামর্শ (কানাকানি) শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে, যাতে সে ঈমানদারদের দুঃখিত করতে পারে। অথচ আল্লাহর অনুমতি ছাড়া সে তাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। সুতরাং মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা।”



তাফসীর ও ব্যাখ্যা:

১) আয়াতের পটভূমি:
মদিনার ইহুদি, মুনাফিক এবং কিছু শয়তানি চরিত্রের মানুষ গোপন আলোচনা করতো — ঈমানদারদের সামনে বসে এমনভাবে নিজেদের মধ্যে ফিসফিস করত যেন মনে হয় খুব ভয়ংকর কিছু হচ্ছে। এতে মুমিনদের মনে সন্দেহ, আতঙ্ক ও কষ্ট হতো।

আল্লাহ তা’আলা এই আয়াতে মুসলিমদের সতর্ক করছেন — এ ধরনের ফিসফাস বা গোপন কথা আসলে শয়তানের ফাঁদ, উদ্দেশ্য হচ্ছে ঈমানদারদের মন ভাঙা ও কষ্ট দেয়া।



২) শয়তানের সীমাবদ্ধতা:
শয়তান চেষ্টা করে মানুষকে দুঃখিত করা, বিভ্রান্ত করা, ভয় ঢোকানো এবং সন্দেহ সৃষ্টি করতে।
কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া সে কিছুই করতে পারে না। এই আয়াতে মুমিনদের আত্মবিশ্বাস বাড়ানো হয়েছে —
“তোমার ক্ষতি শয়তান কখনোই করতে পারবে না, যতক্ষণ আল্লাহ তা অনুমতি না দেন।”



৩) মুমিনদের কর্তব্য:
এ আয়াতের শেষে পরিষ্কার বলা হয়েছে:
“সুতরাং মুমিনদের উচিত আল্লাহর উপরই ভরসা করা।”
মুমিনদের দায়িত্ব হচ্ছে:
• শয়তানের ফাঁদে পা না দেওয়া।
• মানুষের গোপন কানাকানি, ফিসফাসে ভয় না পাওয়া।
• সব সময় আল্লাহর উপর ভরসা রাখা।



মূল শিক্ষা:
• গোপন কানাকানি ফিতনার হাতিয়ার।
• শয়তান মানুষের মন দুর্বল করে দুঃখিত করতে চায়।
• আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ কারও ক্ষতি করতে পারে না।
• ঈমানদারের শক্তি হচ্ছে তার “তাওয়াক্কুল” — আল্লাহর উপর দৃঢ় ভরসা।

11/02/2025

রিজিক আপনাকে সারপ্রাইজ দিবে সব সময়।আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে, কোথা থেকে আপনার রিজিক চলে এসেছে। কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।

18/12/2024

সবর সহজ নয়,সবর হলো কান্না, সবর হলো একা অনুভব করা,সবর হলো অপমান গ্রাস করা,সবর হলো চোখের পানি ঢেকে রাখা,হাসি। সবর হলো আল্লাহর সাড়া পাওয়ার জন্য কান্না। 💚
"" নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী""
[সূরা আল বাকারা :১৮৬]

25/11/2024

ফয়সালা রবের হাতে ছেড়ে দিন,আর আপনি আশ্রয় নিন জায়নামাজে,দেখবেন হঠাৎ করে অগোছালো সবকিছুর সমাধান হয়ে গেছে।

17/11/2024

কখনো আল্লাহর কাছে চাওয়া বন্ধ করবেন না,কারণ আল্লাহ কাউকে খালি হাতে ফিরিয়ে দেন না। আলহামদুলিল্লাহ

08/11/2024

নির্দিষ্ট একটা
সময়ের পর এসে বুঝতে পারবেন মৃত্যু ব্যতীত আর কেউ আপনার অপেক্ষায় নেই !!❗

05/11/2024

গীবত ঋণের চেয়েও মারাত্মক,ঋণ পরিশোধ করা যায় কিন্তু গীবত পরিশোধ করা যায় না।
( ইবনে উয়াইনা রাঃ)

03/11/2024

ডান চোখ হতে বাম চোখের দূরত্ব যতটুকু,মৃত্যু তার চেয়েও নিকটে "

-বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)

01/11/2024

রাসূল(সাঃ)বলেছেন,
"মিজানের পাল্লায় সবচেয়ে বেশি ভারী হবে উত্তম চরিত্র"
(আবু দাউদ -৪৭৯৯)

31/10/2024

"প্রতিটা মানুষই পরীক্ষার মধ্যে আছে । হয় নিয়ামতের পরীক্ষা- যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা কৃতজ্ঞ, অথবা দুঃখ-দুর্দশার পরীক্ষা- যেটা দিয়ে যাচাই করা হচ্ছে ব্যক্তি কতটা ধৈর্যশীল।"

Address

Dhaka

Telephone

+393510339862

Website

Alerts

Be the first to know and let us send you an email when কোরআন শিক্ষা - Quran shikkha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কোরআন শিক্ষা - Quran shikkha:

Share