হেলথ টিপস¤¤Health Tips

হেলথ টিপস¤¤Health Tips স্বাস্থ্য টিপস পেতে আমাদের সাথেই থাকুন�

পেটে কৃমি আছে কি না কীভাবে বুঝবেন ? হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন...
31/07/2025

পেটে কৃমি আছে কি না কীভাবে বুঝবেন ? হঠাৎ পেটে ব্যথা বা মাথার যন্ত্রণা। কিন্তু চিকিৎসকের কাছে যেতেই তিনি বলে দিচ্ছেন তেমন কিছুই হয়নি আপনার। সারাদিন শরীরে অ্স্বস্তি বোধ লেগেই রয়েছে।

এটার কারণ একটাই হতে পারে, আর সেটা হল কৃমি। কিন্তু পেট ব্যথা আর মাথা যন্ত্রণাই শুধু নয়, আপনার শরীরে যে কৃমি বাসা বেঁধেছে, তা বোঝার জন্য আরও কয়েকটি উপসর্গ রয়েছে।

কী সেই উপসর্গগুলি?

• অস্থিরতা, অকারণে অতিরিক্ত চিন্তা, অবসাদে ভোগা, আত্মহত্যাপ্রবণ হওয়া।
• মিষ্টি জাতীয় খাবার খাওয়ার অতিরিক্ত ইচ্ছা।
• রক্তাল্পতা এবং আয়রন ডেফিশিয়েন্সি। কৃমি থাকলে শরীরে রক্তের পরিমাণ কমতে কমতে অ্যানিমিয়া পর্যন্ত হতে পারে।
• ত্বকের রোগে আক্রান্ত হওয়া, র‌্যাশ, অ্যাকনে, চুলকুনি ইত্যাদি হওয়া।
• মাড়ি থেকে রক্তপাত হওয়া।
• ঘুমনোর সময়ে মুখ থেকে লালা পড়া।
• ফুড অ্যালার্জি।
• খিদে না পাওয়া।
• মেনস্ট্রুয়াল সাইকেলে সমস্যা।
• অকারণে ক্লান্ত হয়ে পড়া।
• গা-হাত-পা ব্যথা।
• নিশ্বাস নিতে কষ্ট হওয়া।
• স্মৃতিভ্রম হওয়া।

উপসর্গগুলি পড়ে অনেকেই নিজেদের সমস্যার সঙ্গে মিল খুঁজে পাবেন, কারণ সমীক্ষা বলেছে ৮৫ শতাংশ মানুষের পেটে কৃমি থাকে। কিন্তু কীভাবে মুক্তি পাবেন কৃমির হাত থেকে!

মার্কিন যুক্তরাষ্ট্রের চিকিৎসক আব্রাম বের জানিয়েছেন, ওষুধ নয়, কিছু ঘরোয়া পদ্ধতিতেই কৃমি থেকে মুক্তি পাওয়া যাবে।

• কাঁচা রসুন— কাঁচা রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। রসুন প্রায় ২০ ধরনের ব্যাকটেরিয়া এবং ৬০ ধরনের ফাংগাস মেরে ফেলতে পারে। তাই নিয়মিত কুচনো কাঁচা রসুন খান অথবা রসুনের জুস করে খান।

• লবঙ্গ— লবঙ্গ কলেরা, ম্যালেরিয়া, যক্ষ্মাকে প্রতিরোধ করতে পারে। এ ছাড়া রোজ লবঙ্গ খেলে ব্যাকটেরিয়া,ভাইরাস, ফাংগাস ইত্যাদি থেকে মুক্তি পাওয়া যায়।

• আদা— আদা হজমের সমস্ত রকমের সমস্যা মেটাতে সক্ষম। হজমের সমস্যা, অ্যাসিডিটি, পেটে ইনফেকশন, ইত্যাদি দূর করতে আদার জুড়ি মেলা ভার। এই সমস্যাগুলিও কৃমি থেকে তৈরি হয়। তাই এই ধরনের সমস্যা দূর করতে কাঁচা আদার রস খান খালি পেটে।

• শশার বীজ— ফিতাকৃমি রুখতে শশার দানা সর্বশ্রেষ্ঠ। শশার দানাকে গুঁড়ো করে নিন। প্রতিদিন এক চা-চামচ করে খান।

• পেঁপে— পেটের সমস্যা দূর করতে পেঁপের থেকে ভাল কিছু হয় না। যে কোনও ধরনের কৃমি তাড়াতে পেঁপের বীজ শ্রেষ্ঠ। ভাল ফল পেতে পেঁপে এবং মধু খান।

• কাঁচা হলুদ— কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করে।

31/07/2025
🧄 রসুনের ২০টি স্বাস্থ্য উপকারিতা 🌿"প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না – এটি একটি অ...
29/07/2025

🧄 রসুনের ২০টি স্বাস্থ্য উপকারিতা 🌿

"প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে পরিচিত রসুন শুধু রান্নার স্বাদ বাড়ায় না – এটি একটি অসাধারণ ওষুধও!"
🔥 পয়েন্টসমূহ:

✅ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক – অ্যালিসিন নামক যৌগ জীবাণু ধ্বংস করে।

🦠 ইমিউন সিস্টেম শক্তিশালী করে – ঠান্ডা, জ্বর থেকে রক্ষা করে।

❤️ হৃদরোগ প্রতিরোধে সহায়ক – কোলেস্টেরল কমায়, রক্ত চলাচল উন্নত করে।

🩸 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে – উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

🧠 মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় – স্নায়ুতন্ত্রকে সজীব রাখে, স্মৃতিশক্তি রক্ষা করে।

🍽️ হজমে সহায়তা করে – পাচনতন্ত্রকে সক্রিয় রাখে ও কোষ্ঠকাঠিন্য কমায়।

🦷 দাঁতের ব্যথা ও মুখের দুর্গন্ধ কমায় – জীবাণুনাশক হিসেবে কাজ করে।

🧬 অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর – ক্যানসার প্রতিরোধে সহায়ক।

⚖️ ওজন কমাতে সাহায্য করে – শরীরের মেটাবলিজম বাড়ায়।

💉 রক্তে সুগার নিয়ন্ত্রণ করে – ডায়াবেটিস রোগীর জন্য উপকারী।

🧴 ত্বকের সংক্রমণ ও ব্রণ দূর করে – জীবাণুনাশক ও প্রদাহনাশক হিসেবে কাজ করে।

🌿 ডিটক্সিফিকেশনে সাহায্য করে – লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে।

🧊 ঠান্ডা ও কাশি প্রতিরোধ করে – প্রাকৃতিক পথ্য হিসেবে কাজ করে।

🩺 কোলেস্টেরল কমায় – এলডিএল (খারাপ কোলেস্টেরল) কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে।

🌬️ শ্বাসপ্রশ্বাসের সমস্যা কমায় – হাঁপানি, ব্রঙ্কাইটিসের উপসর্গে উপকার দেয়।

👣 ফাঙ্গাস প্রতিরোধে সহায়ক – যেমন পায়ের ফাঙ্গাল ইনফেকশনে প্রাকৃতিক চিকিৎসা।

🩹 জখম ও ক্ষত নিরাময়ে সাহায্য করে – সংক্রমণ প্রতিরোধ করে দ্রুত নিরাময় ঘটায়।

🧘‍♂️ মানসিক চাপ কমায় – রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট দেহকে শান্ত করে।

🍳 শরীরের উষ্ণতা বাড়ায় – রক্ত চলাচল বাড়িয়ে শরীরকে সক্রিয় রাখে।

⚔️ ক্যানসার কোষের বিকাশে বাধা দেয় – কিছু গবেষণায় দেখা গেছে রসুন কোলন, পাকস্থলি ও স্তন ক্যানসারের ঝুঁকি কমায়।

📌 পরামর্শ:

খালি পেটে ১-২ কোয়া কাঁচা রসুন খেলে উপকার বেশি পাওয়া যায়।

অতিরিক্ত রসুন খেলে গ্যাস্ট্রিক বা মুখে দুর্গন্ধ হতে পারে – তাই পরিমিত খাওয়া বাঞ্ছনীয়।

🔖 Hashtags (ব্যবহারযোগ্য):

#রসুন #পুষ্টিকর_খাদ্য #স্বাস্থ্য_টিপস

29/07/2025

সকালবেলা ঘুম থেকে উঠে কি কি খাবেন?
**ভেজানো কাঁচা ছোলা**ভেজানো কিসমিস**ভেজানো কাঠ বাদাম **একগ্লাস লেবুর পানি+ আদার রস+মধু

28/07/2025

অনেকেই জানতে চেয়েছেন 🫀হার্টের ব্যথা এবং গ‍্যাস্ট্রিকের ব‍্যথা পার্থক্য করবেন কিভাবে?

ক) ব্যথার অবস্থান:
*🫀 হার্টের ব‍্যথা: সাধারণত বুকের মাঝখানে হয়। অনেক সময় ব্যথা গলা, চোঁয়াল,কাঁধ, ঘাড় বা হাতে ছড়িয়ে পড়ে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: পেটের উপরের দিকে (নাভির ওপরে, বুকের নিচে) হয়।

খ) ব্যথার সময়কাল:
* 🫀হার্টের ব্যথা: হঠাৎ শুরু, ৫-২০ মিনিট স্থায়ী হতে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: ধীরে ধীরে শুরু, দীর্ঘ সময় স্থায়ী হতে পারে।

গ) খাবারের সাথে সম্পর্ক:
* 🫀হার্টের ব্যথা: খাবারের পরে বাড়তে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যখা: খালি পেটে বা খাবারের পরে বেড়ে যায়।
মসলা, ঝাল,চর্বি জাতীয়, তৈলাক্ত খাবারে বেশি হয়।

ঘ) ব্যথার প্রকৃতি:
* 🫀হার্টের ব্যথা: চাপ বা ভারী কিছু বসে আছে এমন অনুভূতি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: জ্বালাপোড়া বা থেমে থেমে তীব্র ব্যথা।

ঙ) ব্যথার সাথে অন্যান্য উপসর্গ:
* 🫀হার্ট অ্যাটাক হলে: শ্বাসকষ্ট, ঘাম, দুর্বলতা, মাথা ঘোরা,বমি বমি ভাব বা বমি, অনিয়মিত হৃদস্পন্দন, অজ্ঞান হওয়া ইত‍্যাদি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অরুচি, বমি ভাব বা বমি, আলকাতরার মতো কালো পায়খানা বা রক্ত বমি (জটিলতা হলে)।

চ) ঔষধে প্রতিক্রিয়া:
* 🫀হার্টের ব‍্যথা: বিশ্রাম ও নাইট্রোগ্লিসারিনে উপশম হতে পারে।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: অ্যান্টাসিড বা গ্যাস্ট্রিকের ওষুধে কমে যায়।

ছ) ‼️জীবনের ঝুঁকি:
* 🫀হার্ট অ্যাটাক: তাৎক্ষণিক চিকিৎসা না নিলে মারাত্মক হতে পারে। মৃত্যুহার ও জটিলতা অনেক বেশি।
* গ‍্যাস্ট্রিকের ব‍্যথা: সাধারণত প্রাণঘাতী নয়, তবে চিকিৎসা না করলে জটিলতা হতে পারে।

** 🫀হার্টের ব্যথা হলে গ‍্যাস্ট্রিকের ব‍্যথা মনে করে অবহেলা করবেন বা শুধু গ‍্যাস্ট্রিকের ওষুধ খেয়ে বসে থাকবেন না।
হার্টের ব্যথা হলে দ্রুত হাসপাতালে যেতে হবে।

অধ্যাপক ডা. সমীর কুমার কুন্ডু
🫀হৃদরোগ বিশেষজ্ঞ।

প্রতিদিন বিশ্বের বহু নারী ছোট একটা বড়ি সেবন করে থাকে এই বিশ্বাসের সাথে যে এই ও*ষুধ তাদের প্রজনন স্বাস্থ্য ঠিক রাখতে সহায়...
03/07/2025

প্রতিদিন বিশ্বের বহু নারী ছোট একটা বড়ি সেবন করে থাকে এই বিশ্বাসের সাথে যে এই ও*ষুধ তাদের প্রজনন স্বাস্থ্য ঠিক রাখতে সহায়তা করবে। এই জিনিসটি বর্তমানে এতোটাই প্রচলিত হয়ে উঠেছে যে এই বড়ি সেবনের পর স্বাস্থ্যের কী হচ্ছে তা আর জানার চেষ্টা করে না বা সেদিকে খেয়াল করে না।

কিন্তু আপনি কী জানেন এই আর্টিফিশিয়াল হরমোনজনিত ও*ষুধগুলো আপনার স্বাস্থ্যের ক্ষতি করছে কিনা? এই ও*ষুধের কারণে আপনার স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি কোনো সমস্যা তৈরি করবে কিনা? চলুন এই প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে জেনে নেয়া যাক।

জন্মনিয়ন্ত্রণ বড়ি কীভাবে কাজ করে?

জন্মনিয়ন্ত্রণ বড়ি সাধারণত দুইটি সিন্থেটিক হরমোন ইস্ট্রোজেন এবং প্রজেস্টোরন এর তৈরি। এই হরমোন এর কারণে ovulation (এমন প্রক্রিয়া যাতে ওভারি থেকে প্রতি মাসে ডিম্বাণু নিঃসৃত হয়) বন্ধ হয়ে যায়। একইসাথে প্রজেস্টেরন হরমোন সার্ভিকাল মিউকাস এর স্তর পুরু করে দেয়, যার কারণে শুক্রাণু প্রবেশ করতে পারে না। যার কারণে ডিম্বাণু নিষিক্তকরণ এবং জরায়ুতে স্থাপন বাঁধাগ্রস্ত হয়ে থাকে, যা গর্ভধারণের একদম মৌলিক বিষয় এবং এই বড়ি সেবনের মূল উদ্দেশ্য। তবে এই বড়ির কারণে হরমোনের মাত্রার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়ায় দেহে কিছু ক্ষতিকারক দিকের সৃষ্টি হয়। যেমন:

১৷ রক্ত জমাট বাঁধা: ইস্ট্রোজেন হরমোন এর কারণে দেহে রক্ত জমাট বাঁধার ফ্যাক্টর (Blood clotting factor যেমন fibrinogen) বৃদ্ধি পায়, এবং প্রাকৃতিকভাবে দেহের অ্যান্টিকোয়াগুল্যান্ট (জমাট রক্ত গলাতে সাহায্য করে) এর কার্যক্রম কমিয়ে দেয়। যার কারণে দেহের ধমনীতে রক্ত জমাট বাঁধতে পারে, একে venous thromboembolism (VTE) (ভেনাস থ্রম্বোএম্বোলিজম) বলে।

জমাট বাঁধা এই রক্ত ফুসফুসে গেলে Pulmonary embolism হতে পারে। এছাড়াও এই জমাট রক্তের কারণেই পরবর্তীতে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হতে পারে।

২। ওজন বৃদ্ধি এবং মুড সুইং: ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন দেহের ইনসুলিনের সাথে প্রতিক্রিয়া ঘটায়, যার কারণে স্বাভাবিক দেহে যেভাবে শর্করা পরিপাক হয়ে থাকে, সেটার তারতম্য ঘটে। প্রজেস্টেরন হরমোন ক্ষুধা বাড়িয়ে দেয়, যার কারণে সহজেই ওজন বৃদ্ধি পায়।

এছাড়াও এই হরমোনগুলো মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার (স্বাভাবিক কার্যকলাপ সাধন এবং প্রতিক্রিয়া জানাতে সহায়তাকারী) এর স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটায়, যার কারণে সেরোটোনিন এর ভারসাম্য নষ্ট হয়। ফলে ঘন ঘন মেজাজ পরিবর্তন, অসহ্যকর ভাব, এবং কিছু ক্ষেত্রে ডিপ্রেশন এর সৃষ্টি হয়।

৩। ক্যান্সার ঝুঁকিতে সহায়তাকারী : দীর্ঘদিন ধরে এই বড়ি সেবনের ফলে ব্রেস্ট ক্যান্সার এবং সারভিকাল ক্যান্সার এর সৃষ্টি হয়। ব্রেস্ট টিস্যু (স্তনের কোষ) সাধারণত ইস্ট্রোজেন হরমোনের কারণে সক্রিয় হয়ে উঠে, তাই বারবার এই হরমোনের মাত্রা বাড়ার কারণে স্তনে Hormone-receptor-positive breast cancer cells বা সহজে ব্রেস্ট ক্যান্সার কোষের বৃদ্ধি পেতে থাকে।

এইসব ঝুঁকি নিয়ে সবারই জানা উচিত এবং বিশেষ করে নারীদের এই তথ্য সম্পর্কে জানিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করা উচিত।

হরমোনজনিত বড়ি ছাড়াও Non-hormonal contraception method যেমন কপার আইইউডি (Copper IUD) রয়েছে। এছাড়াও স্বাস্থ্য সম্পর্কিত এসব ব্যাপারে গাইনী চিকিৎসকদের সাথে সঠিক পদক্ষেপ নেয়ার ব্যাপারে পরামর্শ করা উচিত।
ভেবে দেখুন।

🟠 পেঁপে সংক্রান্ত ৫টি আশ্চর্য তথ্য:১. প্রাকৃতিক হজম শক্তি বাড়ায়:পেঁপেতে আছে প্যাপেইন নামক একটি এনজাইম, যা প্রোটিন ভেঙে হ...
19/06/2025

🟠 পেঁপে সংক্রান্ত ৫টি আশ্চর্য তথ্য:
১. প্রাকৃতিক হজম শক্তি বাড়ায়:
পেঁপেতে আছে প্যাপেইন নামক একটি এনজাইম, যা প্রোটিন ভেঙে হজমে সহায়তা করে। গ্যাস, বদহজম বা কোষ্ঠকাঠিন্যে খুবই কার্যকর।

২. ত্বক উজ্জ্বল করে:
পেঁপেতে থাকা ভিটামিন A, C এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ কমায়, ব্রণ রোধ করে এবং ত্বককে উজ্জ্বল রাখে। অনেক ফেসপ্যাকে কাঁচা পেঁপে ব্যবহার হয়।

৩. ওজন কমাতে সহায়তা করে:
পেঁপেতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি। তাই পেট ভরা রাখে, হজম বাড়ায় — ফলে ওজন কমাতে সাহায্য করে।

৪. ডায়াবেটিস রোগীর জন্য উপকারী:
পেঁপের গ্লাইসেমিক ইনডেক্স খুব কম, তাই এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়ায় না। ডায়াবেটিস রোগীদের জন্য ভালো বিকল্প ফল।

৫. চোখের দৃষ্টি ভালো রাখে:
পেঁপেতে থাকে প্রচুর পরিমাণ বিটা-ক্যারোটিন, যা শরীরে গিয়ে ভিটামিন A-তে রূপ নেয়। এটি চোখের দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে এবং রাতকানা প্রতিরোধ করে।

🦠 করোনা এখনও শেষ হয়নি — সচেতন থাকুন!চিকিৎসা ঠিকানা আপনাদের জানাচ্ছে বর্তমান সময়ের COVID‑19 উপসর্গ ও করণীয়।---❗ সাধারণ উপ...
17/06/2025

🦠 করোনা এখনও শেষ হয়নি — সচেতন থাকুন!
চিকিৎসা ঠিকানা আপনাদের জানাচ্ছে বর্তমান সময়ের COVID‑19 উপসর্গ ও করণীয়।

---

❗ সাধারণ উপসর্গ (২০২৫ সালের নতুন ভ্যারিয়েন্ট অনুযায়ী):

🔹 জ্বর
🔹 শুকনো কাশি
🔹 তীব্র গলা ব্যথা ("রেজর-ব্লেড" অনুভব)
🔹 মাথাব্যথা ও শরীর ব্যথা
🔹 ক্লান্তি বা দুর্বলতা
🔹 হজমে সমস্যা বা ডায়রিয়া
🔹 শ্বাসকষ্ট বা বুকে ধড়ফড়
🔹 স্বাদ/গন্ধের হ্রাস (সব সময় নয়)
---

⚠️ যদি এসব উপসর্গ থাকে:

🔸 নিজেকে আইসোলেট করুন
🔸 টেস্ট করুন কাছের সরকারি/বেসরকারি কেন্দ্রে
🔸 ডাক্তারের পরামর্শ নিন
🔸 বেশি পানি পান করুন, বিশ্রাম নিন
---

🛡️ কভিড থেকে বাঁচতে করণীয়:

✅ বাইরে গেলে মাস্ক পরুন
✅ বারবার হাত ধুয়ে ফেলুন
✅ ভিড় এড়িয়ে চলুন
✅ টিকা দেওয়া থাকলেও সতর্ক থাকুন
✅ বয়স্ক বা অসুস্থদের প্রতি বাড়তি যত্ন নিন
---

📢 মনে রাখুন — ভয় নয়, সচেতনতা জরুরি।
চিকিৎসা ঠিকানা আপনার পাশে সবসময়।
#চিকিৎসা_ঠিকানা #স্বাস্থ্য_সচেতনতা

বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জনফ্যাটি লিভারে আক্রান্তসঠিক সময়ে ফ্যাটি লিভারের চিকিৎসা না করালে তা লিভার সিরোসিস এমনকি লিভার ক...
17/06/2025

বাংলাদেশে প্রতি ৩ জনে ১ জন
ফ্যাটি লিভারে আক্রান্ত

সঠিক সময়ে ফ্যাটি লিভারের চিকিৎসা না করালে তা লিভার সিরোসিস এমনকি লিভার ক্যান্সারে রূপান্তরিত হয়ে রোগীর মৃত্যু পর্যন্ত হতে পারে
ফ্যাটি লিভারে আক্রান্ত হওয়ার ঝুঁকি সমূহ

স্থূলতা/অতিরিক্ত ওজন

উচ্চতা অনুযায়ী কোমরের মাপ বেশি থাকা

ডায়াবেটিস

অস্বাস্থ্যকর খাবার গ্রহণ

অলস জীবন-যাপন বা দীর্ঘসময় বসে থাকা

ফ্যাটি লিভারের লক্ষণ সমূহ

পেট ব্যথা বা অস্বস্তি

দূর্বলতা ও অবসন্নতা

বমি ভাব ও ক্ষুধামন্দা

জন্ডিস

উপরোক্ত ঝুঁকি বা লক্ষণ সমূহ দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন
#সতর্কতা

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when হেলথ টিপস¤¤Health Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share