31/08/2025
জুলাই গণবিপ্লবের ৯ দফার ঘোষক ছিলেন বাগছাস এর ঢাবি শাখার বর্তমান সভাপতি ও তৎকালীন অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল কাদের। সে শিবিরের একটি সেইফ হোমে থেকেই এই ৯ দফা ঘোষণা দিয়েছিল। সে এভাবে স্পষ্ট করেই উল্লেখ করেছিল, তাকে ফোন দিয়ে এই ৯ দফা দাবি জানিয়েছিলেন ঢাবি শিবিরের বর্তমান সভাপতি এস এম ফরহাদ। যে ৯ দফার প্রথম দফাতেই এস এম ফরহাদ খুনি হাসিনাকে পদত্যাগের বিষয় অন্তর্ভূক্ত করেছিল।
যদিও সেটা সেই সময়কার পরিস্থিতির বিবেচনায় পরবর্তীতে "ছাত্র হত্যার দায় নিয়ে ক্ষমা চাওয়া" তে রূপান্তরিত হয়। তবে এটা যে শিবিরের তথা এস এম ফরহাদের কাছ থেকেই পেয়েছিল সেটা এভাবে স্পষ্ট ভাবে জানিয়েছে আব্দুল কাদের।
আর সেই এস এম ফরহাদকে আজকে নিষিদ্ধ ছাত্রলীগ ট্যাগ দিচ্ছে এক মুজিববাদী বাম। যেকিনা পুরো জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে একটা টুঁ শব্দটিও উচ্চারণ করেনি। বরঞ্চ ভাঙ্গা কাঁচ নিয়ে কান্নাকাটি করেছিল। আবার জুলাই বিপ্লবের পরে ছাত্রনেতাদের নানান অপ্রাসঙ্গিক প্রশ্ন করে বিব্রত করেছিল।
আজ ফরহাদকে এভাবে ব্যক্তি আক্রমণ করা হলেও যারা তাঁর জুলাই গণবিপ্লবের ভূমিকা সম্পর্কে জেনেও চুপ আছে তারাও আগামীতে এমন পরিস্থিতিতে পড়বে। সেদিন আর বেশি দূরে নয়।