
16/05/2025
বিষয়: বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীগণের মোবাইল নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বর আপডেট করার অনুরোধ।
সম্মানিত শিল্পীবৃন্দ,
আমার সালাম ও শুভেচ্ছা নিবেন। আপনারা নিশ্চয় অবগত আছেন, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের এফএম কাভারেজ এরিয়া ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী ও পঞ্চগড় পর্যন্ত বিস্তৃত। আপনাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও সহযোগিতা বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের শ্রোতাদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে। শ্রোতা সংখ্যা বৃদ্ধিতে আপনার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের (বিশেষ শ্রেণি, ক-শ্রেণি, খ-শ্রেণি ও গ-শ্রেণি) তালিকাভুক্ত ৩৪৮ জন শিল্পী রয়েছেন। বাংলাদেশ বেতার সদর দপ্তর নির্ধারিত নিয়ম অনুযায়ী আমরা শিল্পীগণকে অনুষ্ঠানে চুক্তিপত্র/আমন্ত্রণ পত্র দিয়ে থাকি। শিল্পীদের সাথে পত্র মাধ্যম এবং মোবাইল ফোনে যোগাযোগ করা হয়। কিন্তু অনেকের মোবাইল নম্বর আপডেটেড না থাকায় আমরা যোগাযোগ করতে ব্যর্থ হচ্ছি।
পরিপ্রেক্ষিতে, বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের তালিকাভুক্ত শিল্পীগণের মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ঠিকানাসহ আপডেট করার জন্য সরাসরি ০১৭২৩-৬০৪৪১২ এই নম্বরে কল করে অথবা হোয়াটসঅ্যাপে প্রেরণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
(সংগৃহীত)
Bangladesh Betar Thakurgaon-বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও