R.M. Afrin

R.M. Afrin আসসালামু ওআলাইকুম
সবাই পাশে থাকবেন এই আশা রইলো❤️
পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন ❤️
জাজাকাল্লাহ খাইরান 🤲🏻
https://www.youtube.com/

যতবার লেখাটা পড়েছি অনেক মুগ্ধ হয়েছি,বন্ধুত্ব তো এমনি হওয়া উচিৎ। মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজনছাত্র তার ...
22/07/2025

যতবার লেখাটা পড়েছি অনেক মুগ্ধ হয়েছি,
বন্ধুত্ব তো এমনি হওয়া উচিৎ।

মা'ইল'স্টো'নে দূ*র্ঘট*নার পর বেঁ'চে যাওয়া একজন
ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে
আনতে গিয়েছিল।
ফা*য়ার ব্রি'গে'ডের অ'ফিসার বা'ধা দিয়ে বললেন,
"এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা*রা
যাবে"।

কিন্তু ছাত্রটি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃ*তদে*হ দেখে ফায়ার ব্রি'গে'ডের অ*ফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূ'ল্য নেই।
সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জী"বিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
❝আমি জানতাম তুমি আসবে❞।
— সংগৃহীত।
Sejuti Islam Shanta

৬ দফা দাবিতে আন্দোলন করছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ ক...
22/07/2025

৬ দফা দাবিতে আন্দোলন করছে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো-

১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।

২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।

৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।

৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।

৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে।

একজন সাধারণ নাগরিক হিসেবে আমি মনে করি তাদের এই ৬ দফা সম্পূর্ণ যৌক্তিক এবং আমি তাদের সাথে একমত প্রকাশ করছি। ✊
R.M. Afrin ゚ ゚ ゚ #মাইলস্টোন

" মাইগ্রেন "বেশিক্ষন না খেয়ে থাকলে হবে 😔বেশি গরমে দেখা দিবে 😔ঠান্ডা বেশি হলেও চলে আসবে 😔ঘুম একটু কম হলেই আক্রমণ চালাবে 😔...
22/07/2025

" মাইগ্রেন "
বেশিক্ষন না খেয়ে থাকলে হবে 😔
বেশি গরমে দেখা দিবে 😔
ঠান্ডা বেশি হলেও চলে আসবে 😔
ঘুম একটু কম হলেই আক্রমণ চালাবে 😔
আর একবার সে আগমন করলে দুইদিন থাকা তো নিশ্চিত কারও কারও তবে আমার ক্ষেএে ৭/৮ দিন তার থাকতেই হবে 😔
📍মানে এক কথায় যার মাইগ্রেন এর সমস্যা আছে
তাঁর আর কোনো শত্রুর দরকার নেই 🥀🥺💔
আর আমি চাই না আমার শএুর ও মাইগ্রেন হোক🤲🏻

R.M. Afrin ゚ ゚ ゚ #মাইগ্রেন

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চা...
21/07/2025

১। বিমান দুর্ঘটনার পর যারা উদ্ধার করতে গিয়েছিলেন - প্রচন্ড গরমে কলেজের ক্যান্টিনে গেলে তাদের পানি কিনতে বাধ্য করা হয়। চাপ বাড়লে মাইলস্টোন কলেজের ঐ ক্যান্টিন অফ করে দেয়া হয় যখন সবচেয়ে বেশি পানির দরকার ছিল। কারণ, পানির টাকা কে দিবে?

২। ছোট ছোট বাচ্চারা যখন পোড়া শরীর নিয়ে বের হচ্ছিল - তখন তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে না দিয়ে উৎসুক জনতা মোবাইলে ভিডিও ধারণে ব্যস্ত ছিল। কারণ, ভিডিওতে যত বেশি ভিউ হবে, তত বেশি টাকা ইনকাম হবে।

৩। আগুনের ফুলকিতে ঝলসে যাওয়া শরীর নিয়ে বের হয়ে এলেও হাসপাতালে নিয়ে যাওয়ার মতো কোন সিএনজি বা রিকশা রাজি হচ্ছিল না। কাছাকাছি থাকা কোন প্রাইভেট কারকেও সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায় নি। কারণ, এরা কেউ তার নিজের সন্তান নয়।

৪। মাইলস্টোন কলেজ থেকে উত্তরা আধুনিক হাসপাতালে সিএনজি দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০০ টাকা।

৫। উত্তরা-উত্তর মেট্রোর নিচ থেকে মনসুর আলী মেডিকেলে রিকশা দিয়ে আসতে ভাড়া গুনতে হয়েছে ১০০ টাকা।

৬। বাচ্চাদের অনেকগুলো আইডি কার্ডের ছবি ফেসবুকে ঘুরছে। বাচ্চারা হয়তো আহত হয় নি, কিন্তু এতটাই আতঙ্কিত হয়েছে যে বাসার ঠিকানা বা অভিভাবকদের ফোন নাম্বার বলতে পারছে না। কোন আইডি কার্ডেই অভিভাবকদের ফোন নাম্বার দেখতে পেলাম না।

৭। যে যুদ্ধ বিমানটি দুর্ঘটনা কবলিত হয়েছে, সেটি ১৯৭৬ সালের মডেলের।

জ্বি, এটাই বাংলাদেশের প্রকৃত চিত্র। এটাই আমাদের বিবেক আর মনস্তত্ত্ব । এই জন্যই আমরা বাঙালি ।
যে বাচ্চাগুলো মারা গেছে, আল্লাহ তাদের এই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছেন।

দুর্ঘটনায় মৃত সকলকে মহান আল্লাহ তায়ালা জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।
দোআ ছাড়া কিছু করার নেই আমাদের 🤲🏻
😭🤲

21/07/2025
অভিশপ্ত জুলাই.....চোখের সামনে এইরকম ট্রাজেডি দেখে টোটালি ট্রমাটাইজড।মনে হচ্ছে উত্তরা আধুনিক শোকের পাহাড়ে পরিনত হয়েছে।গত ...
21/07/2025

অভিশপ্ত জুলাই.....
চোখের সামনে এইরকম ট্রাজেডি দেখে টোটালি ট্রমাটাইজড।
মনে হচ্ছে উত্তরা আধুনিক শোকের পাহাড়ে পরিনত হয়েছে।
গত বছর যেই জুলাই এ,এই মেডিক্যাল প্রাঙ্গণ ছিলো রক্তাক্ত।
আজ সেই জুলাই এ ,এই মেডিক্যাল প্রাঙ্গণ দগ্ধ রক্তাক্ত....💔
এই দৃশ্য মেনে নেয়া কষ্টকর।
এইসময় দোয়া করা ছাড়া আর কিছু করার নেই।
আল্লাহ যেন সকল বাবা মা কে ধৈর্য দেন।

゚ ゚ ゚ #জুলাই

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।বিমানটি উড্ডয়নের একটু পরেই ক্র্যাশ করে। কন্ট্রোল রুম থেকে বার বার ইজেক্ট করতে বলা হলেও তিনি চা...
21/07/2025

ইজেক্ট করলে বাঁচতে পারতেন।
বিমানটি উড্ডয়নের একটু পরেই ক্র্যাশ করে।
কন্ট্রোল রুম থেকে বার বার ইজেক্ট করতে বলা হলেও তিনি চাচ্ছিলেন দিয়া বাড়ির খালি কোনো যায়গায় তিনি বিমানটি
ফেলে দিতে।সেটি না করতে পেরে তিনি আবার চাচ্ছিলেন বিমানের উড্ডয়নের জায়গায় নিয়ে ফেলতে যেনো সাধারণ জনগনের ক্ষতি না হয়।

আর এর মধ্যেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার সাথে। যোগাযোগ বন্ধের আনুমানিক দেড় মিনিটের মাথায় ১৩:০৬ বিমানক্র্যাশ করে। ইজেক্ট করলে মানে একটি বাটন টিপলেই তিনি আবার বাড়ি ফিরতে পারতেন। কিন্তু Flight Lieutenant Towkir ফিরলেন না।তিনি থেকে গেলেন, শেষ মুহূর্ত অবধি ...জীবনের চেয়েও বড় কিছু রক্ষা করতে।
একটা পুরনো F-7,যেটা আকাশে থাকার কথা না ২০২৫ সালে। যার কোম্পানি বন্ধ হয়ে যায় ২০১৩ সালে চিনেও এই বিমান নাই থাকলেও সেগুলো আছে যাদুঘরে। আর বাংলাদেশে দুর্নীতির প্রতীক হিসাবে উড়ছে, কারণ দুর্নীতি আকাশ ছুঁয়েছে ।
ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির আকাশে মারা যাননি।
তিনি মরে গিয়েছিলেন আরও আগে, যখন বাজেট চুরি হয়েছিল।যখন ১৯৭৬ সালের বিমান দিয়ে আজও ট্রেনিং করানো হচ্ছিল।
তাঁকে বাঁচার সুযোগ দেওয়া হয়নি।
সিস্টেম তাঁর জন্য কিছু রাখেনি শুধু ঝুঁকি আর পুরনো লোহা ছাড়া

এই দুর্ঘটনা না।
এটা অন্যায়।
এটা খুন।
উন্নয়ন উন্নয়ন করতে করতে দেশটাকে ধ্বংসাত্বক করে দিয়েছে...

আজ শুধু একজন পাইলট না,
নিচে থাকা নিষ্পাপ শিক্ষার্থীরাও জীবন হারিয়েছে।এই মৃত্যু দুর্ঘটনা নয়। এটা ব্যর্থতা। এটা দুর্নীতি। এটা বিশ্বাসঘাতকতা।

゚ ゚ ゚

এদের খুঁজে দিন,রাফসির বাবা মাকে খুঁজে দিন প্লিজ!😓ছবি ১: নাম: সাদ সালাহউদ্দিনক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)কোড নং: ০২৬৭সেকশন...
21/07/2025

এদের খুঁজে দিন,রাফসির বাবা মাকে খুঁজে দিন প্লিজ!😓

ছবি ১:
নাম: সাদ সালাহউদ্দিন
ক্লাস: ৩য় (বাংলা মিডিয়াম)
কোড নং: ০২৬৭
সেকশন: ক্লাউড (মেঘ)
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ

এখনো তাকে পাওয়া যাচ্ছে না। কেউ কোন হাসপাতালে বা কোথাও সন্ধান পেলে যোগাযোগ করবেন প্লিজ।

01954474126
ওর আম্মুর নম্বার

ছবি ২:

🚨 Urgent 🚨

Name: Raisa moni
Class: three
Section: sky
Code: 2010

রাইসা কে খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ পেলে জানাবেন।

নাম্বার: 01917-298536

ছবি ৩:

রাফসি আক্তার রাফি
শ্রেণি: চতুর্থ
কোড নম্বর: ২৩৫৭
বিদ্যালয়: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ
ঠিকানা: খালপার, ২ নম্বর ব্রিজ এলাকা

বর্তমানে সে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক ও মানসিক অবস্থা ভালো না, বেশি কিছু বলতে পারছে না।

যদি কেউ রাফির মা-বাবার সাথে যোগাযোগ করতে সাহায্য করতে পারেন, অনুগ্রহ করে এগিয়ে আসুন।

এ আই ফেক ছবি এবং ইমোশনাল ফেক নিউজ থেকে সবাই সাবধান!দুর্ঘটনা ঘটেছে- হতাহতের সংখ্যাও অনেক!তবে এই বেপারটা মিসইয়ুজ করে অনেক...
21/07/2025

এ আই ফেক ছবি এবং ইমোশনাল ফেক নিউজ থেকে সবাই সাবধান!
দুর্ঘটনা ঘটেছে- হতাহতের সংখ্যাও অনেক!
তবে এই বেপারটা মিসইয়ুজ করে অনেকেই ফেইক এ আই ছবি ছড়িয়ে দিচ্ছে!

আমরা ভুল তথ্যের পোস্টে - লাইক- কমেন্ট- শেয়ার করে গুজব ছড়িয়ে দিচ্ছি মনের অজান্তেই!

জানি সবাই হেল্প করতে চান!
কিন্তু, সাবধান- সাহায্য করতে যেয়ে গুজব ছড়াবেন না!
তাতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে!

নিজেরা সচেতন হই- অন্যদের সচেতন করি!

আল্লাহ ক্ষতিগ্রস্থ দের উপরে রহমত নাজিল করুক _

মাইলস্টোন ট্র্যাজেডিনিচের হাসপাতালগুলোতে অনেক রক্ত দরকার:📍 উত্তরা বাংলাদেশ মেডিকেল📍 উত্তরা আধুনিক মেডিকেল📍 উত্তরা ক্রিসে...
21/07/2025

মাইলস্টোন ট্র্যাজেডি
নিচের হাসপাতালগুলোতে অনেক রক্ত দরকার:

📍 উত্তরা বাংলাদেশ মেডিকেল
📍 উত্তরা আধুনিক মেডিকেল
📍 উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল
📍 কুয়েত মৈত্রী হাসপাতাল
📍 মনসুর আলী মেডিকেল
📍ঢাকা মেডিকেল

আর দয়া করে কেউ রাস্তায় এম্বুল্যান্স চলাচলে বাধা সৃষ্টি করবেন না। বাচ্চাদের বাঁচান। এই সময় পুরো জাতির একসাথে কাজ করা প্রয়োজন।

আল্লাহ সবাইকে সুস্থতা দান করুক 😭
আর একটা রক্তাক্ত জুলাই 😢😢
মাইলস্টোন স্কুলের উপর জেট বিমান বিধ্বস্ত।
টিচার্স, স্টুডেন্ট সকলেই বিল্ডিংয়ের ভেতরে ছিলো।

হতাহতের সংখ্যা অনেক। অধিকাংশই স্কুল লেভেলের বাচ্চা।
বিমানটি পড়েছে মাইলস্টোন স্কুল শাখার ভবনে। সেখানে শিশুরা ক্লাস করছিলো।

মোট কতোজন নিহত তা এখনো অজানা।

আহতদের সুস্থতা আর নিহতদের পরিবারের জন্য দোয়া করুন সবাই, যেনো এই অকাশ শোক তারা সইতে পারে। 🤲🤲🤲

R.M. Afrin ゚ ゚ ゚

Address

Fulbaria

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.M. Afrin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share