Atif Ataur

Atif Ataur প্রতিদিনের প্রয়োজনীয় ও আনন্দদায়ক ছবি ভিডিও তথ্য জানতে পেজটিতে ফলো দিয়ে সঙ্গে থাকুন।

13/03/2025

মা ফাতেমা কেঁদে বলে..
আব্বাজান কই তোমারে
আখেরাতে উম্মতেরে
আরসেতে দিয়ো ঠাই
তোমরা যদি যাওগো মদিনায়

12/03/2025

সালাতু সালামগো আমার
দরুদও সালামগো আমার
কইয়ো নবী মোস্তফায়
তোমরা যদি যাওগো মদিনায়

12/03/2025

চাঁদ সূর্য গ্রহ তারা
তারই নুরের ইশারা..
নইলে যে অন্ধকারে
ডুবিত এই ধরণী..

নিদানে আখে রাতে
তরাইতে ফুল ছিড়াতে..
নিদানে আখে রাতে
তরাইতে ফুল ছিড়াতে..
কান্ডারি হইয়া নবী
কান্ডারি হইয়া নবী
পার করিবে সেই তরনি..

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি..
নবী নাম জপে যেজন
সেইতো দোজাহানের ধনী।

12/03/2025

ওই নামে সুর ধরিয়া..পাখি যায় গান করিয়া..
ওই নামে সুর ধরিয়া..পাখি যায় গান করিয়া..
ওই নামে আকুল হয়ে ফুল ফোটে সোনার বরণী।

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি..
নবী নাম জপে যেজন
সেইতো দোজাহানের ধনী..

11/03/2025

নবী মোর নূরে খোদা
তার তরে সকল পয়দা
আদমের কলবেতে তারই নূরের রওশানী..
নবী মোর নূরে খোদা
তার তরে সকল পয়দা..
আদমের কলবেতে তারই নূরের রওশানী..

11/03/2025

সে নামে মধু মাখা
সে নামে যাদু রাখা..
সে নামে মধু মাখা
সে নামে যাদু রাখা..
সে নামে মজনু হইলো
মাওলা আমার কাদের গনি..
নবী মোর পরশ মনি

10/03/2025

নবী মোর পরশ মনি
নবী মোর সোনার খনি.
নবী নাম জপে যেইজন
সেইতো দোজাহানের ধনী..

10/03/2025

খোদা! তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়,
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
শ্রেষ্ঠ নবি দিলে মোরে
তরিয়ে নিতে রোজ-হাশরে ,
পথ না ভুলি তাই তো দিলে
পাক কোরানের বাণী।

10/03/2025

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
খোদা তোমার মেহেরবানি॥
শস্যশ্যামল ফসলভরা
মাঠের ডালিখানি
খোদা তোমার মেহেরবানি

10/03/2025

তুমি কতই দিলে রতন
ভাই বেরাদর পুত্র স্বজন,
ক্ষুধা পেলেই অন্ন জোগাও
মানি চাই না মানি॥

পিকনিক ২০২৫
01/03/2025

পিকনিক ২০২৫

28/02/2025

লাইভ কিচেন। হোটেল সারিনা, ঢাকা।

Address

371/A
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Atif Ataur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Atif Ataur:

Share