Dhaka Metro

Dhaka Metro দেশ বিদেশের সকল সংবাদ পেতে চোখ রাখুন আমাদের পেইজে। আস্থা রাখুন আমাদের পরিবেশিত খবরে।

More promotion for less money - Growth your business in holy Ramadan                                                    ...
12/02/2025

More promotion for less money - Growth your business in holy Ramadan

Bashar Al Asad cannot be found in Damascus. Source: CNN      🇸🇾
07/12/2024

Bashar Al Asad cannot be found in Damascus. Source: CNN

🇸🇾

বিস্তারিত কমেন্টে.......
12/07/2024

বিস্তারিত কমেন্টে.......

খালেদা জিয়ার মুক্তির জন্য ‘দাওয়াই’ লাগবে...............
11/07/2024

খালেদা জিয়ার মুক্তির জন্য ‘দাওয়াই’ লাগবে...............

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হলেন বঙ্গবন্ধু নাতনী
09/07/2024

যুক্তরাজ্যের সিটি মিনিস্টার হলেন বঙ্গবন্ধু নাতনী

অনলাইনে এক রকম ড্রেস দেখিয়ে ভিন্ন কাপড় ডেলিভারি দেয়ার বেশ কিছু অভিযোগ এসেছে ভোক্তা অধিদপ্তরের কাছে।....
14/05/2024

অনলাইনে এক রকম ড্রেস দেখিয়ে ভিন্ন কাপড় ডেলিভারি দেয়ার বেশ কিছু অভিযোগ এসেছে ভোক্তা অধিদপ্তরের কাছে।....

বেকারত্বের অভিশাপে জর্জরিত যুব সমাজ
06/05/2024

বেকারত্বের অভিশাপে জর্জরিত যুব সমাজ

শনিবার আইনিভাবে গাঁজা "স্মোক-ইন" এর জন্য ব্র্যান্ডেনবুর্গ গেটে জড়ো হন প্রায় চার হাজার মানুষ৷ ব্যান্ডের মাধ্যমে তারা গাঁ...
21/04/2024

শনিবার আইনিভাবে গাঁজা "স্মোক-ইন" এর জন্য ব্র্যান্ডেনবুর্গ গেটে জড়ো হন প্রায় চার হাজার মানুষ৷ ব্যান্ডের মাধ্যমে তারা গাঁজা বৈধকরণের বিষয়টি উদযাপন করেন৷ তবে ডয়চে বান জার্মানির রেলস্টেশনগুলোতে গাঁজা সেবন নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি মাসের শুরুতে গাঁজার বৈধকরণ করেছে জার্মানি৷ এখন থেকে জার্মানির প্রাপ্তবয়স্কেরা গাঁজা রাখতে পারবেন। তবে নির্দিষ্ট পরিমাণে। এক জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ২৫ গ্রাম পর্যন্ত গাঁজা বহন করতে পারেন।

সূত্র: ডিপিএ, রয়টার্স

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যুক্ত হলো 'আইকনিক এক্সপ্রেস' নামের নতুন পরিবহন পরিসেবা।১ এপ্রিল বিকাল ৪ টায় কক্সবাজারের প্রাণ ...
03/04/2024

চট্টগ্রাম-কক্সবাজার রুটে যুক্ত হলো 'আইকনিক এক্সপ্রেস' নামের নতুন পরিবহন পরিসেবা।
১ এপ্রিল বিকাল ৪ টায় কক্সবাজারের প্রাণ কেন্দ্রে ডলফিন মোড় বাস স্ট্যান্ডে আইকনিক এক্সপ্রেস এর টিকিট বুকিং কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়।

বুধবার (৩ এপ্রিল) থেকে ইকোনমিক ও স্লিপার সিটের টিকিট বুকিং করা যাবে বলে জানান কর্তৃপক্ষ।

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা________________________________গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামে...
03/04/2024

ছেলেকে কুপিয়ে হত্যার পর আত্মসমর্পণ করলেন বাবা
________________________________

গাজীপুরের কালীগঞ্জে কাউসার বাগমার (২৪) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবা আব্দুর রশীদ বাগমারের (৭৫) বিরুদ্ধে।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ভোরে উপজেলার জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি জানান, ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আব্দুর রশীদ বাগমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত কাউসার মাদকাসক্ত ছিলেন। প্রায়ই মাদকের টাকার জন্য মা-বাবার সঙ্গে ঝগড়া করতেন। ভোরে কাউসারকে তার বাবা কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে থানায় আত্মসমর্পণ করেন।

নিহতের মা মোসলেমা বেগম বলেন, কাউসার মাদকাসক্ত ছিল। মাদকের টাকার জন্য প্রায়ই বাড়িতে ঝগড়া ও ভাঙচুর করতো। মাদকের টাকার জন্য জমি বিক্রি করতে তার বাবাকে প্রায়ই চাপ দিয়ে আসছিল। গতকাল রাতে নেশার জন্য ২ কাঠা জমি বিক্রি করে টাকা দাবি করে। টাকা দিতে রাজি না হলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। এ ঘটনায় তার বাবা ভোরে ঘুমন্ত অবস্থায় তাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করে।

নিহতের ভাই আশরাফুল বলেন, কাউসার সারারাত বাড়ির বাইরে থাকতো ও মাদক সেবন করতো। মাদকের জন্য প্রায়ই মায়ের কাছ থেকে টাকা চাইত। মা টাকা না দিলে ভাঙচুর করতো ও মারধরও করতো। গতকাল রাতে বাড়িতে এসে মাকে টাকার জন্য গালিগালাজ করে ও মেরে বাড়ি থেকে বের করে দেয়। পরে মা কাঁদতে কাঁদতে বাড়ি ছেড়ে চলে যায়। এ ঘটনায় বাবা কুঠার দিয়ে কুপিয়ে কাউসারকে হত্যা করেন।

বান্দরবানের রুমার পর এবার থানচিতে ব্যাংক ডাকাতি, সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা  ___________________________________ব...
03/04/2024

বান্দরবানের রুমার পর এবার থানচিতে ব্যাংক ডাকাতি, সকল ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা
___________________________________

বান্দরবানের রুমার পর এবার থানচিতেও ব্যাংক ডাকাতির ঘটনা ঘটেছে।
আজ বুধবার বেলা একটার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু ম্রো প্রথম আলোকে বলেন, বেলা একটার দিকে থানচি সদরের শাহজাহানপুরের দিক থেকে তিনটি চাঁদের গাড়িতে করে সন্ত্রাসীরা গুলি করতে করতে বাজার এলাকায় প্রবেশ করে। এরপর থানচি উচ্চ বিদ্যালয় সংলগ্ন সোনালী ব্যাংক ও বাংলাদেশ কৃষি ব্যাংকের ভেতরে ঢুকে নগদ টাকা যা পেয়েছে তা নিয়ে চলে যায়। এরপর তারা আবার ওই তিন গাড়িতে করে শাহজাহানপুরের দিকে চলে।

রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম প্রথম আলোকে বলেন, সোনালী ব্যাংকের থানচি শাখায় হামলার খবর পেয়েছি। পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেছে। তারা কাজ করছে।

এর আগে গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বান্দরবানের রুমায় নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সোনালী ব্যাংকে হামলা চালিয়ে টাকা ও ১৪টি অস্ত্র লুট করেছে বলে খবর পাওয়া যায়।

এদিকে ব্যাংক ডাকাতির ঘটনার পর বান্দরবানের ছয় উপজেলার সব ব্যাংকের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র সদর উপজেলায় ব্যাংক খোলা থাকবে। বুধবার (৩ এপ্রিল) বান্দরবান সোনালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ওসমান গণি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার রুমায় সোনালী ব্যাংক এবং আজ দুপুরে থানচির সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় নিরাপত্তার স্বার্থে রুমা, থানচি, রোয়াংছড়ি, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সব ব্যাংকিং কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমিরুল মুসলিমীন উপাধি দিয়ে ভক্ত অনুসারীদের দলবল নিয়ে জিহাদের বাইয়াত নেন চট...
01/04/2024

হেফাজতে ইসলামের আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীকে আমিরুল মুসলিমীন উপাধি দিয়ে ভক্ত অনুসারীদের দলবল নিয়ে জিহাদের বাইয়াত নেন চট্টগ্রামের লালখান বাজার মাদরাসার পরিচালক সাবেক হেফাজত নায়েবে আমীর মুফতি ইজহারের ছেলে হারুন ইজহার।

৩১ মার্চ শনিবার সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় হারুন ইজহার তার অনুসারী কিছু যুবক নিয়ে কিছু বুঝে উঠার আগে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর হাতে হাত রেখে বাইয়াত (শপথ) দিতে বলেন।
এসময় বাবুনগরী বলেন, ইবে কিয়ুর বায়াত? অর্থাৎ এটা কিসের বায়াত নিচ্ছো তোমরা?
হারুন ইজহার বলেন, আমরা আপনাকে আমিরুল মুসলিমীন নির্ধারণ করে জিহাদের বায়াত নিতেছি। আমরা আরাকান ও হিন্দুস্তান বিজয় করব।

এসময় বাবুনগরী বলেন, আমাকে তো মাওলানা বোয়ালবী হুজুর ইসলাহের বায়াতের অনুমতি দিয়েছেন। আমি তো জিহাদের বায়াত দিই না।

এদিকে এমন বিব্রতকর কান্ড নিয়ে সোস্যাল মিডিয়ায় আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে। সমালোচকরা বলছেন, এভাবে বায়োবৃদ্ধ সহজ সরল একজন সম্মানিত আলেমকে মনগড়া আমির বানিয়ে দেয়াটা উদ্দেশ্যপ্রণোদিত। যিনি নেতৃত্ব দেয়ার মতো বয়সে নেই তাকে ব্যবহার করে হারুন ইজহার নিজস্ব বলয় সৃষ্টি করে ইসলামপন্থীদের মধ্যে অনৈক্য ও বিশৃঙ্খলার বীজ রোপণ করেছেন।
সচেতন মহল সঙ্কা করছেন হারুন ইজহারের এই বায়াত দেশ জাতি ও ইসলাম পন্থাকে গভীর সঙ্কটে ফেলবে।

Address

110/A Purana Paltan
Dhaka
DHAKA

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhaka Metro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share