24/10/2025
সময় বদলেছে, ব্যাচ বদলেছে কিন্তু ক্যাফেটেরিয়ার চিত্র আজও একই।
ক্যাম্পাসের পাশের এটিআই ক্যান্টিন এতো মানসম্মত হলে বিশ্ববিদ্যালয় হয়েও আমার মান কোথায়???
বিগত তিন বছর ধরে শেকৃবির ক্যাফেটেরিয়ার অনিয়ম, অব্যবস্থা আর নোংরা পরিবেশ চোখের সামনেই দেখে আসছি।
মনে আছে, যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রথম আসি, বাবার সাথে ক্যাফেটেরিয়ায় প্রথম খাবার খেতে গিয়েছিলাম।
কিন্তু ভেতরে প্রবেশ করার পর সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে বাবা বলেছিলেন —
“এখানে না খাওয়াটাই ভালো।”
পরিশেষে না খেয়েই সেদিন বের হয়ে এসেছিলাম।
তারপর ক্লাসের ফাঁকে নানা সময়ে বাধ্য হয়ে যেতে হয়েছে এই একই ক্যাফেটেরিয়ায়।
কিন্তু প্রতিবারই হতাশ হয়েছি —
🔹 খাবারের মান নিম্নমানের
🔹 দাম বেশি
🔹 পরিবেশ অপরিচ্ছন্ন
🔹 খাবার সার্ভে অতিরিক্ত সময়
🔹 অল্প সংখ্যক কর্মচারী দিয়ে পুরো ক্যাফেটেরিয়া চালানোর চেষ্টা
এত বছরেও এর কোনো উন্নতি হয়নি। প্রথম বর্ষে যেমন ছিল, এখনো তেমনই আছে।
প্রশ্ন জাগে —
সর্তকতা, নিরাপত্তা, সচেতনতা কি শুধু লোক দেখানোর বিষয় হয়ে গেছে?
এখন সময় এসেছে এই সমস্যাগুলোর প্রকৃত সমাধান নিয়ে ভাবার।
বিশেষ দ্রষ্টব্য : ছবিগুলি Abdullah Al Mamun ভাইয়ের পোস্ট থেকে কপি করা।