Sher-e-Bangla Agricultural University News

Sher-e-Bangla Agricultural University News This Page Represent all News of Sher-e-Bangla agricultural university(SAU)

সময় বদলেছে, ব্যাচ বদলেছে কিন্তু ক্যাফেটেরিয়ার চিত্র আজও একই। ক্যাম্পাসের পাশের এটিআই ক্যান্টিন এতো মানসম্মত হলে বিশ্ববিদ...
24/10/2025

সময় বদলেছে, ব্যাচ বদলেছে কিন্তু ক্যাফেটেরিয়ার চিত্র আজও একই।
ক্যাম্পাসের পাশের এটিআই ক্যান্টিন এতো মানসম্মত হলে বিশ্ববিদ্যালয় হয়েও আমার মান কোথায়???

বিগত তিন বছর ধরে শেকৃবির ক্যাফেটেরিয়ার অনিয়ম, অব্যবস্থা আর নোংরা পরিবেশ চোখের সামনেই দেখে আসছি।
মনে আছে, যেদিন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে প্রথম আসি, বাবার সাথে ক্যাফেটেরিয়ায় প্রথম খাবার খেতে গিয়েছিলাম।
কিন্তু ভেতরে প্রবেশ করার পর সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশ দেখে বাবা বলেছিলেন —
“এখানে না খাওয়াটাই ভালো।”
পরিশেষে না খেয়েই সেদিন বের হয়ে এসেছিলাম।

তারপর ক্লাসের ফাঁকে নানা সময়ে বাধ্য হয়ে যেতে হয়েছে এই একই ক্যাফেটেরিয়ায়।
কিন্তু প্রতিবারই হতাশ হয়েছি —
🔹 খাবারের মান নিম্নমানের
🔹 দাম বেশি
🔹 পরিবেশ অপরিচ্ছন্ন
🔹 খাবার সার্ভে অতিরিক্ত সময়
🔹 অল্প সংখ্যক কর্মচারী দিয়ে পুরো ক্যাফেটেরিয়া চালানোর চেষ্টা

এত বছরেও এর কোনো উন্নতি হয়নি। প্রথম বর্ষে যেমন ছিল, এখনো তেমনই আছে।

প্রশ্ন জাগে —
সর্তকতা, নিরাপত্তা, সচেতনতা কি শুধু লোক দেখানোর বিষয় হয়ে গেছে?
এখন সময় এসেছে এই সমস্যাগুলোর প্রকৃত সমাধান নিয়ে ভাবার।

বিশেষ দ্রষ্টব্য : ছবিগুলি Abdullah Al Mamun ভাইয়ের পোস্ট থেকে কপি করা।

23/10/2025

Want to be rich like this

বিচারসহ ই*স্ক*ন নিষিদ্ধের দাবীতে আজ রাত ১০.৩০ টায় সেকেন্ড গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে শিক্ষার্থীরা
23/10/2025

বিচারসহ ই*স্ক*ন নিষিদ্ধের দাবীতে আজ রাত ১০.৩০ টায় সেকেন্ড গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু করবে শিক্ষার্থীরা

23/10/2025

ভ'য়ংক'র অবস্থা!!!

ছাত্র পরিচয়ে হলে থাকা বহিরাগতকে বের করে দিল প্রভোস্টছবির ছেলেটার নাম মাসুদ। প্রথমে ক্যাম্পাসের আবাসিক ভবনে থাকলেও পরবর্ত...
23/10/2025

ছাত্র পরিচয়ে হলে থাকা বহিরাগতকে বের করে দিল প্রভোস্ট

ছবির ছেলেটার নাম মাসুদ। প্রথমে ক্যাম্পাসের আবাসিক ভবনে থাকলেও পরবর্তীতে শেরেবাংলা হলে থাকতে শুরু করে। অভিযোগ রয়েছে ১৬ ব্যাচের কাওসার এর আশ্রয়ে থাকলেও পরে ২২৪ নম্বর রুমে থাকতে শুরু করে। তার বিরুদ্ধে অনেক অভিযোগ। বিশেষ করে- ক্যাম্পাসে মাদক সাপ্লাই দেওয়া, মাদকাসক্ত ব্যক্তিদের সাথে চেইন তৈরি করা, নিজেকে ক্যাম্পাসের ছাত্র হিসেবে পরিচয় দেওয়া, মধ্য রাতে মেয়ে নিয়ে ক্যাম্পাস আসা ইত্যাদি। গতকাল শেরেবাংলা হলের প্রভোস্টের মধ্যস্থতায় তাকে হল থেকে বের করে দেওয়া হয়। এদের জন্য আমাদের ভার্সিটির ইমেজ নষ্ট হচ্ছে
(-inbox)

23/10/2025

উপদেষ্টা পরিষদে এইরকম নির্ভিক ২-৩ জন থাকলেও দেখতেন রাষ্ট্রর ব্যাপারে মানুষের কোন হতাশা থাকতো না।

23/10/2025

বিজয় ২৪ হলের
৭ম তলা থেকে ল্যাপটপ চুরি!!!

প্রতি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা লাগানো এখন সময়ের দাবি😊

শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদল কমিটি দিয়েছে 😎
22/10/2025

শেরেবাংলা মেডিকেল কলেজ ছাত্রদল কমিটি দিয়েছে 😎

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের  (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকা...
22/10/2025

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) উদ্দেশে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, 'আপনি আমেরিকা থেকে পিএইচডি করে আসছেন, কানাডা থেকে লেখাপড়া করে আসছেন, আপনি বিসিএস পাস করেছেন, ভুলে যান। আপনি জনগণের চাকর। সোজা কথা, সবার সাথে মিশতে হবে।'

যে ৫ জনের অবদানে আমাদের আজকের এই বিজয়। দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো সিভিলিয়ান কোর্টে আর্মি জেনারেল'রা বিচারের মুখোমুখি হচ্ছে...
22/10/2025

যে ৫ জনের অবদানে আমাদের আজকের এই বিজয়।

দক্ষিণ এশিয়ায় প্রথম কোনো সিভিলিয়ান কোর্টে আর্মি জেনারেল'রা বিচারের মুখোমুখি হচ্ছে।

গুম-খুনের পেছনে জড়িত এই খু*নী জেনারেলদের বিচারের মুখোমুখি করা সহজ কোনো বিষয় ছিলো না। পার হতে হয়েছে অনেক প্রতিবন্ধকতা।

ইন্টারিমের অনেক সমালোচনা রয়েছে, আমরা করি, করবো ও। কিন্তু এই একটি কাজ এই সরকারকে চিরস্মরণীয় করে রাখবে। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি।

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sher-e-Bangla Agricultural University News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sher-e-Bangla Agricultural University News:

Share