Sher-e-Bangla Agricultural University News

Sher-e-Bangla Agricultural University News This Page Represent all News of Sher-e-Bangla agricultural university(SAU)

18/02/2025

কৌশলে চাঁদাবাজি করতে বললেন বিএনপি নেতা এ্যানি

18/02/2025

বাংলাদেশের ইতিহাসে কোনো ভিসি তার ছাত্রদের হাতে জুতার বাড়ি এবং লাথি খেয়েছে কিনা আমার জানা নাই। হ্যাঁ, ঠিক শুনছেন। দালালী এবং সন্ত্রাসী হামলায় ব্যর্থতার দায় অস্বীকার করায় মাসুদ তারই শিক্ষার্থীদের হাতে কিল, ঘুষি, লাথি এবং জুতার বাড়ি খেয়ে ইতিহাস সৃষ্টি করে ফেললো। শতাধিক শিক্ষার্থী আহতের দায় এই দালাল এড়াতে পারে না।

©Chinmoy Bhowmick

18/02/2025

কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

18/02/2025

কুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ ও উপাচার্যের পদত্যাগসহ পাঁচ দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা

18/02/2025

বুয়েটে আবরারকে হ*ত্যা করার পর ছাত্রলীগ প্রথম মিছিল বের করেছিল।

এদিকে ঢাবি ছাত্রদলের নেত্রী ফেসবুকে প্রকাশ্য ঘোষণা দিছে, আর কোন ছাড় দেওয়া হবে না। ছাত্রলীগকেও অন্তত চক্ষুলজ্জার খাতিরে...
18/02/2025

এদিকে ঢাবি ছাত্রদলের নেত্রী ফেসবুকে প্রকাশ্য ঘোষণা দিছে, আর কোন ছাড় দেওয়া হবে না।

ছাত্রলীগকেও অন্তত চক্ষুলজ্জার খাতিরে বলতে শুনতাম যে বিচার হবে। যা হয়েছে খারাপ হয়েছে। বাট এরা ঐটাও বলে নাই।

বাংলাদেশের ছাত্রদের সামনে কঠিন পথ আসতেছে। বিশ্বজিতকেও শিবির বলে মারা হয়েছিলো, আবরারকেও।

আজও শিবির বলে মেরে ঐটাকে প্রকাশ্যে এনডোর্স করা হচ্ছে।

আবারও বলতেছি, সামনের পথ কঠিন হতে যাইতেছে। হাসিনা গেছে। বাট সাদ্দাম ইনান আর আতিকা, হেলমেট, রামদা ঠিকই আছে এখনও।

© সাদিকুর রহমান খান

18/02/2025

কুয়েটে শিক্ষার্থীদের উপর ছাত্রদলের হামলার প্রতিবাদে সন্ধায় বুয়েট ও জাবি শিক্ষার্থীদের নিজ নিজ ক্যাম্পাসে
বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

18/02/2025

কুয়েটের ঘটনাপ্রবাহ:

১। কুয়েটে সকল প্রকার ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি।
২। নানাভাবে ছাত্রদলের রাজনীতি প্রবেশের চেষ্টা করছেন ভিসি স্যার, এই মর্মে অভিযোগ বর্তমান ছাত্রদের।
৩। গতকাল কুয়েটের ছাত্রদের মাঝে ছাত্রদলের ফর্ম বিক্রি।
৪। সাধারণ ছাত্রদের আজ একাডেমিক বিল্ডিংয়ের সামনে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ।
৫। বহিরাগত ছাত্রদল স*ন্ত্রা*সীদের কুয়েটে হা*ম*লা।

কিছুই বদলায় নি। ভিসি বদলেছে, রূপ বদলায় নি। ছাত্রলীগ গিয়েছে। ছাত্রদল এসেছে।

-শিহাব তুহিন
শিক্ষার্থী, কুয়েট

18/02/2025

কুয়েট শিক্ষার্থীরা ছাত্ররাজনীতিমুক্ত ক্যাম্পাসে ছাত্রদলের কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করলে কথা কাটাকাটি হয় এবং পরবর্তীতে স্থানীয় ছাত্রদল এবং বিএনপির স*ন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপরে হামলা করে। অনেক শিক্ষার্থী আহত।

18/02/2025

KUET-এ ছাত্রদলের হামলা Thread

Warning 🚫
18/02/2025

Warning 🚫

হাই বন্ধুরা, পিও নেতার চরিত্র, ফুলের মত পবিত্র (শেকৃবি ছাএদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ) লিংক লাগবে?
18/02/2025

হাই বন্ধুরা,
পিও নেতার চরিত্র, ফুলের মত পবিত্র

(শেকৃবি ছাএদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ)
লিংক লাগবে?

আলমগীর প্রোগ্রামে পোলাপান না পাওয়ায় গেস্টরুম কালচার তৈরী করতেছে।  নিজে  হলগেটে দাড়িয়ে থেকে এই কাজ পরিচালনা করছে। প্রশাসন...
18/02/2025

আলমগীর প্রোগ্রামে পোলাপান না পাওয়ায় গেস্টরুম কালচার তৈরী করতেছে। নিজে হলগেটে দাড়িয়ে থেকে এই কাজ পরিচালনা করছে। প্রশাসন যদি এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে তাহলে এটাই হবে এই প্রশাসনের সবচেয়ে বড় ব্যর্থতা।
-inbox থেকে

প্রথম টোকাই দুইটারে গত রাইতে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।পরের দুই টোকাইরেও এমন অবস্থা দেখতে চায় বস্তিবাসী, কলেজগেট ও স...
18/02/2025

প্রথম টোকাই দুইটারে গত রাইতে ধোলাই দিয়ে পুলিশে দিয়েছে জনতা।
পরের দুই টোকাইরেও এমন অবস্থা দেখতে চায় বস্তিবাসী, কলেজগেট ও সেকেন্ড গেটের দোকানীরা

17/02/2025

এটা কি আসলেই উত্তরা ৭ নম্বর সেক্টর এর ৯ নম্বর রোড)? ছিনতাইকারী যাকে পাইতেছে তাকেই কুপিয়ে সব লুটপাট করতেছে। এইরকম হলে তো রাতে বাহির হতেও মানুষ ভয় পাবে।

17/02/2025

নাহিদ ইসলাম
আহ্বায়ক

আকতার হোসেন
সদস্য সচিব

অভিনন্দন দুইজনকেই।

যেই পতাকা হাতে নিলেন, সেই পতাকা বহনের শক্তি যেন খোদা আপনাদের দেন।

ইনকিলাব জিন্দাবাদ।

ডক্টর ইউনুস বলেন, আরব আমিরাতে গেছি, তখন তারা আমাকে বলতেছে আপনাদের লোকদের কোনো কথা বা কাগজ আমরা বিশ্বাস করতে পারিনা, প্রা...
17/02/2025

ডক্টর ইউনুস বলেন,
আরব আমিরাতে গেছি, তখন তারা আমাকে বলতেছে আপনাদের লোকদের কোনো কথা বা কাগজ আমরা বিশ্বাস করতে পারিনা, প্রায় সব কাগজই ভুয়া থাকে।
একজন নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে সার্টিফিকেট নিয়ে আসছে, স্পষ্টত বুঝা যাচ্ছে সে ডাক্তার না, কিন্তু ডাক্তারের অরিজিনাল সার্টিফিকেট নিয়ে আসছে।
এইরকম ডাক্তার ইঞ্জিনিয়ার সবকিছুর সার্টিফিকেট নিয়ে আসে এরা(বাংলাদেশীরা)।

বইটি যে শিবিরের, আমরা আগে জানলে এর প্রচারণা করতামনা। বইটা ভালো ছিল, ভাইটিও অত্যন্ত ভালো।  কিন্তু সমস্যা হলো তিনি শিবির ক...
17/02/2025

বইটি যে শিবিরের, আমরা আগে জানলে এর প্রচারণা করতামনা। বইটা ভালো ছিল, ভাইটিও অত্যন্ত ভালো। কিন্তু সমস্যা হলো তিনি শিবির করেন।
ছবিতে যাকে দেখছেন তিনি শিবিরের প্রকাশনা সম্পাদক!!!
সরি

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Sher-e-Bangla Agricultural University News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share