Asad Rahman

Asad Rahman অনিয়ম দেখলে খারাপ লাগে !
!! এই খারাপ লাগা থেকে হয়তো কিছু কথা বলি !!
সেটা আবার অনেকের খারাপ লাগে !

25/09/2025

উত্তরাতে বিমান পড়ে আছে।

সবাই সাবধানে চলুন। আজকে এই চোর ধরা পরছে।
25/09/2025

সবাই সাবধানে চলুন। আজকে এই চোর ধরা পরছে।

25/09/2025

সেন্টমার্টিন
নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়া যাবে।
জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাত্রিযাপন করা যাবে।

25/09/2025

দুজন কি সব প্লানিং করতাছে #জুলাই

25/09/2025

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসির ফোনালাপ।
#জুলাই #ঢাকাবিশ্ববিদ্যালয়

25/09/2025

এরা অ/মা/নুষ হয়ে গিয়েছিল।
#জুলাই

24/09/2025

১ম স্বামী খবর পেয়ে দুজনকে হাতেনাতে ধরে। পুলিশ তিনজনকেই জেলে পাঠায়। বউকে ছেরে দিয়ে দুই স্বামীকে আটকে রাখছে।

24/09/2025

চাঁ/দা/বা/জের হাত থেকে এ জাতিকে কে রক্ষা করবে? আল্লাহ সকল চাঁদা/বাজ/দের হেদায়েত দান করুন।

24/09/2025

ছোটভাই ও অসুস্থ মায়ের মুখে খাবার তুলে দিতে ছুটে চলেছেন।

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বললে-অনেকে বলেছে, ও তুমিতো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বললা। আমিতো আগেও বলতাম।যারা এগুলো বলছে ...
24/09/2025

আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বললে-
অনেকে বলেছে, ও তুমিতো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বললা।
আমিতো আগেও বলতাম।
যারা এগুলো বলছে তাদের নিজেকেও প্রশ্ন করা উচিত, তুমিও তো মুসলিম।
এখন যদি আমি মাথায় কাপড় দেই, তাহলে সবাই বলবে আমি শিবির হয়ে গেছি।
আমি হিজাব পরিনা তার মানে কি আমি নামাজ পড়ি না? পড়ি তো।
আমি হিজাব পরিনা তার মানে কি আমি হিজাব পড়া মেয়ের পাশে দাঁড়াতে পারবো না?
অনেক কষ্ট নিয়ে কথাগুলো বলেছেন-
- শেহরীন আমীন মোনামী
সহকারী অধ্যাপক, জনপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

বিকাশ অধিকারী ও সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের বাড়ি ফরিদপুরের কানাইপুর এলাকার।...
23/09/2025

বিকাশ অধিকারী ও সীমা অধিকারীর প্রায় ৩৬ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাদের বাড়ি ফরিদপুরের কানাইপুর এলাকার।

তবে সীমা সম্প্রতি ফরিদপুর সদরের বাসিন্দা পলাশ কুন্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। কিছুদিন আগে তিনি বিকাশের ঘর ছেড়ে পলাশের হাত ধরে ভারতে গিয়ে বিয়ে করেন। সোমবার রাতে সীমা ও পলাশ যশোরে এসে একটি হোটেলে ওঠেন। খবর পেয়ে মঙ্গলবার সকালে প্রথম স্বামী বিকাশ সেখানে হাজির হন। একপর্যায়ে বিষয়টি গড়ায় কোতোয়ালি থানা পর্যন্ত, যেখানে তিনজনের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি শুরু হয়।

সীমার দ্বিতীয় স্বামী পলাশ কুন্ডু বলেন, ‘সীমার সঙ্গে আমার তিন বছরের সম্পর্ক। আমরা দুজনেই স্বেচ্ছায় বিয়ে করেছি। এখন আমরা একসঙ্গে থাকতে চাই। কিন্তু বিকাশ আমাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছেন।’

অন্যদিকে সীমা অধিকারী বলেন, ‘আমি বিকাশের সংসারে নিয়মিত শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি। এসব সহ্য করতে না পেরে পলাশকে বিয়ে করেছি। এখন আর বিকাশের সঙ্গে সংসার করব না।’

তবে বিকাশ অধিকারীর দাবি, ‘সীমার পরকীয়ার কারণে আমার সাজানো সংসার ভেঙে যাচ্ছে। শুধু ঘর ছাড়েনি, নগদ টাকা ও গয়নাও নিয়ে গেছে। আমি সীমাকে যেকোনো মূল্যে বাড়ি ফিরিয়ে নিতে চাই।’

23/09/2025

মোবাইল ফোন বিক্রি করতে এসেছিল। কাগজ নাই বক্স নাই। এখন কি হবে?

Address

Parbon Telemedia
Dhaka
1230

Telephone

+8801915726264

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asad Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share