Football Cafe

Football Cafe Like/Follow us to get all football update

Contact for Collab or Promotion: [email protected]

আর্জেন্টাইন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নাকি পিআর হাইপ বেশি থাকে। থাকে হয়তো, এজন্য কোনো ট্রফি না জিতেও অনেকে নমিনেশন পেয়...
09/08/2025

আর্জেন্টাইন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নাকি পিআর হাইপ বেশি থাকে। থাকে হয়তো, এজন্য কোনো ট্রফি না জিতেও অনেকে নমিনেশন পেয়ে যায়।

এদিকে এনজো ফার্নান্দেজের কপাল দেখেন। চেলসির ক্লাব ক্যাপ্টেন, দুইটা ট্রফি জিতলো এই সিজনে। কনফারেন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার। সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে এই সিজনে ২৭ গোল কন্ট্রিবিউশন..এর চেয়ে বেশি গোল / এসিস্ট এনজোর পজিশনে কারো নাই।

কিন্তু ব্যালন নমিনেশন পাওয়ার বেলায়? এনজোকে শর্টলিস্ট এই রাখা হয়নি তার টিমমেট কাইসেডোর মতো। চেলসির প্লেয়ার , ইংলিশ না দেখে অবহেলিত হলো এবার? রাইস এনজো, কাইসেডোর উপর কিভাবে নমিনেশন পেয়ে যায়?

© football maniacs of bangladesh

সম্ভবত সবচেয়ে বেহায়া খেলোয়াড় এই মুহূর্তে বার্সেলোনার টার স্টেগান। গত সিজনে ইঞ্জুরি থেকে যতদিনে সে ফিরে এসেছে, ততদিনে...
07/08/2025

সম্ভবত সবচেয়ে বেহায়া খেলোয়াড় এই মুহূর্তে বার্সেলোনার টার স্টেগান। গত সিজনে ইঞ্জুরি থেকে যতদিনে সে ফিরে এসেছে, ততদিনে সেজনি নিজেকে বার্সেলোনার নাম্বার ওয়ান হিসেবে এস্ট্যাবলিশ করে ফেলেছিল।

এরপরেও টার স্টেগান নাকি জোর করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে স্টার্ট করতে চেয়েছিল।

এরপর বার্সেলোনা জোয়ান গার্সিয়াকে সাইন করালো। টার স্টেগানকে বলেই নিয়েছিল যে সে প্ল্যানে নেই কিন্তু স্টেগান বার্সেলোনার হাইয়েস্ট আর্নার মনে হয় এই মুহূর্তে, আর মোটা অংকের স্যালারি সে ছাড়তে রাজি না।

এখন বার্সেলোনা নতুন সিজনের জন্য দল গোছাচ্ছে। এই অবস্থায় কিছু প্লেয়ারকে সেল দিতে কিংবা কন্ট্রাক্ট টার্মিনেট করতে হবে। সেল্ফ রেস্পেক্ট থাকলে স্টেগান নিজেই ক্লাব ছাড়তো কিন্তু এখন সে না দেখায় নিজের মেডিক্যাল রিপোর্ট, না ছাড়তে চায় ক্লাব।

বার্সেলোনার নেক্সট উইকের মধ্যে রাশফোর্ড , গার্সিয়াকে রেজিস্টার করাতে হবে। স্টেগান যেহেতু এখনো ঝামেলা করছে, বলির পাঠা হয়ে গেলো বার্সেলোনার লাস্ট সিজনের বেস্ট ডিফেন্ডার ইনিগো মার্টিনেজ।

বার্সেলোনার এখন ইনিগোকে ছেড়ে দিতে হচ্ছে, তাও ফ্রিতে। একটা ক্লাবকে ধসানোর জন্য একটা স্টেগান যথেষ্ট।

গত সিজনের সবচেয়ে আন্ডাররেঁটেড পারফর্মার কে ছিল জানেন? আমার মনে হয় - উইলিয়ান পাচো।এতোটা আন্ডাররেঁটেড যে নুনো, ডোনারুম্...
07/08/2025

গত সিজনের সবচেয়ে আন্ডাররেঁটেড পারফর্মার কে ছিল জানেন? আমার মনে হয় - উইলিয়ান পাচো।

এতোটা আন্ডাররেঁটেড যে নুনো, ডোনারুম্মার নাম আসে কিন্তু পিএসজির ডিফেন্সিভ ইউনিটের পিলার হওয়ার পরেও পাঁচো নিয়ে আলাপ নেই।

পিএসজির হয়ে এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বেশি সময় মাঠে ছিল পাচো। এমনকি স্ট্যাটিস্টিক্যালি চ্যাম্পিয়ন্স লিগের বেস্ট ডিফেন্ডারও সে , পিএসজির হয়ে ট্রেবল জিতেছে কিন্তু ব্যালন ডি অর শর্টলিস্টে জায়গা পেল না।

যেখানে রাইস ট্রফিলেস থাকার পরেও মাদ্রিদের বিপক্ষে দুইটা ফ্রি কিক গোল দিয়ে নমিনেশন পেয়ে গিয়েছে। মডার্ন ফুটবলে মিডিয়ার পিআর যে কত ইম্পর্ট্যান্ট , তাঁর আরেকটা প্রমাণ এটা।

বেচারা পাঁচো।

The nominees for the 2025 Men’s Ballon d’Or 🏆🌍
07/08/2025

The nominees for the 2025 Men’s Ballon d’Or 🏆🌍

🚨 Mason Greenwood has been granted Jamaican citizenship and given a Jamaican passport.He is set to switch international ...
06/08/2025

🚨 Mason Greenwood has been granted Jamaican citizenship and given a Jamaican passport.

He is set to switch international allegiance from England to Jamaica. 🇯🇲

🗞️

৫৩ মিলিয়নে আল-হিলালে যোগ দিলেন নুনেজ
06/08/2025

৫৩ মিলিয়নে আল-হিলালে যোগ দিলেন নুনেজ

Leo Messi for FC Barcelona 🐐
05/08/2025

Leo Messi for FC Barcelona 🐐

Gonzalo García will be Real Madrid’s new number 9️⃣
05/08/2025

Gonzalo García will be Real Madrid’s new number 9️⃣

ঐতিহাসিক ৩৬-শে জুলাইয়ের আজ একটি বছর।প্রাণ হারানো সকলের প্রতি ফুটবল ক্যাফের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
04/08/2025

ঐতিহাসিক ৩৬-শে জুলাইয়ের আজ একটি বছর।

প্রাণ হারানো সকলের প্রতি ফুটবল ক্যাফের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।

Congrats Brazil womens!9 out of 10! কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ৯ম কোপা আমেরিকা জিতল ব্রাজিল মহিলা ফুটবল দল। আয়োজিত ১০ টি ক...
03/08/2025

Congrats Brazil womens!

9 out of 10!

কলম্বিয়াকে হারিয়ে রেকর্ড ৯ম কোপা আমেরিকা জিতল ব্রাজিল মহিলা ফুটবল দল।

আয়োজিত ১০ টি কোপার ৯ টি চ্যাম্পিয়ন ১ টি রানার্সআপ।

2021
03/08/2025

2021

নিউক্যাসলের করা ৭৫+৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর বি লাইপজিগ🌠 ডেভিড অর্নেস্টেইন
03/08/2025

নিউক্যাসলের করা ৭৫+৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর বি লাইপজিগ

🌠 ডেভিড অর্নেস্টেইন

Address

Dhaka

Telephone

+8801720164914

Website

Alerts

Be the first to know and let us send you an email when Football Cafe posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Football Cafe:

Share