
09/08/2025
আর্জেন্টাইন ব্রাজিলিয়ান খেলোয়াড়দের নাকি পিআর হাইপ বেশি থাকে। থাকে হয়তো, এজন্য কোনো ট্রফি না জিতেও অনেকে নমিনেশন পেয়ে যায়।
এদিকে এনজো ফার্নান্দেজের কপাল দেখেন। চেলসির ক্লাব ক্যাপ্টেন, দুইটা ট্রফি জিতলো এই সিজনে। কনফারেন্স লিগ, ক্লাব ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট অ্যাসিস্ট প্রোভাইডার। সেন্ট্রাল মিডফিল্ডার হয়ে এই সিজনে ২৭ গোল কন্ট্রিবিউশন..এর চেয়ে বেশি গোল / এসিস্ট এনজোর পজিশনে কারো নাই।
কিন্তু ব্যালন নমিনেশন পাওয়ার বেলায়? এনজোকে শর্টলিস্ট এই রাখা হয়নি তার টিমমেট কাইসেডোর মতো। চেলসির প্লেয়ার , ইংলিশ না দেখে অবহেলিত হলো এবার? রাইস এনজো, কাইসেডোর উপর কিভাবে নমিনেশন পেয়ে যায়?
© football maniacs of bangladesh