Travel with Fahim

Travel with Fahim Discovering beautiful places, culture, food, fashion and style ... Travel Food Fun
(2)

নিজে নিজে কানাডার জন্য আবেদন করুন! 🇨🇦কানাডায় ইমিগ্রেশন বা ভিজিট, স্টাডি, ওয়ার্ক পারমিটের জন্য কোনো এজেন্ট ছাড়াই আবেদন...
24/02/2025

নিজে নিজে কানাডার জন্য আবেদন করুন! 🇨🇦

কানাডায় ইমিগ্রেশন বা ভিজিট, স্টাডি, ওয়ার্ক পারমিটের জন্য কোনো এজেন্ট ছাড়াই আবেদন করা সম্ভব! আপনাকে শুধু সঠিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এখানে ধাপে ধাপে কানাডার জন্য নিজে আবেদন করার গাইড দেওয়া হলো।

১. কোন ভিসার জন্য আবেদন করতে চান?

🔹 Express Entry (PR Visa): স্থায়ী বসবাসের জন্য
🔹 Study Visa: পড়াশোনার জন্য
🔹 Work Permit: চাকরির জন্য
🔹 Visitor Visa: ভ্রমণের জন্য

👉 ভিসার ধরন অনুযায়ী অফিসিয়াল গাইড দেখুন:
🔗 www.canada.ca

২. নিজে নিজে Express Entry আবেদন করুন (PR Visa)

Express Entry হলো কানাডার সবচেয়ে জনপ্রিয় ইমিগ্রেশন প্রোগ্রাম, যেখানে পয়েন্ট ভিত্তিক আবেদন করা হয়।

📌 ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া:
1️⃣ Eligibility Check করুন: CRS Calculator https://www.cic.gc.ca/english/immigrate/skilled/crs-tool.asp
2️⃣ IELTS দিন ও প্রয়োজনীয় স্কোর তুলুন (CLB 7 বা তার বেশি)
3️⃣ ECA (Educational Credential Assessment) করুন WES https://www.wes.org/
4️⃣ Express Entry Profile তৈরি করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/application/account.html
5️⃣ ITA (Invitation to Apply) পেলে PR আবেদন করুন

👉 বিস্তারিত জানুন: Express Entry Guide https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/express-entry.html

৩. নিজে নিজে কানাডার স্টাডি ভিসার জন্য আবেদন করুন

1️⃣ বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন করুন – www.universitystudy.ca
2️⃣ LOA (Letter of Acceptance) সংগ্রহ করুন
3️⃣ Study Permit অনলাইনে আবেদন করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada.html
4️⃣ ভিসা প্রসেসিং ও বায়োমেট্রিক দিন

👉 বিস্তারিত দেখুন: Study in Canada https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/study-canada.html

✅ ৪. কানাডার ওয়ার্ক পারমিট নিজে নিজে আবেদন করুন

কানাডায় কাজ করতে হলে LMIA (Labour Market Impact Assessment) অনুমোদিত চাকরি লাগবে।

📌 ধাপে ধাপে প্রক্রিয়া:
1️⃣ কানাডার জব পোর্টালে চাকরি খুঁজুন – www.jobbank.gc.ca
2️⃣ নিয়োগকর্তার কাছ থেকে Job Offer সংগ্রহ করুন
3️⃣ LMIA অনুমোদন নিন – LMIA Guide https://www.canada.ca/en/employment-social-development/services/foreign-workers.html
4️⃣ Work Permit অনলাইনে আবেদন করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/work-canada.html

✅ ৫. Visitor Visa নিজে আবেদন করুন

📌 ধাপে ধাপে আবেদন প্রক্রিয়া:
1️⃣ অনলাইন ফর্ম পূরণ করুন – Apply Here https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

2️⃣ হোটেল বুকিং ও ফ্লাইট কনফার্মেশন সংযুক্ত করুন
3️⃣ ব্যাংক স্টেটমেন্ট ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করুন
4️⃣ বায়োমেট্রিক দিন ও প্রসেসিং শেষ করুন

বিস্তারিত জানুন: Canada Visitor Visa https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/visit-canada.html

ভিসা রেশিও ভাল যেসব দেশে এগুলোর টিউশন ফি সাধারণত একটু বেশি হয়, আমরা সবাই জানি! আপনারা যারা মিড রেঞ্জ এর মধ্যে ইউরোপীয় দে...
21/02/2025

ভিসা রেশিও ভাল যেসব দেশে এগুলোর টিউশন ফি সাধারণত একটু বেশি হয়, আমরা সবাই জানি! আপনারা যারা মিড রেঞ্জ এর মধ্যে ইউরোপীয় দেশ খুজছেন, তাদের জন্য ভাল দুটো অপশন হচ্ছে-

1. Hungary
2. Belgium

আমি টিউশন ফি এর ব্যাপার নিয়ে লিখছি! এই দুই দেশে ৩-৫ হাজার ইউরো ইয়ারলি টিউশন ফি এর ইউনিভার্সিটির সংখ্যা বেশ ভাল। বেলজিয়ামের জন্য যদিও ইন্ডিয়ার দিকে তাকিয়ে থাকতে হয়, কিন্তু Hungary এর এম্বাসি বাংলাদেশে থাকায় কাজ অনেকটাই সহজ হয়ে গেছে শিক্ষার্থীদের জন্য! আপনারা এইদেশ কে অবশ্যই আপনাদের অপশন লিস্টে রাখতে পারেন।

বেলজিয়ামের IELTS রিকোয়ারমেন্ট বেশি থাকলেও, Hungary তে ৫.৫-৬ দিয়ে সহজেই এডমিশন পাওয়া যায়, এটা কিন্তু খুব বড় একটা সুযোগ অনেকের জন্য!

বেলজিয়ামে এখন পুরোদমে এপ্লিকেশন চলছে
পড়াশোনার জন্য বেলজিয়াম one of the best countries.

অনেকেরই নরওয়ে নিয়ে আগ্রহের শেষ নেই। নিচে নরওয়ে নিয়ে কিছু প্রশ্ন এবং তার উওর দেওয়ার চেষ্টা করবো। 🇧🇻১। নরওয়েতে নাকি কোন টি...
20/02/2025

অনেকেরই নরওয়ে নিয়ে আগ্রহের শেষ নেই। নিচে নরওয়ে নিয়ে কিছু প্রশ্ন এবং তার উওর দেওয়ার চেষ্টা করবো। 🇧🇻

১। নরওয়েতে নাকি কোন টিউশন ফি নেই?
জ্বি, ২০২২ সাল পর্যন্ত কোন টিউশন ফি ছিলো না। ২০২২ সাল পর্যন্ত যারাই এসেছে সবাই নরওয়েতে ফ্রী লেখাপড়া করার সুযোগ পেয়েছে। ২০২৩ সাল থেকে নরওয়ের সব ভার্সিটিতে টিউশন ফি যুক্ত হয়েছে।

২। নরওয়ে কি কোন স্কলারশিপ দেয়?
সচারাচর নরওয়ের ভার্সিটি গুলো কোন প্রকারের স্কলারশিপ দেয় না। তবে হা, Erasmus Mundus স্কলারশিপের জন্য চেষ্টা করতে পারেন।

৩। নরওয়েতে টিউশন ফি কত?
এটা ভার্সিটির উপর ডিপেন্ড করে। সাধারণত বছরে ১৫ থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত টিউশন ফি হতে পারে। আপনি যদি আমার সাবজেক্টে আমার ভার্সিটিতে পড়তে চান তাহলে বছরে ৩০ লক্ষ টাকা টিউশন ফি দিতে হবে।

৪। চাকুরী করে টিউশন ফি দেওয়া যাবে?
আপনি সিঙ্গেল স্টুডেন্ট হলে এটা অসম্ভব তবে স্পাউস সহ আসলে চেষ্টা করে দেখতে পারেন। টিউশন ফি যদি ১৫-২০ লাখ টাকা হয়, তাহলে দুজন মিলে জব করে কভার করতে পারবেন।

৫। ঘন্টায় বেতন কত দেয়?
এটা ডিপেন্ড করে কোথায়, কি পজিশনে চাকুরী করতেছেন। তবে Oslo তে সাধারণত ঘন্টায় ১৮-২৫ ইউরো মত ইনকাম করতে পারবেন।

৬। বাচ্চাদের জন্য কি সুযোগ-সুবিধা আছে?
সাধারণত বাচ্চাদের লেখাপড়া ফ্রী। আপনার ইনকাম বেশি হলে তখন কিছু টাকা হয়তো দিতে হবে। বাচ্চা ছোট হলে তার খরচের জন্য নরওয়ের সরকার মাসে মাসে বাংলাদেশী টাকায় ২০ হাজার করে দেয়। আর নরওয়েতে এসে বাচ্চা নিলে এককালীন বাংলাদেশী টাকায় ১১ লক্ষ টাকার মত পাবেন। দুটো বাচ্চার জন্য ২২ লক্ষ টাকা।

৭। আর কি কি সুযোগ-সুবিধা আছে?
নরওয়েতে অনেক সুযোগ-সুবিধা আছে যেমন ধরেন আপনি অসুস্থ হলে বছরে বাংলাদেশী টাকায় ৩০ হাজার টাকা আপনার খরচ করতে হবে। বাকি যত টাকাই লাগুক নরওয়ের সরকার দিবে। ঔষধ কেনার টাকাও এটার মধ্যে পড়ে।

৮। লেখাপড়া শেষে থাকা যাবে?
লেখাপড়া শেষ করে এক বছর টাইম পাবেন জব খোঁজার জন্য। এই এক বছরের মধ্যে জব খুঁজে পেলে থেকে যেতে পারবেন। তিন বছর সেই জব করলে Permanent Residency জন্য আবেদন করতে পারবেন। এরজন্য আরো কিছু শর্ত আছে। Permanent Residency পেলে আপনি চাকুরী ছেড়ে চাইলে ব্যাবসাও করতে পারবেন।

৯। ট্যাক্স কেমন দিতে হয়?
সাধারণত স্টুডেন্টরা মাসে ১৫- ১৮%, আর স্পাউসেরা ২৫-৩০% ট্যাক্স দেয় যদিও এটা ইনকামের উপর ডিপেন্ড করে।

১০। পেনশন দেয়?
হা, পেনশন পাবেন ৬৪ বছর পর। আপনি প্রতি মাসে যে স্যালারি পান তার ১০-১২% হিসেবে আপনার পেনশন ফান্ডে জমা হয়। ৬৪ বছর বয়স থেকে সেই টাকা পাবেন।

১২। আর কি কি সুযোগ-সুবিধা আছে?
এই ধরেন প্রতি বছর গত বছর যা ইনকাম করেছেন তার ১০% এক্সট্রা টাকা পাবেন। ধরেন গত বছর আপনি ১০০ টাকা ইনকাম করছিলেন, এবছর আপনার একাউন্টে হোলিডে মানি হিসেবে ১০-১২ টাকা চলে আসবে।

১৩। লেখাপড়া শেষ করে চাকরি পেলে বেতন কত?
এটা ডিপেন্ড করে কোথায় কোন পজিশনে জব পেয়েছেন। সাধারণত পিএইচডি লেভেলে বছরে বেতন হয় ৫৫ লাখ টাকার মত। আপনি IT রিলেটেড জব পেলে শুরুতে ৫০ লাখ থেকে ৭০ লাখ টাকা পেতে পারেন বছরে।

অসুবিধা কি কি?
১। লেখাপড়া শেষ করে সাবজেক্ট রিলেটেড জব না পেলে নরওয়ে থেকে চলে যেতে হবে।
২। বছরে ৭-৮ মাস আবহাওয়া ঠান্ডা থাকে। Oslo তে সাধারণত ডিসেম্বর-জানুয়ারিতে তাপমাত্রা -৫ থেকে -২০ পর্যন্ত যায়। কিছু কিছু জায়গায় -৩০ ও হয়।

বিদেশে ট্রানজিট ফ্লাইট অথবা কানেক্টিং ফ্লাইট মিস হলে করণীয় কি ?অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একা...
19/02/2025

বিদেশে ট্রানজিট ফ্লাইট অথবা কানেক্টিং ফ্লাইট মিস হলে করণীয় কি ?

অনেক ভ্রমণকারী আন্তর্জাতিক গন্তব্যে যাওয়ার জন্য এক বা একাধিক ট্রানজিট ফ্লাইট ব্যবহার করেন। কিন্তু কখনো কখনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে। এটি হতাশাজনক হলেও, সঠিক পদক্ষেপ নিলে সমস্যা সমাধান করা সম্ভব।

কেন ট্রানজিট ফ্লাইট মিস হতে পারে?
ট্রানজিট ফ্লাইট মিস হওয়ার বেশ কিছু কারণ আছে, যেমন:
✅ প্রথম ফ্লাইটের দেরি হওয়া (যান্ত্রিক সমস্যা, আবহাওয়া, এয়ারলাইনসের বিলম্ব ইত্যাদি)।
✅ ইমিগ্রেশন বা নিরাপত্তা চেকপয়েন্টে দীর্ঘ লাইন।
✅ এয়ারপোর্টের এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে যেতে বেশি সময় লাগা।
✅ ভুল গেটে চলে যাওয়া বা ভুল বোর্ডিং সময় জানা।
✅ ব্যক্তিগত অসাবধানতা বা সময়মতো এয়ারপোর্টে না পৌঁছানো।

🟢 ট্রানজিট মিস হলে কী করবেন?
⿡ শান্ত থাকুন এবং দ্রুত পদক্ষেপ নিন
ট্রানজিট মিস হয়ে গেলে প্রথমেই নার্ভাস না হয়ে ঠান্ডা মাথায় সমস্যার সমাধান খুঁজতে হবে।

⿢ এয়ারলাইন কাউন্টারে যোগাযোগ করুন
ফ্লাইট মিস হলে সংশ্লিষ্ট এয়ারলাইনসের হেল্প ডেস্কে যান এবং সমস্যাটি জানিয়ে দ্রুত সমাধানের অনুরোধ করুন। সাধারণত এয়ারলাইনের পলিসি অনুযায়ী তারা বিকল্প ফ্লাইট বা অন্যান্য সুবিধা প্রদান করে।

⿣ এয়ারলাইনের নিয়ম ও বিকল্প ফ্লাইটের সুযোগ বুঝুন
🛫 যদি প্রথম ফ্লাইটের দেরির কারণে ট্রানজিট মিস হয় এবং উভয় ফ্লাইট একই এয়ারলাইনের হয়ে থাকে, তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই এয়ারলাইন নতুন ফ্লাইটের ব্যবস্থা করবে বিনা খরচে।

🛫 কিন্তু, যদি আপনি আলাদা এয়ারলাইনসের ফ্লাইট ব্যবহার করে থাকেন এবং ব্যক্তিগত কারণে ফ্লাইট মিস করেন, তাহলে নতুন টিকিট কিনতে হতে পারে।

⿤ আপনার ট্রানজিট ভিসা প্রয়োজন কি না, নিশ্চিত করুন
কিছু দেশে দীর্ঘ সময়ের ট্রানজিট থাকলে এয়ারপোর্টের বাইরে যেতে হলে ট্রানজিট ভিসার প্রয়োজন হয়।
🔹 সংযুক্ত আরব আমিরাত (দুবাই), যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি দেশে দীর্ঘ ট্রানজিটের জন্য ভিসা লাগতে পারে।
🔹 যদি এয়ারলাইনের হোটেল সুবিধা পাওয়া যায়, তাহলে ট্রানজিট ভিসা লাগতে পারে কি না, তা যাচাই করুন।

⿥ নতুন ফ্লাইটের কনফার্মেশন নিন
এয়ারলাইনের পক্ষ থেকে নতুন ফ্লাইটের ব্যবস্থা করা হলে, সেটি নিশ্চিত করুন এবং নতুন বোর্ডিং পাস সংগ্রহ করুন। প্রয়োজনে এয়ারলাইনের মোবাইল অ্যাপে চেক করুন।

⿦ এয়ারপোর্টে থাকা ব্যবস্থা করুন (প্রয়োজনে)
আপনার পরবর্তী ফ্লাইট যদি অনেক ঘণ্টা পরে হয়, তাহলে এয়ারপোর্টের লাউঞ্জে অবস্থান করতে পারেন।
🔹 কিছু এয়ারলাইন বিনামূল্যে হোটেল, খাবার ও ট্রান্সপোর্ট দেয় (যেমন কাতার এয়ারওয়েজ, এমিরেটস ইত্যাদি)।
🔹 যদি লাউঞ্জ বা হোটেল না পাওয়া যায়, তবে এয়ারপোর্টের নিরাপদ জায়গায় বিশ্রাম নিতে পারেন।

⿧ ট্রাভেল ইন্স্যুরেন্স থাকলে চেক করুন
অনেক ট্রাভেল ইন্স্যুরেন্স কোম্পানি ফ্লাইট মিস হলে ক্ষতিপূরণ বা বিকল্প ফ্লাইটের খরচ বহন করে।
আপনার ইন্স্যুরেন্স পলিসি অনুযায়ী কী সুযোগ-সুবিধা আছে, তা যাচাই করুন।

ভবিষ্যতে ট্রানজিট মিস এড়ানোর টিপস
✔ ট্রানজিট টাইম পর্যাপ্ত রাখুন – অন্তত ৩-৪ ঘণ্টার গ্যাপ রাখুন, বিশেষ করে যদি বড় এয়ারপোর্ট হয়।
✔ ফার্স্ট ফ্লাইটের দেরির আপডেট রাখুন – মোবাইল অ্যাপে ফ্লাইট স্ট্যাটাস চেক করুন।
✔ এয়ারপোর্ট ম্যাপ চেক করুন – বড় এয়ারপোর্ট হলে আগেভাগে গেটে যাওয়ার পথ চিনে নিন।
✔ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হাতের কাছে রাখুন – বোর্ডিং পাস, পাসপোর্ট, ভিসা, টিকিট প্রিন্ট কপি সাথে রাখুন।
✔ সংকটকালীন জরুরি নম্বর সংরক্ষণ করুন – এয়ারলাইনের কাস্টমার সার্ভিস নম্বর সংগ্রহে রাখুন।
✔ অতিরিক্ত পোশাক ও চার্জার সাথে রাখুন – লম্বা অপেক্ষার সময় কাজে আসতে পারে।

ট্রানজিট মিস হওয়া একটি সাধারণ সমস্যা হলেও, সচেতন হলে এর সমাধান সম্ভব।
📌 পরিকল্পনা ও পর্যাপ্ত প্রস্তুতি থাকলে যেকোনো যাত্রী ট্রানজিট সংক্রান্ত সমস্যার সমাধান করতে পারবেন।
📌 ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়ানোর জন্য বুকিংয়ের সময় ট্রানজিট টাইম ঠিকমতো যাচাই করুন।

14/02/2025

লাইফ এ বসন্ত আসার চেয়ে টাকা আসা টা জরুরি, কারণ পকেটে যতদিন টাকা ততদিন বসন্ত !

পর্তুগালে 🇵🇹 কম খরচে পড়াশোনা এবং সহজে স্থায়ী হওয়ার সুযোগ : পর্তুগাল, ইউরোপের রোদেলা দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও ফ...
13/02/2025

পর্তুগালে 🇵🇹 কম খরচে পড়াশোনা এবং সহজে স্থায়ী হওয়ার সুযোগ :

পর্তুগাল, ইউরোপের রোদেলা দেশটি শুধু প্রাকৃতিক সৌন্দর্য ও ফুটবলের জন্য নয়, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা এবং স্থায়ী হওয়ার জন্য একটি আদর্শ গন্তব্য।

বিশ্বমানের শিক্ষা, কম খরচে !!

পর্তুগালের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার খরচ অত্যন্ত কম। বছরে মাত্র ১,০০০ থেকে ৩,০০০ ইউরো খরচে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা সম্ভব।

শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়:

University of Lisbon: রাজধানী লিসবনে অবস্থিত, উচ্চমানের প্রোগ্রাম ও গবেষণার জন্য বিখ্যাত।
University of Porto: ইঞ্জিনিয়ারিং ও রিসার্চ প্রোগ্রামের জন্য সুপরিচিত।
University of Coimbra: ৭০০ বছরের ঐতিহ্য ও ইতিহাসের জন্য জনপ্রিয়।

সহজ রেসিডেন্সি প্রোগ্রাম :
পড়াশোনা শেষে, পর্তুগালে কাজের সুযোগ পেলে ওয়ার্ক ভিসা নেওয়া সহজ। স্থায়ী হওয়ার জন্য পাঁচ বছর পর আবেদন করতে পারবেন পর্তুগিজ পাসপোর্টের জন্য।

কাজের সুযোগ :

নতুনদের জন্য কাজ খুঁজে পাওয়া কিছুটা কঠিন হলেও হসপিটালিটি (রেস্টুরেন্ট ও হোটেল) এবং কৃষি খাতে কাজের ভালো সুযোগ রয়েছে।

জীবনযাত্রার মান এবং পরিবেশ :

আবহাওয়া: রোদেলা আর নরম জলবায়ু, যা সারা বছরই আরামদায়ক।

জীবনযাত্রার খরচ: লিসবন বা পোর্তোর মতো বড় শহরেও তুলনামূলকভাবে খরচ কম।

মাল্টিকালচারাল পরিবেশ
পর্তুগালে একটি বড় বাংলাদেশি কমিউনিটি রয়েছে, যারা নতুন শিক্ষার্থীদের সহায়তা করে।

আবেদনের প্রক্রিয়া ও তথ্য :

1. আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে হবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে।
প্রয়োজনীয় লিংক:

University of Lisbon https://www.ulisboa.pt/
University of Porto https://www.up.pt/
University of Coimbra https://www.uc.pt/

2. প্রয়োজনীয় কাগজপত্র:
শিক্ষাগত সনদ
পাসপোর্ট
মোটিভেশন লেটার

কেন পর্তুগাল বেছে নেবেন?
কম খরচে পড়াশোনা
সহজ রেসিডেন্সি প্রোগ্রাম
উন্নত জীবনযাত্রা ও ইউরোপীয় নাগরিকত্বের সুযোগ

কানাডা 🇨🇦 এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী বসবাসের সুবর্ণ সুযোগ:কানাডা বিশ্বের অন্যতম অভিবাসন-বান্ধব দেশ হি...
11/02/2025

কানাডা 🇨🇦 এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী বসবাসের সুবর্ণ সুযোগ:

কানাডা বিশ্বের অন্যতম অভিবাসন-বান্ধব দেশ হিসেবে পরিচিত। এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম দক্ষ পেশাজীবীদের জন্য স্থায়ী বসবাসের সহজ এবং দ্রুততম উপায়। যোগ্য আবেদনকারীরা এ প্রোগ্রামের মাধ্যমে মাত্র ৬ মাসের মধ্যে কানাডায় স্থায়ী বাসিন্দার মর্যাদা পেতে পারেন।

এক্সপ্রেস এন্ট্রি কী?

এক্সপ্রেস এন্ট্রি হল কানাডার ইমিগ্রেশন, রিফিউজি অ্যান্ড সিটিজেনশিপ কানাডা (IRCC) পরিচালিত একটি অনলাইন সিস্টেম, যা অভিবাসনের জন্য যোগ্য আবেদনকারীদের নির্বাচন ও আমন্ত্রণ জানায়। এটি মূলত তিনটি ক্যাটাগরিতে বিভক্ত:

১. ফেডারেল স্কিলড ওয়ার্কার প্রোগ্রাম (FSWP):
উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও পেশাদার অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের জন্য।
২. ফেডারেল স্কিলড ট্রেডস প্রোগ্রাম (FSTP):
ট্রেডভিত্তিক কাজে দক্ষ কর্মীদের জন্য।
৩. কানাডিয়ান এক্সপেরিয়েন্স ক্লাস (CEC):

যারা কানাডায় পড়াশোনা বা কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন।
আবেদন করার যোগ্যতা
১. বয়স: ১৮-৪৫ বছর।
২. শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রি (ECA সার্টিফিকেট প্রয়োজন)।
৩. কাজের অভিজ্ঞতা: অন্তত ১ বছরের পূর্ণকালীন বা সমপরিমাণ খণ্ডকালীন কাজের অভিজ্ঞতা।
৪. ভাষার দক্ষতা: আইইএলটিএস/সেলপিপ (ইংরেজি) বা টিইএফ/টিসিএফ (ফরাসি) স্কোর।
৫. ক্রিমিনাল রেকর্ড: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
৬. স্বাস্থ্য: মেডিকেল পরীক্ষার রিপোর্ট।

আবেদন পদ্ধতি:

১. প্রোফাইল তৈরি করুন:
কানাডিয়ান এক্সপ্রেস এন্ট্রি পোর্টাল এ প্রোফাইল তৈরি করুন এবং প্রয়োজনীয় তথ্য দিন।
২. CRS স্কোর পেতে প্রস্তুতি নিন:
এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে নির্বাচনের জন্য আবেদনকারীদের CRS (Comprehensive Ranking System) স্কোর নির্ধারিত হয়। এই স্কোরে বয়স, শিক্ষা, কাজের অভিজ্ঞতা ও ভাষার দক্ষতার ভিত্তিতে পয়েন্ট প্রদান করা হয়।
৩. ITA পেতে অপেক্ষা করুন:
উচ্চ CRS স্কোর থাকলে আবেদনকারীরা Invitation to Apply (ITA) পান।
৪. আবেদন জমা দিন:
ITA পাওয়ার পর ৬০ দিনের মধ্যে সমস্ত নথি জমা দিতে হবে।

সুবিধা :
পরিবারসহ স্থায়ী বসবাসের সুযোগ।
ফ্রি হেলথকেয়ার এবং শিক্ষা।
৩ বছরের মধ্যে নাগরিকত্বের আবেদন।
কানাডার বিভিন্ন প্রদেশে কাজ করার স্বাধীনতা।

প্রয়োজনীয় লিংক :
১. এক্সপ্রেস এন্ট্রি সম্পর্কে আরও জানতে:
কানাডার অফিসিয়াল ওয়েবসাইট
২. CRS স্কোর ক্যালকুলেটর:
CRS টুল
৩. ECA সার্টিফিকেট পেতে:

WES অফিসিয়াল ওয়েবসাইট:

এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রাম দক্ষ পেশাজীবীদের জন্য কানাডায় স্থায়ী বসবাসের সেরা পথ। সময়মতো সঠিক নথিপত্র প্রস্তুত করে আবেদন করলে সহজেই স্থায়ী হতে পারবেন।

জার্মানিতে  🇩🇪 স্টুডেন্ট ভিসা থেকে স্থায়ী হওয়ার সুযোগ :জার্মানি ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য শিক্ষার্থীদের জন্য। তব...
09/02/2025

জার্মানিতে 🇩🇪 স্টুডেন্ট ভিসা থেকে স্থায়ী হওয়ার সুযোগ :

জার্মানি ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য শিক্ষার্থীদের জন্য। তবে শুধু পড়াশোনাই নয়, শিক্ষার্থীরা চাইলে এখান থেকে স্থায়ীভাবে বসবাসের অনুমতিও পেতে পারেন। বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় জার্মানি যাওয়ার পদ্ধতি, ভিসা পাওয়ার শর্ত এবং কীভাবে স্থায়ী হওয়া যায় তা বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।

১. জার্মানিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার যোগ্যতা
যোগ্য শিক্ষা প্রতিষ্ঠান: জার্মানির সরকারি বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে।

ভাষার দক্ষতা:
ইংরেজি প্রোগ্রামের জন্য IELTS (৫.৫-৬.৫) প্রয়োজন।

জার্মান ভাষায় পড়াশোনার ক্ষেত্রে B1/B2 লেভেল জার্মান ভাষার সার্টিফিকেট থাকতে হবে।

অর্থনৈতিক প্রমাণ:
ব্লক একাউন্টে ১০,৫৮০ ইউরো (প্রতি বছর) থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা:
এইচএসসি/ব্যাচেলর সম্পন্ন হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার থাকতে হবে।

🔗 আবেদনের লিংক: https://www.daad.de/en/

জার্মান স্টুডেন্ট ভিসার আবেদন প্রক্রিয়া

ধাপ ১: বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া

বিশ্ববিদ্যালয় খুঁজুন → https://www.daad.de/en/
ভর্তি ফি পরিশোধ করুন (যদি প্রযোজ্য হয়)
অ্যাডমিশন লেটার সংগ্রহ করুন

ধাপ ২: ব্লক একাউন্ট খুলুন
ব্লক একাউন্ট খুলতে পারেন:

Expatrio https://www.expatrio.com/

Fintiba https://www.fintiba.com/

ধাপ ৩: ভিসার আবেদন করুন

ডকুমেন্টস প্রস্তুত করুন:

পাসপোর্ট
বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন লেটার
ব্লক একাউন্ট স্টেটমেন্ট
মেডিকেল ইনস্যুরেন্স

ভিসা আবেদন করুন:

https://www.auswaertiges-amt.de/en/

৩. জার্মানিতে স্থায়ী হওয়ার সুযোগ (PR পাওয়ার উপায়)

(১) পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট (১৮ মাসের জব সিকার ভিসা)
ডিগ্রী শেষ করার পর ১৮ মাসের ওয়ার্ক পারমিট পাওয়া যায়।
এই সময়ের মধ্যে ফুল-টাইম চাকরি খুঁজতে হবে।

(২) EU ব্লু কার্ডের মাধ্যমে স্থায়ী হওয়া

যদি আপনি বছরে €৫৮,৪০০-এর বেশি বেতনের চাকরি পান, তাহলে ব্লু কার্ড পেতে পারেন।
ব্লু কার্ড থাকলে ৩৩ মাস পর PR-এর আবেদন করা যায়।

🔗 ব্লু কার্ডের তথ্য: https://www.make-it-in-germany.com/en/

(৩) ওয়ার্ক পারমিট ও PR (স্থায়ী বসবাসের অনুমতি)

২ বছরের চাকরির অভিজ্ঞতা হলে PR আবেদন করা যায়।
৫ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা সম্ভব।

জার্মানিতে স্টুডেন্ট ভিসা পাওয়া সহজ, তবে সঠিক পরিকল্পনা করলে স্থায়ী হওয়াও সম্ভব। পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট এবং ব্লু কার্ডের সুযোগ কাজে লাগিয়ে আপনি স্থায়ী হতে পারেন।

যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখ...
08/02/2025

যখন টাইটানিক ডুবছিল তখন কাছাকাছি তিনটে জাহাজ ছিল।
একটির নাম ছিল " স্যাম্পসন "। মাত্র সাত মাইল দুরে ছিল সেই জাহাজ। ওরা দেখতে পেয়েছিল টাইটানিকের বিপদ সংকেত , কিন্তু বেআইনি সীল মাছ ধরছিল তারা। পাছে ধরা পড়ে যায় তাই তারা উল্টোদিকে জাহাজের মুখ ঘুরিয়ে বহুদুরে চলে যায়।
এই জাহাজটার কথা ভাবুন। দেখবেন আমাদের অনেকের সাথে মিল আছে এর। আমরা যাঁরা শুধু নিজেদের কথাই ভাবি। অন্যের জীবন কি এল কি গেল তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যাথা নেই আমাদের। তাঁরাই ছিলেন ঐ জাহাজটিতে।

দ্বিতীয় জাহাজটির নাম " ক্যালিফোর্নিয়ান "। মাত্র চোদ্দ মাইল দুরে ছিল টাইটানিকের থেকে সেই সময়। ঐ জাহাজের চারপাশে জমাট বরফ ছিল। ক্যাপ্টেন দেখেছিলেন টাইটানিকের বাঁচতে চাওয়ার আকুতি। কিন্তু পরিস্থিতি অনুকুল ছিল না এবং ঘন অন্ধকার ছিল চারপাশ তাই তিনি সিদ্ধান্ত নেন ঘুমোতে যাবেন। সকালে দেখবেন কিছু করা যায় কিনা। জাহাজটির অন্য সব ক্রিউএরা নিজেদের মনকে প্রবোধ দিয়েছিল এই বলে যে ব্যাপারটা এত গুরুতর নয়।

এই জাহাজটাও আমাদের অনেকের মনের কথা বলে। আমাদের মধ্যে যারা মনে করেন একটা ঘটনার পর , যে ঠিক সেই মুহুর্তে আমাদের কিছুই করার নেই। পরিস্থিতি অনুকুল হলে ঝাঁপিয়ে পড়বো।

শেষ জাহাজটির নাম ছিল " কারপাথিয়ান্স "।

এই জাহাজটি আসলে যাচ্ছিল উল্টোদিকে। ছিল প্রায় আটান্ন মাইল দুরে যখন ওরা রেডিওতে শুনতে পায় টাইটানিকের যাত্রীদের আর্ত চিৎকার।
জাহাজের ক্যাপ্টেন হাঁটুমুড়ে বসে পড়েন ডেকের ওপর। ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যাতে তিনি সঠিক পথ দেখান তাঁদের। তারপর পুর্ণশক্তিতে বরফ ভেঙ্গে এগিয়ে চলেন টাইটানিকের দিকে।
ঠিক এই জাহাজটির এই সিদ্ধান্তের জন্যেই টাইটানিকের সাতশো পাঁচজন যাত্রী প্রাণে বেঁচে যান।

ইউএসএ ভিসা এপ্লিকেশন এর নতুন নিয়ম : ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রু...
07/02/2025

ইউএসএ ভিসা এপ্লিকেশন এর নতুন নিয়ম :

ভিসা পরিষেবার ক্ষেত্রে নতুন পদ্ধতি চালু করেছে ঢাকার মার্কিন দূতাবাস। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এই পদ্ধতি চালু হবে। সম্প্রতি এ তথ্য জানিয়েছে মার্কিন দূতাবাস।

এতে বলা হয়েছে, নতুন প্রক্রিয়া চালুর কারণে মার্কিন ভিসা আবেদনের ওয়েবসাইট (www.ustraveldocs.com) বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পর্যন্ত কার্যকর থাকছে না।

বাগানবিলাস ও সূর্যমুখী ফুল
07/02/2025

বাগানবিলাস ও সূর্যমুখী ফুল

ফিনল্যান্ডের 🇫🇮 কমন কিছু প্রশ্ন:১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?   - ম্যান্ডেটরি না। তবে পৃথক এপ্লিক...
05/02/2025

ফিনল্যান্ডের 🇫🇮 কমন কিছু প্রশ্ন:

১. ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?
- ম্যান্ডেটরি না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT স্কোরও দরকার হতে পারে।

২. ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।

৩. ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করা যাবে ?
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

৪. ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।

৫. কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করা যায় ?
- Studyinfo.fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৬. ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৭. অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

৮. বাবা-মাকে ফিনল্যান্ডে নেয়া যায় ?
- হ্যাঁ, ভিজিট ভিসায়।

৯. স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নেয়া যায় ?
- হ্যাঁ।

১০. পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করা সম্ভব ?
- এটা নির্ভর করবে টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

04/02/2025

কানাডা, মেক্সিকো ও চীনের ওপর বাড়তি শুল্ক যুক্তরাষ্ট্রের, আমরা কি প্রস্তুত !

*Beijing slaps 15% levy on US LNG, coal; 10% on crude, farm equipment.*Additional 10% tariff comes into effect on all Ch...
04/02/2025

*Beijing slaps 15% levy on US LNG, coal; 10% on crude, farm equipment.

*Additional 10% tariff comes into effect on all China exports to US.

*China starts anti-monopoly investigation into Google, imposes controls on rare earth exports.

কানাডা 🇨🇦 Vs ইউএসএ 🇺🇸 স্টাডি : কানাডাতে এন্ট্রি তুলনামূলক  কঠিন, তবে থাকা সহজ। আমেরিকায় ঢোকা সহজ , থাকা টাফ । অনেক বাংল...
04/02/2025

কানাডা 🇨🇦 Vs ইউএসএ 🇺🇸 স্টাডি :

কানাডাতে এন্ট্রি তুলনামূলক কঠিন, তবে থাকা সহজ। আমেরিকায় ঢোকা সহজ , থাকা টাফ ।

অনেক বাংলাদেশি কানাডা থেকে এসে আমেরিকায় পড়াশোনা করছেন। এর কারণ আমেরিকায় যে পরিমাণে ফান্ড পাওয়া যায় কানাডাতে এতটা পাওয়া যায় না। আবার আমেরিকায় ওয়ার্ক ভিসায় লটারি, গ্রিন কার্ড পাওয়ার দীর্ঘ প্রসেসের ঝামেলা তো আছেই। কানাডার জব মার্কেট আমেরিকার মতো এত বিস্তৃত নয়। ঠান্ডা ও অনেক। কানাডাতে স্টুডেন্ট ভিসায় বেশ ফ্লেক্সিবলি ইউনিভার্সিটির বাইরেও কাজ করা যায়। কিন্তু আমেরিকায় এটা অবৈধ।

আমেরিকার ভার্সিটিগুলো অনেক ধরনের প্রোগ্রাম অফার করে যেগুলো আবার কানাডার ভার্সিটিগুলো তুলনামূলক কম অফার করে থাকে।
আমেরিকা রিসার্চ এন্ড ডেভলপমেন্ট খাতে পপ্রচুর খরচ করে। সেখানে কানাডা খরচ কম করে ।

কানাডাতে এডমিশনের জন্য একাডেমিক প্রোফাইল বেশ ভালো হতে হয়। কিন্তু আমেরিকান ভার্সিটিগুলোতে খারাপ সিজিপিএ নিয়েও লেগে থাকলে আপনি ফান্ডসহ এডমিশন পেতে পারেন।

বেশিরভাগ মানুষের ধারণা আমেরিকার রাস্তায় ডলার ওড়ে। প্রকৃতপক্ষে, ডলার না উড়লেও সেখানে সুযোগ ওড়ে। লো সিজিপিএ, সাবজেক্ট চেঞ্জ, পেপার নেই, টেস্ট স্কোর কম - এসবের যেকোনো একটা কমতি থাকলেও আপনি দিনের পর দিন লেগে থাকলে আমেরিকান কোনো একটা ভার্সিটিতে এডমিশন পেতে পারেন , অবশ্যই আপনার ভালো দক্ষতা থাকতে হবে

দুটো দেশেরই শিক্ষার মান টপ কোয়ালিটির। তবে নামী ভার্সিটি গুলোর বেশিরভাগই আমেরিকাতে অবস্থিত। ওয়ার্ল্ড rank এর প্রথম ২০ টা ভার্সিটির ১২ টাই আমেরিকান। যেখানে কানাডিয়ান ৮ টা ভার্সিটি টপ ২০০ তে জায়গা করে নিয়েছে। পড়াশোনার মানের দিক থেকে দুটো দেশের পার্থক্য খুব কম।

তাছাড়া কানাডাতে পড়তে চাইলে কিছু ব্লক মানি দেখানো লাগে যতদূর জানি। আমেরিকায় এমন কোনো ব্লক মানি দেখানো লাগে না। ফুল ফান্ড পেলে ৩ থেকে ৪ লাখ টাকার মধ্যেই সব কাজ সেরে ফেলা সম্ভব। আপনি যদি পার্শিয়াল ফান্ড ও পান তাহলেও ভিসা ইন্টারভিউ এর পরে সেই টাকা একাউন্ট থেকে তুলে ফেলতে পারবেন। আমেরিকায় শুরুতে ফান্ড না পেলেও এক সেমিস্টার পরে ফান্ড পাওয়া কঠিন নয়।

তাছাড়া আমাদের দেশের মানুষ সাইকোলজিক্যালি এখনো হায়ার স্টাডি বলতে প্রথমেই আমেরিকা , ইংল্যান্ডকে ও অস্ট্রেলিয়া কে জানে ।
তবে পড়াশোনার জন্য আমেরিকা ফ্লেক্সিবল হলেও রেসিডেন্সি পাওয়ার ক্ষেত্রে কানাডা ভালো অপশন্ ।

On Point 🤘
03/02/2025

On Point 🤘

03/02/2025

Malaysia 🇲🇾 Thailand 🇹🇭 Cambodia 🇰🇭 মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে বাংলাদেশের পর্যটক'রা খুবই সহজে, মাত্র তিন (৩) ঘন্টায় পেয়ে যাবেন কম্বোডিয়া'র টুরিস্ট (স্টিকার) ভিসা ~

১ম ধাপঃ
আপনার মতো সময় করে থাইল্যান্ডের ব্যাংকক অথবা মালয়েশিয়ার কুয়ালামাপুর অবস্থিত কম্বোডিয়া'র দূতাবাসে চলে যান।

আপনি চাইলে বাংলাদেশ থেকেও কম্বোডিয়া'র বিজনেস এবং টুরিস্ট ই-ভিসা করতে পারবেন। সেক্ষেত্রে মনে রাখবেন এই যে, বাংলাদেশ থেকে কিছু দিন ভিসা চালু থাকে আবার কিছু দিন ভিসা বন্ধ থাকে।

মালয়েশিয়া'র কুয়ালামাপুরে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা ~
46, Jalan U Thant, Taman U Thant, 55000 Kuala Lumpur, Wilayah Persekutuan Kuala Lumpur, Malaysia.

থাইল্যান্ড এর ব্যাংককে অবস্থিত কম্বোডিয়া'র এ্যাম্বেসি'র ঠিকানা
518, 4 Pracha Uthit Rd, Wang Thonglang,
Bangkok 10310, Thailand.

২য় ধাপঃ
ভিসা অফিসার এর সাথে দেখা করে একটি ভিসা আবেদন ফর্ম চেয়ে নিন। সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
স্বাভাবিক কিছু প্রশ্ন করতে পারে, যেমন কেন যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি। নরমাল-ই জবাব দিন।
সকালের শিফটে (০৯:০০-১২:০০) ভিসা জমা এবং বিকালের শিফট (০১:০০-০৩:০০) ভিসা ডেলিভারি দিয়ে থাকে।

আপনার আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি, পাসপোর্ট এর ফটোকপি হোটেল বুকিং এর ফটোকপি এবং আসা যাওয়ার বিমান টিকেট বুকিং এর ফটোকপি জমা দিয়ে, জমা রশিদ নিয়ে নিন।

৩য় ধাপঃ
তিন (৩) ঘন্টার মধ্যে-ই পেয়ে যাবেন, প্রথম ছবির মতো, কম্বোডিয়া'র এর তিন (৩) মাস মেয়াদি, টুরিস্ট (স্টিকার) ভিসা।
অতঃপর তিন (৩) মাসের মধ্যে যেকোনো সময় টিকেট কেটে ঘুরে আসতে পারেন, লাওস, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের মাঝখানে অবস্থিত অপরুপ সুন্দর দেশ কম্বোডিয়া থেকে।

কম্বোডিয়া এয়ারপোর্টে বর্তমানে এন্ট্রি এবং এক্সিট এর জন্য সিল এর বদলে স্টিকার লাগিয়ে দেয়।
ইমিগ্রেশন করার সময় আপনার হাতে কম করে এক হাজার ডলার থাকতে হবে, ইমিগ্রেশন কর্তৃপক্ষ আপনার ডলার হাতে নিয়ে ‍দেখবেন যে কম করে এক হাজার বা তার বেশি ডলার আছে কিনা।

এক সঙ্গে থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম এবং কম্বোডিয়া ভ্রমণের পরিকল্পনা রাখতে পারেন।সেক্ষেত্রে তিন/চার দেশের ভ্রমণ হিসেবে তুলনামূলক খরচ অনেক কম পরবে।

থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনাম থেকে কম্বোডিয়া'র বিমান টিকেট অন্য জায়গা'র তুলনায় অনেকটা সস্তায় পেয়ে যাবেন।

কম্বোডিয়ায় সেখানকার লোকাল মুদ্রার পাশাপাশি ডলারেও স্বাভাবিক লেনদেন করতে পারবেন 😊

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel with Fahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share