দৈনিক বড়লেখা-Daily Barlekha

দৈনিক বড়লেখা-Daily Barlekha সংবাদ কিংবা বিনোদন, সর্বদা সারাক্ষণ।
(2)

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ...
13/07/2025

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

বড়লেখায় পৃথক দুটি মামলার আসামি শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

বড়লেখার হাজী আব্দুল আলী ট্রেড সেন্টার এর সত্তাধিকারি শামীম আহমদ এর (পাখিয়ালা) বাড়িতে  দুপুর ৩ টায় ডাকাতি  সংগঠিত  হয়েছে ...
13/07/2025

বড়লেখার হাজী আব্দুল আলী ট্রেড সেন্টার এর সত্তাধিকারি শামীম আহমদ এর (পাখিয়ালা) বাড়িতে দুপুর ৩ টায় ডাকাতি সংগঠিত হয়েছে !
সুত্রঃ Wasef Hasan Asif

বিশ্লেষকেরা বলছেন, নিজেরা ক্ষমতায় আছে বলে মনে করছে দলটির নেতাকর্মীদের অনেকে৷ এ কারণেই তাদের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য ক...
13/07/2025

বিশ্লেষকেরা বলছেন, নিজেরা ক্ষমতায় আছে বলে মনে করছে দলটির নেতাকর্মীদের অনেকে৷ এ কারণেই তাদের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যাচ্ছে৷ প্রশ্ন হলো, দলটি কি ক্রমশ নিয়ন্ত্রণ হারাচ্ছে?

“জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ...
03/07/2025

“জানমালের ক্ষতিসাধন, মব ভায়োলেন্স এবং জনদুর্ভোগ সৃষ্টি করতে পারে, এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করবে” এ কথা জানিয়েছে সেনা সদরদপ্তর

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে একটি রাজনৈতিক মামলায় ক...
03/07/2025

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা ছাত্রলীগ নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, তাকে একটি রাজনৈতিক মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক বড়লেখা থেকে গ্রেফতার

11/12/2024

ইসলামী রাজনীতির রোল মডেল জামায়াত।

বাংলাদেশের ইসলামী রাজনীতিকে আমি অনেক শক্তিশালী মনে করি। আধুনিক সময়ে পৃথিবীর অন্যতম সেরা ইসলামী রাজনীতির জন্ম দিয়েছে এদেশের জামায়াতে ইসলামী। এটা সম্ভব হয়েছে গোলাম আযম ও তার সেই সব শিষ্যদের কারণে, যারা এদেশের হাজার বছরের মুসলিম ইতিহাসে সবচেয়ে ট্যালেন্ট প্রজন্ম। যারা আমার কথায় বিরোধ করবেন তারা পারলে শহীদ নিজামী-মুজাহিদ-মোল্লা-কামারুজ্জামান-কাশেমদের মতো আরেকটা লোক খুঁজে দেখায়ে কথা বলবেন।

তারা ভয়ানক বৈরি পরিবেশে সংগ্রাম করেছেন বলে, আমরা তাদের গুরুত্ব ঠিকমতো বুঝতে পারিনি, একবার ভাবুন এখানকার শত্রুপক্ষের চরিত্র আবু লাহাবদের মতো, আর মিত্রদের চরিত্র মদীনার মুনাফিকদের মতো, তার মধ্যেও কিভাবে একদল ছাত্র, যারা মূলত মধ্যবিত্ত পরিবার থেকে আগত এবং লজিং-মেস-হোস্টেলে বড় হয়েছেন, এমন একটা আর্থ-সামাজিক-রাজনৈতিক বিপ্লবের সূচনা করে গেছেন যাকে রাষ্ট্রের আদালাত-বন্দুকের নিষ্ঠুরতা দিয়েও নির্মূল করা সম্ভব নয়।

আমি জামায়াত-শিবিরের সাংগঠনিক তৎপরতাকে অত্যন্ত মর্যাদাকর ও শক্তিশালী হিসেবে বিবেচনা করি। তাদের লড়াইকে অপ্রতিরোধ্য বিজয়মুখী হিসেবে দেখতে পাই। কিন্তু মুশকিল দেখি তাদের রাজনীতি ও রাজনৈতিক বয়ানে। আমার পর্যবেক্ষণ হলো, জামায়াত যদি তার রাজনীতিকে যথাযথ করতে জগতকে বিচারের ক্ষেত্রে পর্যালোচনা পদ্ধতি আপগ্রেড করে তাহলে দলটির সাংগঠনিক শক্তির সুফল জনগণের সামনে দৃশ্যমান হয়ে উঠবে।

এখন কথা হলো, এই কাজটা কে করবে? এটি কি জামায়াতের নেতাকর্মীদের দায়িত্ব? আমি এমনটি মনে করি না। আমার মতে সীমাহীন মুর্খতা ও পলায়নবাদীতার কারণে দুনিয়ার সব কিছুর বোঝা জামায়াত-শিবিরের নেতাদের ওপর চাপিয়ে দেওয়া হয়। যে কাজ দার্শনিক, বুদ্ধিজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজ বিজ্ঞানীর তা তারা পালন না করে জামায়াতকে দোষারোপ করেন।

বহু স্কলার, শিক্ষক, গবেষক জামায়াত করেন৷ তারা কেউ হয়তো রোকন, নিয়মিত চাঁদা দেন, রিপোর্ট রাখেন। কিন্তু বস্ত আর বাস্তবতা নিয়ে নিজের যোগ্যতাকে ব্যবহার করে ইসলামী আন্দোলনের জন্য কাজ করেন না।

যেমন আমি দেখি, ডাক্তাররা সহীহ নামাজ শিক্ষাসহ বিভিন্ন ইসলামী নানা বইয়ের অনুবাদ করছেন। কিন্তু জাতীয় চিকিৎসা নীতি, স্বাস্থ্যনীতির বিদ্যমান বাস্তবতা পর্যালোচনা করে একে ইসলামের আলোকে গণমুখী করা নিয়ে কোনো আলোচনা কোথাও শুনি না। এখন মীর কাশেম আলীরা তাদের সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে যতটা পারছেন কিছু বেস্ট অবকাঠামো তথা হাসপাতাল-ক্লিনিক করে গেছেন। কিন্তু গণমুখী চিকিৎসার লড়াইটা তো তাদের কাজ ছিল না। এইটা ছিল এ সেক্টরের লোকদের কাজ, তারা তা করেন নাই কিন্তু।

ধরেন মিডিয়ার কথা। বগুড়া থেকে আসা একটা এতিম ছেলে স্বপ্ন দেখছিলেন এ দেশে একটা ইসলামী দৈনিক পত্রিকা প্রতিষ্ঠার। শহীদ আবদুল মালেক (রহ.)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমেস্ট্রির ছাত্র। তারপর দৈনিক সংগ্রাম হলো। অবকাঠামোর দিক থেকে বাংলাদেশের অন্যতম সমৃদ্ধ মিডিয়া। বস্তুনিষ্ঠতার দিক থেকে সবার সেরা। আমি সাংবাদিকতার ছাত্র হিসেবে বলছি, সংগ্রামে কখনো মিথ্যা খবর ছাপা হয় না। জামায়াতের মুখপাত্র হলেও দলের দালালি করে না।

এখন কথা হলো মিডিয়া অবকাঠামো তৈরি হলেও বিদ্যমান বাজার-আইন-বাস্তবতারকে পর্যালোচনা করে কিভাবে একটা এন্টিস্টাব্লিশমেন্ট প্রোপিপল মিডিয়া চলবে তা বের করার গবেষণা করার দায়িত্বটি কি শহীদ আবদুল মালেকের না, আবুল আসাদ ভাইয়ের? এই কাজ না হওয়ার কারণেই নয়াদিগন্ত বা দিগন্ত টিভির মতো বড় বাজেটের মিডিয়া এসে সম্ভ্রম বাঁচিয়ে বাজারমুখী হওয়ার বেশি কিছু করতে পারেনি।

এক্ষেত্রে পরিহাস হলো এসব নিয়ে গবেষণা, নয়া চিন্তার উদ্ভাবন করার কাজে উপযুক্ত মানুষের খোঁজ না করে খোদ মিডিয়াগুলো পরিচালনায় নিযুক্ত কিছু কর্তাই নীতি গবেষণার কাণ্ডারি হয়ে যান। অথচ এসব কাজের একাডেমিক ও ইন্টেলেকচুয়াল যোগ্যতা তাদের ছিল না।

আমার মত হলো, জগত-রাষ্ট্র-সমাজকে নৈর্বত্তিকভাবে বিচার করে নিজস্ব রাজনীতিকে পর্যালোচনার বুদ্ধিজীবীতা, গবেষণা, পাণ্ডিত্যের অভাবগুলো পূরনের কাজটা আগ্রহীরা যখন করতে শুরু করবেন, তখন জামায়াতের বিপুল শক্তিসামর্থ খুব সহজেই বিজয়ী হতে থাকবেন। এক্ষেত্রে তাদের নিন্দা করার খাসলতের চেয়ে বুদ্ধিজীবীতা, নীতি, দার্শনিকতা, চিন্তা দিয়ে সমৃদ্ধ করার কাজ করতে হবে, জামায়াতকে কিছু চাপানোর চেয়ে হেজিমনি তৈরিকে প্রাধান্য দিতে হবে। মানে সাধারণের কাছেই যেন একটা পারসেপশন তৈরি হয়, যা জামায়াতও বিবেচনা করবে।

কপি পোষ্টঃ- খোমেনি এহেসান

30/09/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়লেখা উপজেলা শাখার সীরাতুন্নবী ( সা:) মাহফিল সম্পন্ন।

12/09/2024

বর্তমান সময়ে পুরুষদের সবচেয়ে অবহেলিত আমল হলো :
❝দৃষ্টির হেফাজত করা❞
এমন অবস্থা যে, পরিপূর্ণ পর্দা করা বোনেরা ও রেহাই পায় না অ-বৈধ দৃষ্টি থেকে।

https://youtu.be/5mUA38UbCEQ?si=wQpBwPHkg0_uV6Vo
07/09/2024

https://youtu.be/5mUA38UbCEQ?si=wQpBwPHkg0_uV6Vo

জামায়াতে ইসলামীর রাজনীতির সাফাই গাইলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতের রাজনীতিত...

https://youtu.be/08FBaAUD85g?si=Fbz9W9JZzoAGekwa
07/09/2024

https://youtu.be/08FBaAUD85g?si=Fbz9W9JZzoAGekwa

বিষয় : জান্নাতের টিকেট বিক্রেতা সেই আলেম এখন কোথায়শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল মাদানী আলোচক, পিস টিভি বাংলা ও আত-তাহ...

23/01/2024

বক্তৃতা শিখার জন্য ৬ মাস সময় চাইলেন সাকিব আল হাসান।

Address

Sylhet
Dhaka
SYLHET

Alerts

Be the first to know and let us send you an email when দৈনিক বড়লেখা-Daily Barlekha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দৈনিক বড়লেখা-Daily Barlekha:

Share