24/10/2025
আগামী মাসের প্রথম সপ্তাহে Tutorboi.com শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ্। প্রথমে টিউটর সিরিজের বইগুলো পাবেন এবং পর্যায়ক্রমে জব, এডমিশনসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার বইসমূহ পাবেন। তবে আমার বিশেষ আগ্রহ হচ্ছে ব্যবসা, উদ্যোক্তা, মার্কেটিং, আত্মোন্নয়ন বইসমূহের প্রতি।
✅কেন বই বিক্রিতে নামছি?
টিউটর সিরিজের বইগুলো সারাদেশে সব জায়গায় সুলভ মূল্যে পাওয়া যায় না এবং অনেক জায়গায় এভেইএবলও না। বিশেষ করে উপজেলা শহর ও কিছু কিছু জেলা শহরের লাইব্রেরিগুলোতে। আমরা দীর্ঘ চেষ্টা করেও সমস্যাটির সমাধান করতে পারিনি। অন্যান্য বুকশপগুলোর সাথে চেষ্টা করেও কোন সমাধানে পৌঁছতে পারিনি। তাই শেষ পর্যন্ত “টিউটর সিরিজ”-এর বইগুলো সবার কাছে সহজে পৌঁছে দিতে টিউটর বই ডট কম শুরু করতে যাচ্ছি।
✅ Tutorboi.com ক্যাশ অন ডেলিভারিতে বই দিবে?
আমরা অলরেডি স্টেডফাস্টের সাথে কাজ শুরু করেছি। আশা করি দ্রুতই অগ্রিম ও ক্যাশ অন ডেলিভারি উভয় অপশন চালু করব ইনশাল্লাহ।
সকলে দোয়া করবেন এবং Tutor boi পেইজে লাইক দিয়ে পাশে থাকবেন।