Flyer Express Ltd.

Flyer Express Ltd. Flyer Express Ltd. is one of the promising courier company which you can trust and rely. We are fully operating now across the country.

Our mission is to exceed your expectations by delivering excellence in every parcel, package, and letter entrusted to us. We understand the importance of timely deliveries and the impact it has on your business or personal commitments.

27/06/2025

মেঘে_ ঢাকা

প্রতিবছর রবিউল আউয়াল মাসে প্রিয় নবীর মুবারক জন্ম দিনে মুসলিম বিশ্বে প্রতিটি মু’মীনের অন্তরে ঈমানি প্রেরণায় ধ্বনিত হয় ঈদে...
15/09/2024

প্রতিবছর রবিউল আউয়াল মাসে প্রিয় নবীর মুবারক জন্ম দিনে মুসলিম বিশ্বে প্রতিটি মু’মীনের অন্তরে ঈমানি প্রেরণায় ধ্বনিত হয় ঈদে মিলাদুন্নবী। ঈদে মিলাদুন্নবী তিন শব্দের সমন্বয়ে গঠিত (ঈদ+মিলাদ+নবী)। মুসলিম মিল্লাতের সুপ্ত সংস্কৃতির বিকাশে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপনের কার্যক্রম মুমিন জীবনে নবীপ্রেমের বহিঃপ্রকাশ ঘটায়। ইসলামি শরিয়তের পরিভাষায় সে দিনকে ঈদ বলা যায়, যে দিন আল্লাহ তা’লার পক্ষ থেকে তার মাখলুক কোনো নিয়ামত প্রাপ্ত হয়। মাখলুকাত আল্লাহর পক্ষ থেকে রাহমাতে আলম হিসেবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে পেয়েছে সর্বশ্রেষ্ঠ নিয়ামত। কোরআন, হাদিস ও সাহাবায়ে কেরামদের আ’মাল থেকে নিঃসন্দেহে প্রমাণিত, দু’জাহানের মুক্তির দিশারি রাহমাতুল্লিল আলামিন রাসুলে আরাবী মুহাম্মাদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল, সোমবার সোবহে সাদিকের সময় এ পৃথিবীতে শুভাগমন করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আগমনের দিন কেবল ঈমানদারদের জন্য নয়, বরং সৃষ্টি জগতের সবার জন্য এক বড় নিয়ামত, আনন্দ ও রহমতের দিন। এজন্য গোটা বিশ্বের ঈমানদার মুসলমানরা শরিয়তসম্মত উপায়ে অত্যন্ত ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন করে থাকেন। পবিত্র মিলাদুন্নবী হচ্ছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর প্রতি অকৃত্রিম মহব্বত প্রকাশের অন্যতম একটি মাধ্যম। মিলাদুন্নবীর ইতিহাস অতি প্রাচীন। মিলাদুন্নবীর সূচনা করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন! কোরআন মজিদের সুরা আল ইমরানের ৮১-৮২ নম্বর আয়াতে ওই মিলাদুন্নবী মাহফিলের কথা উল্লেখ রয়েছে। নবীজির সম্মানে এটাই ছিল প্রথম মিলাদ মাহফিল এবং মিলাদ মাহফিলের উদ্যোক্তা ছিলেন স্বয়ং আল্লাহ তায়ালা। সুতরাং মিলাদ মাহফিল হচ্ছে আল্লাহর সুন্নাত বা তরিকা। তাই মিলাদুন্নবী উদযাপনের মাধ্যমে সুন্নতে এলাহী পালন করা হয়! সুন্নত পালনের কারণে আল্লাহর মহব্বত ও দয়া লাভ করা যায়; মহান আল্লাহ তা’লা বলেন, হে রসুল! আপনি বলুন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, তবে আমার অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুনাহগুলো মাফ করে দেবেন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। (আল-ইমরান : ৩১)। মিলাদুন্নবী মুমীন মুসলমানদের অন্তরে হুব্বে রাসুল বৃদ্ধি করে। যার ভেতর রাসুলের প্রেম নাই, সে মু’মিন হতে পারে না। শুধু বাহ্যিক সুন্নাত পালন রাসুলপ্রেম নয়। বাহ্যিক সুন্নাতের সঙ্গে আন্তরিক ও আত্মিক সম্পর্ক থাকতে হবে এবং এ আত্মিক সম্পর্কের ফলে প্রেমিকের দৃষ্টিতে শুধু প্রেমাস্পদই বিরাজ করবেন। মিলাদুন্নবী পালনের ফজিলত: প্রখ্যাত মুহাদ্দিস ও ঐতিহাসিক আল্লামা ইবনে হাজার আল-হায়তামী আল মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি (৯০৯-৯৭৪ হি:) তাঁর ‘আন্নি’মাতুল কুবরা আলাল আ’লম’ গ্রন্থে কয়েকটি হাদিস উল্লেখ করে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের গুরুত্বপূর্ণ ফজিলত ও তাৎপর্যের কথা তুলে ধরেছেন। (ক): হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ‘যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্যে একটি দেরহাম ব্যয় করবে সে বেহেশতে আমার সাথী হবে। (খ): হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মান করল, সে যেন ইসলামকে জিন্দা করল। (গ): হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্য একটি দিরহাম খরচ করবে সে যেনো বদর ও উহুদ যুদ্ধে অংশগ্রহণ করল। (সুবহানাল্লাহ)। (ঘ): হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি মিলাদ শরীফের সম্মান করবে তার মৃত্যু ঈমানের সাথে হবে, এবং সে বিনা হিসেবে জান্নাতে যাবে। (ঙ): আল্লামা জালালুদ্দীন সুয়ুতি ও আল্লামা হাফিজ আবুল খাত্তাব উমর ইবনে দাহইয়ার মিলাদুন্নবীর ফজিলত সম্পর্কে বলতে গিয়ে তাদের কিতাবে প্রখ্যাত সাহাবী হযরত আবু আমের আনসারী রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত মহব্বতের সাথে মিলাদুন্নবী পালনের ঘটনা উল্লেখ করেন। হাদিস: হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত: তিনি বলেন, আমি একদিন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সাথে মদিনাবাসী আবু আমের রাদিয়াল্লাহু আনহুর গৃহে গমন করে দেখতে পেলাম তিনি তার সন্তানাদি ও আত্মীয়-স্বজনদেরকে একত্রিত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর পবিত্র মিলাদ শরীফের বিবরণী শিক্ষা দিচ্ছেন এবং বলেছেন যে, আজই সেই পবিত্র জন্ম দিন। এই মাহফিল দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুশি হয়ে তাকে সুসংবাদ দিলেন, নিশ্চয়ই আল্লাহ্ তায়ালা তোমার জন্যে মিলাদের কারণে রহমতের অসংখ্য দরজা খুলে দিয়েছেন এবং ফেরেশতাগণ তোমাদের সকলেরই জন্যে মাগফিরাত কামনা করেছেন।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়!বাংলাদেশ ২  ০ পাকিস্তান অভিনন্দন বাংলাদেশ!
03/09/2024

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়!
বাংলাদেশ ২ ০ পাকিস্তান
অভিনন্দন বাংলাদেশ!

Our ServiceFruits & vegetables Export Garments Products Manufacturers.Garments products Export Garments Products Wholesa...
21/08/2024

Our Service

Fruits & vegetables Export
Garments Products Manufacturers.
Garments products Export
Garments Products Wholesaler (Local Market)

"যশোর থেকে ৪০০০ টন বাঁধাকপি বিদেশে রপ্তানী করা হয়েছে । বাঁধাকপি বিদেশে রপ্তানীর লক্ষ্যে গত ২০২২-২০২৩  বছর। সেফ এগ্রো প্র...
14/07/2024

"

যশোর থেকে ৪০০০ টন বাঁধাকপি বিদেশে রপ্তানী করা হয়েছে । বাঁধাকপি বিদেশে রপ্তানীর লক্ষ্যে গত ২০২২-২০২৩ বছর। সেফ এগ্রো প্রসেসিং এর প্রতিষ্ঠান ফ্লাইয়ার এক্সপ্রেস লিমিটেড যশোরের চুড়ামনকাটি এলাকায় ওয়ার হাউজ স্থাপন ও কৃষকদের সঙ্গে সমন্বয় করে বিদেশে বাঁধাকপি রপ্তানি কাজে সহযোগিতা করে চলেছে। বাঁধাকপিসহ সবজির গুনগত মান নিরুপণে মাঠ পর্যায়ে কাজ করছে কৃষি বিভাগ।

আমরা আগামী শীত মৌসুমে ২০২৪-২০২৫ অর্থ বছরে দুই মাসে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে জাহাজযোগে বিদেশে ৪শ টন বাঁধাকপির চালান মালয়েশিয়া, সিঙ্গাপুর ও তাইওয়ানে এক্সপোর্ট করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করে যাচ্ছি।

আলহামদুলিল্লাহ আমাদের আরো একটি চালান দুবাই পৌঁছে গেছে
14/07/2024

আলহামদুলিল্লাহ
আমাদের আরো একটি চালান দুবাই পৌঁছে গেছে

14/07/2024

সরাসরি ক্ষেত থেকে সংগ্রহ করা হচ্ছে আলু

এক্সপোর্ট কোয়ালিটি পান চলে যাবে সৌদি আরব।
14/07/2024

এক্সপোর্ট কোয়ালিটি পান
চলে যাবে সৌদি আরব।

14/07/2024

আমাদের দুবাই মার্কেট

14/07/2024

আলু প্রসেং করে রপ্তানির জন্য প্রস্তুত করা হচ্ছে

Address

House 267/1/A, 2rd Floor, 60 Feet Main Road, South Pirerbag, Kamal Sarini, Near Paka Masque, Mirpur
Dhaka
1216

Opening Hours

Monday 09:30 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:30 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801838707474

Alerts

Be the first to know and let us send you an email when Flyer Express Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Flyer Express Ltd.:

Share

Our Story

Remarks™Outfits : Remarks™Outfits আপনাকে দিচ্ছে হাল – ফ্যাশনের টি- শার্ট যা সকল পরিবেশের জন্য মানানসই।আমাদের উদ্ভাবনী নকশা এবং কাপড় আপনার চোখ জুড়িয়ে দিবে। Remarks™Outfits এর পণ্য গুনে মানে অনন্য। তারুণ্যের রুচির সাথে মিল রেখে এই ব্র্যান্ডটি বাজারে এনেছে ১০০% কটনের এবং উন্নতমানের কাপড়ের পণ্য। বিভিন্ন ডিজাইন, বাহারি রঙ মিলিয়ে তৈরি টি-শার্ট পড়তে পারেন ছাত্র অথবা কর্মজীবী যে কেউ। নিজেকে ব্যক্তিত্ববান করে তুলতে আপনিও নিতে পারেন Remarks™Outfitsব্যান্ডের এর পণ্য। এ ছাড়াও আপনি যদি আপনার পছন্দ মত কোন প্রোডাক্টাস তৈ্রী করতে চান তাহলে আমরা আপনার চাহিদা অনুযায়ী প্রোডাক্টাস সরবারহ করব কারন আমাদের আছে নিজেস্ব গার্মেন্টস।১০০% এক্সপোর্ট কোয়ালিটির নিশ্চইয়তা এবং সীমিত মূল্য। Copyright Remarks™Outfits