নবধ্বনি

নবধ্বনি একটি আন্দোলিত ছোটকাগজ..

মাহমুদ হুজাইফার গদ্য যেন বিষাদ খুঁড়ে বেদনা জাগানোর এক নিয়মিত অভ্যাস!অক্টোবর ২০২৫ সংখ্যায়...
27/09/2025

মাহমুদ হুজাইফার গদ্য যেন বিষাদ খুঁড়ে বেদনা জাগানোর এক নিয়মিত অভ্যাস!

অক্টোবর ২০২৫ সংখ্যায়...

27/09/2025

কবিতা: নব্বধ্বনি
কবি : আরিফুল ইসলাম

স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি
আছে কত সেকেলে ধ্বনি,
ধ্বনির পিঠে ধ্বনি তুলে
অবলিলায় কাব্য বুনি।
বইয়ে পড়ি, কথা বলি,
প্রিয় মানুষের বলায় শুনি।
নেই রস নেই কস,
তবুও তো মুখের বলি—

কিন্তু...

কি সেই এমন ধ্বনি,
যার প্রতীক্ষায় প্রহর গুনি?
কি সেই এমন ধ্বনি,
মাস ঘুরতেই যাবে খুঁজে?
কি সেই এমন ধ্বনি,
যার স্পর্শে দিল খুশী?

সে যে তোমার, আমার, সবার প্রিয়,
ধ্বনির রাজা — নব্বধ্বনি।

শিক্ষার্থী, জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা, মিরপুর, ঢাকা

[কবিতাটা কেমন হলো?]

সুপ্রভাত
26/09/2025

সুপ্রভাত

24/09/2025

ইসলামি বইমেলা উপলক্ষে বায়তুল মোকাররমে নবধ্বনির পাঠকদের নিয়ে একটা মিটআপ করতে চাচ্ছি। কবে করা যায়, বলো তো?

(বুধ, বৃহস্পতি ও শুক্রবার ছাড়া বলো। এ তিন দিন আমি আবার রাজধানীর বাইরে থাকি তো! :( )

গতকাল ইসলামি বইমেলায় যাওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ ছিলাম লিটলম্যাগ কর্নারে। দিগ্গজ লেখক, সাংবাদিক, সম্পাদক আর তরুণ লেখকদের সঙ্...
22/09/2025

গতকাল ইসলামি বইমেলায় যাওয়া হয়েছিল। দীর্ঘক্ষণ ছিলাম লিটলম্যাগ কর্নারে। দিগ্গজ লেখক, সাংবাদিক, সম্পাদক আর তরুণ লেখকদের সঙ্গে কথাবার্তা হলো।

এই লিটলম্যাগ কর্নারে প্রদর্শন করা হচ্ছে প্রায় ৫০টি ম্যাগাজিন। তবে আশ্চর্যের কথা হলো, এই আয়োজনে প্রদর্শিত প্রায় সব ক’টি ম্যাগাজিনই সম্পাদনা ও প্রকাশ করে থাকে কওমি মাদরাসার তলাবা ও শিক্ষকগণ।

নানা স্বাদের নানা আকারের ম্যাগাজিনগুলো দেখে সত্যিই অভিভূত হয়েছি। তোমরা সামনের দিনগুলোতে বইমেলায় যাবে, লিটলম্যাগ কর্নারে গিয়ে অবশ্যই ঢুঁ মেরে আসবে।

ইসলামী বইমেলায় লিটলম্যাগ কর্নারে গিয়ে নবধ্বনির সঙ্গে ছবি তুলতে ভুলো না কিন্তু…!
19/09/2025

ইসলামী বইমেলায় লিটলম্যাগ কর্নারে গিয়ে নবধ্বনির সঙ্গে ছবি তুলতে ভুলো না কিন্তু…!

18/09/2025

AI বিষয়ে জরুরি ঘোষণা

নবধ্বনি ফটো কন্টেস্ট ০৩-এর বিজয়ী হয়েছে এ ছবিটি। ছবিটি পাঠিয়েছেন: ইমদাদ উল্লাহ ফিরদাউস। ইমদাদ উল্লাহ, জলদি আমাদের পেজের ই...
17/09/2025

নবধ্বনি ফটো কন্টেস্ট ০৩-এর বিজয়ী হয়েছে এ ছবিটি। ছবিটি পাঠিয়েছেন: ইমদাদ উল্লাহ ফিরদাউস।

ইমদাদ উল্লাহ, জলদি আমাদের পেজের ইনবক্সে তোমার নাম-ঠিকানা ও বিকাশ নম্বর দাও।

তুমি পাবে নগদ ১,০০০ টাকা পুরস্কার!

বৃষ্টির কারণে নবধ্বনি সেপ্টেম্বর সংখ্যা আসতে কয়েকদিন দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। নবধ্বনি পেয়ে যাবে বাংলাবাজার ইসলামী...
15/09/2025

বৃষ্টির কারণে নবধ্বনি সেপ্টেম্বর সংখ্যা আসতে কয়েকদিন দেরি হয়ে গেল। কোনো অসুবিধা নেই। নবধ্বনি পেয়ে যাবে বাংলাবাজার ইসলামী টাওয়ারে নবপ্রকাশ-এর বিক্রয়কেন্দ্রে।

বায়তুল মোকাররমে চলমান ইসলামী বইমেলায়ও পাওয়া যাবে নবপ্রকাশ-এর ১৫০ নং স্টলে। পাওয়া যাবে লিটলম্যাগ কর্নারেও!

দূর থেকে নিতে কল করো: 01974888441

What a photograph!good morning...
13/09/2025

What a photograph!

good morning...

নবধ্বনি ফটো কন্টেস্ট ০৩-এ ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের ছবি থেকে ১৫টি ছবি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হল...
11/09/2025

নবধ্বনি ফটো কন্টেস্ট ০৩-এ ৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীদের ছবি থেকে ১৫টি ছবি প্রাথমিকভাবে চূড়ান্ত করা হলো। এই ১৫টি ছবি থেকে নবধ্বনি কর্তৃপক্ষ একটি ছবিকে বিজয়ী ঘোষণা করবে।

তোমাদের কাজ হলো, এই ১৫টি ছবি থেকে তোমার পছন্দের ছবিগুলো লাইক করা। কেননা তোমাদের মতামতও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে বিজয়ী নির্বাচনে নবধ্বনি কর্তৃপক্ষের সিলেকশনই চূড়ান্ত বলে বিবেচ্য হবে।

তো, পছন্দ করো তোমার ভালো লাগার ছবিগুলো।

💵 ফটো কন্টেস্ট বিজয়ী পাবে নগদ এক হাজার (১,০০০) টাকা পুরস্কার।

সেপ্টেম্বর সংখ্যার জন্য পাঠানো আহসান তালহা’র লেখাটা পড়ে মোহিত হয়ে গেছি...
09/09/2025

সেপ্টেম্বর সংখ্যার জন্য পাঠানো আহসান তালহা’র লেখাটা পড়ে মোহিত হয়ে গেছি...

Address

11/1 Banglabazar
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when নবধ্বনি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নবধ্বনি:

Share

Category