04/10/2025
জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশের শহর বন্দর, গ্রামে, নগরে এখনো বিরামহীন ভাবে চাঁদাবাজি চলছে। একই সঙ্গে চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।উন্নতির কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সকল মানুষের মাঝে অস্থিরতা। এর মধ্যে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।
শনিবার বিকেলে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।
এ সময় ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আরো বলেন, বর্তমানে দেশে সকল ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, গার্মেন্টস কর্মী, দিনমজুর,রিক্সাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ সকল শ্রেণী পেশার মানুষ আজ নানা সমস্যার জর্জরিত । এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে, তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য নিরপেক্ষ অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।
তিনি আরো বলেন, দেশের সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজীর হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পাচ্ছে না । এখনো ব্যবসা প্রতিষ্ঠান, জমি জমা দখল হচ্ছে, হাটবাজার দখল হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি নির্বাচনমুখী দল, ৯০ এর পরে একটি ছাড়া আমরা সকল নির্বাচনে অংশগ্রহণ করেছি। জাতীয় পার্টি বিশ্বাস করে নির্বাচন ছাড়া অন্য কোন উপায়ে সরকারে যাওয়ার সুযোগ নেই। তাই আগামী নির্বাচনেও জাতীয় পার্টি জোট করে নির্বাচন করবে। কাদের সাথে জোট হবে সে ব্যাপারে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে নির্বাচনের আগে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হতে হবে। সামগ্রিকভাবে দেশে দৃশ্যমান স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় আরো অংশগ্রহণ করেন, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়ার কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, নির্বাহী চেয়ারম্যান- এডভোকেট মুজিবুল হক চুন্নু, কো- চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান টেপা, সফিকুল ইসলাম সেন্টু, লিয়াকত হোসেন খোকা, মোস্তফা আল মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মওলা,জসিম উদ্দিন ভূইয়া, আরিফুর রহমান খান, ফখরুল আহসান শাহজাদা, মোঃ বেলাল হোসেনে।
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন,হাজী নাসির উদ্দিন, রেজাউল করিম, গোলাম মোস্তফা,সাইফুদ্দিন আহমেদ শিপু, আমিনুল ইসলাম সেলিম , মিজানুর রহমান, জিয়াউর রহমান বিপুল, ওয়াহিদুর রহমান, আবদুস সাত্তার, মোহাম্মদ মাসুম, এস এম হাশেম,মিজানুর রহমানপ্রথম যে মিজানুর রহমান দুলাল, ,মোঃ আলমগীর হোসেন