26/04/2025
যোগাযোগ:
+880 1743-498975
সুমনা শেখ
নির্বাহী পরিচালক
bhaiboon fb school -
ভাইবোন এফবি স্কুল
(টাকা সোনার হরিণ নয়)
দেশের প্রথম ফেসবুকআয় প্রাতিষ্ঠানিক প্লাটফর্ম
ফেসবুক মনিটাইজেশন কোনো হাতি ঘোড়া নয়, আমরা ৩৬ জন জুলাই যোদ্ধা এক্সপেরিমেন্ট চালিয়ে দেখেছি, খুব সহজ। হয়তো ফেসবুক অফিস কর্তৃক উচ্চতর ডিগ্রি অর্জনকারী শিক্ষক পেয়েছি তা সত্যি যিনি মাত্র ১৫ দিনে আমাদের ছত্রিশ জনকে ইনকাম দেখিয়েছেন, আজ তার দ্বিতীয় ক্লাসে অবাক হয়ে গেলাম।
যে মনিটাইজেশন পেতে ষ্ট কনটোন্ট ক্রিয়েটারদের ভোগের বস্তু হতে হয়েছে কতজনকে, তা এতো সহজ!
আসুন, টাকা লাগবে না, নিজেই মনিটাইজ ব্যবহারকারী হয়ে যান। টাকা লাগবে না। শুধু আমাদের শিক্ষক এই মুহূর্তে তার নাম প্রকাশ করতে নিষেধ করেছেন এতটুকু মানবেন। তিনি প্রচার চান না উন্নয়ন চান সত্যিটা মানুষকে জানাতে চান।
কনটেন্ট ক্রিয়েটার সম্পর্কে মানুষের ধারণা বদলে দিতে চান। তার বার্তা হচ্ছে- আলমদের মত মূর্খ দিয়ে কোন মতে একটি কনটেন্ট হয় যা সমাজে বা সমাজ পরিবর্তনে কোন ভূমিকা রাখতে পারেনা।
কিন্তু ফেসবুক স্রষ্টা জুকারবার্গ তো কনটেন্ট বানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর পদবি বানিয়েছেন যেন প্রত্যেকটা লোক সমাজে আলো হতে পারে।
নিজেকে তুলে ধরতে পারে।
আজ সুশিক্ষিত মানুষ ছাড়া আলো ছড়ানো বা আলো জ্বালানো ঝুঁকিপূর্ণ, কেননা- মূর্খের হাতের মোমবাতি জ্বালাতে গিয়ে অসাবধানতায় ঘরে আগুন লাগিয়ে একটি গ্রাম বা শহর পুড়িয়ে দেয়ার কারণ হতে পারেন।
তাই আগে মূর্খকে জ্ঞান দাও মোমবাতি আগুন জ্বালানো সম্পর্কে এরপর তাকে মোমবাতি দাও হাতে।
এখানে কাউকে ছোট করা হয়নি আসলে দায়িত্বটা বোঝানো হয়েছে।
অর্থাৎ, একটি কনটেন্ট মিলিয়ন মিলন মানুষকে পথভ্রষ্ট করতে পারে আবার সচেতনও করতে পারে। তাই সস্তা কন্টেন্ট নয় আসুন সত্যিকার কন্টেন্ট বানাই, মূর্খ দেহ*লোভী ক্রিয়েটরদের বয়কট করি।
আরো যোগদিন
July changer
a content creator plarform
Facebook Nasrin Sultana Facebook