Genius Itv Society

16/10/2025
আলহামদুলিল্লাহ্‌, চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ভিপি, জিএসসহ ২৪টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়। শহীদী ...
16/10/2025

আলহামদুলিল্লাহ্‌, চাকসু নির্বাচনে ২৬টি পদের মধ্যে ভিপি, জিএসসহ ২৪টি পদে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেলের বিজয়। শহীদী ক্যাম্পাসে মহান রব আমাদের সম্মানিত করেছেন। ছুম্মা আলহামদুলিল্লাহ্‌।

14/10/2025

চট্টগ্রাম আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে যদি শিবিরের প্যানেল ঢাবি আর জাবির মত জিতে যায়, তাহলে বুঝতে হবে এই দেশের তরুণদের রাজনৈতিক মনোজগতে সত্যিই একটা পরিবর্তন আসছে।

06/10/2025

"...অবশ্যই ভালে কাজসমূহ মুছে ফেলে মন্দ কাজ সমূহকে.."
সূরা হুদ-১১৪।

আজ বুধবার০১ অক্টোবর ২০২৫১৬ আশ্বিন ১৪৩২ বাংলা০৮ রবিউস সানি ১৪৪৭--------------------ফজর- ৪:৩৬ মিনিটজোহর- ১১:৫২ মিনিটআসর- ৪...
30/09/2025

আজ বুধবার
০১ অক্টোবর ২০২৫
১৬ আশ্বিন ১৪৩২ বাংলা
০৮ রবিউস সানি ১৪৪৭
--------------------
ফজর- ৪:৩৬ মিনিট
জোহর- ১১:৫২ মিনিট
আসর- ৪:০৭ মিনিট
মাগরিব- ৫:৫০ মিনিট
ইশা- ৭:০৩ মিনিট
-------------------------
আজ সূর্যাস্ত- ৫:৪৬ মিনিট
আজ সূর্যোদয়- ৫:৪৯ মিনিট

শহীদ ইয়ামিন ওইদিন ছিলো মহররমের রোজাদার।২ হাজার শহীদের বিচার এ বাংলার জমিনে না করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে চায় ...
30/09/2025

শহীদ ইয়ামিন ওইদিন ছিলো মহররমের রোজাদার।

২ হাজার শহীদের বিচার এ বাংলার জমিনে না করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলে নিতে চায় প্রফেসর ইউনুস।

মুদি মনে হয় আবার মাফ চাইতে আসিছিলো প্রফেসর ইউনুসের সাথে।

যারা দখলের নিয়তে আফগা'নিস্তানের মাটিতে পা রাখতে চাইবে, যারা বাগরাম বিমান ঘাঁটি দখলের স্বপ্ন দেখবে, তাদের জন্য শুভেচ্ছা ব...
25/09/2025

যারা দখলের নিয়তে আফগা'নিস্তানের মাটিতে পা রাখতে চাইবে, যারা বাগরাম বিমান ঘাঁটি দখলের স্বপ্ন দেখবে, তাদের জন্য শুভেচ্ছা বার্তা। তাদেরকে স্বাগত জানাতে বিভিন্ন চত্ত্বরে অত্যাধুনিক "হাম্ভি" গাড়ি সাঁজিয়ে রাখা হয়েছে। এবং আফগান সেনা প্রস্তুত যেন আফ..গানের মাটিতে পা রাখার সাথে সাথেই অতীত ইতিহাস মনে পড়ে যায়। 💪

25/09/2025

*🌸জুমার দিনের একটি হৃদয়ছোঁয়া বার্তা 🌸*

স্মরণ করিয়ে দিচ্ছি —নবী মুহাম্মদ ﷺ-এর উপর দরূদ পাঠ করুন। (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)। এবং বেশি বেশি ইস্তেগফার পড়ুন।

সূরা কাহফ পাঠ করুন।
📖 এতে জুমার দিন নূর (আলো) ছড়িয়ে পড়ে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত।(পুরাটা না পারলেও অন্তত প্রথম ১০ আয়াত)

জুমার দিনে একটি বিশেষ দোয়া কবুলের সময় আছে।— এ সময়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন—সেই সময়টিকে খুঁজে নিন ও দোয়া করুন।

মৃতদের জন্য দোয়া করুন—হে আল্লাহ, তাদের ক্ষমা করুন, তাদের প্রতি দয়া করুন।

এই জুমার দিন হোক আপনার জন্য রহমত, বরকত ও মাগফিরাতের বাহক। 🤲🏻🌸

18/09/2025

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

“বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” প্রচলিত ধারার ছাত্র সংগঠনের ন্যায় চমকপ্রদ শ্লোগান সর্বস্ব কিংবা ইস্যুভিত্তিক কোন সাময়িক উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে গঠিত হয়নি। বরং নবী-রাসূলগণ পৃথিবীর মানুষকে যে মহান সত্যের পথে আহ্বান জানিয়েছিলেন সেই একই দাওয়াত নিয়ে ছাত্র সমাজের মধ্যে কাজ করতে চায়।

ছাত্রশিবির একটি দ্বীনি প্রতিষ্ঠান। আখিরাতের নাযাতকে আমরা চূড়ান্ত গন্তব্য হিসেবে ঠিক করেছি। জাগতিক সফলতা কিংবা পার্থিব মোহ আমাদের চূড়ান্ত কাম্য নয়। আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের মূল লক্ষ্য।

আমাদের সংগঠনের লক্ষ ও উদ্দেশ্য হচ্ছে “আল্লাহ প্রদত্ত ও রাসূল (সা) প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনবিন্যাস সাধন করে আল্লাহর সন্তোষ অর্জন।"

জীবনের প্রতিটি দিকে আল্লাহর নির্ধারিত বিধান মেনে চলা একজন মুসলিমের জন্য আবশ্যক। আমরা আল্লাহর নির্দেশের আলোকেই এই জমিনে মানবসৃষ্ট সকল জুলুম ও নির্যাতনের মূলোচ্ছেদ করতে চাই। এরপর ভাতৃত্ব ও ন্যায় সমৃদ্ধ একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চাই।

এখন প্রশ্ন জাগে এমন একটি সমাজ কীভাবে প্রতিষ্ঠা করা সম্ভব? হ্যাঁ এর জন্য প্রয়োজন কিছু সৎ, দক্ষ ও সত্যিকার দেশপ্রেমিক মানুষ। সেই মানুষ তৈরির ভিশনে আপ্রাণ কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। এই স্বপ্নের পথচলায় মহান রব কবুল করলে আমরা হয়তো একদিন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাবো ইনশাআল্লাহ।

জাহিদুল ইসলাম
সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

18/09/2025

হাফিজুর রহমান সিদ্দিকী(কুয়াকাটা)
একটি মন্তব্য করেছেন।ওনার কথার সারসংক্ষেপ হল,
ইসলামী দলগুলো যখনি ঐক্যবদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হয় তখন ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত করার জন্য কোটি কোটি টাকা আলেমদের নিকট আসে এবং টাকার বিনিময়ে ফতোয়া বিক্রি হয়।

টাকার বিনিময়ে ফতোয়া বিক্রি হয় একথা আমরা বরাবরই জানি। কিন্তু নিরেট সত্যিটা শেষ মেষ হাফিজুর রহমান সিদ্দিকী অকপটে স্বীকার করে নিলেন।

আবার এ ফতোয়া কেবল জামায়াতের বিরুদ্ধে। আওয়ামী লীগসহ অন্যান্য ধরনিরপেক্ষ দলগুলো ইসলামের পক্ষের শক্তি। জামায়াত কেবল ইসলামের দুশমন।টাকা যখন কথা বলে....!

কপি

কূটনীতিক মহলে ছাত্রশিবির কাজের স্বীকৃতি পাচ্ছে দেখে ভালো লাগছে। দীর্ঘদিন যাবৎ এই অঙ্গনে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করেছি...
17/09/2025

কূটনীতিক মহলে ছাত্রশিবির কাজের স্বীকৃতি পাচ্ছে দেখে ভালো লাগছে। দীর্ঘদিন যাবৎ এই অঙ্গনে কাজ করার প্রয়োজনীয়তা অনুভব করেছি। আজ বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহীদি গিয়েছিলেন। শহীদি কাফেলা আরো এগিয়ে যাক, প্রিয় ভাইদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

আলহামদুলিল্লাহ।জাকসু নির্বাচনের ফলাফল: ১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)২. জিএস- মো: মাজহারুল ইসল...
13/09/2025

আলহামদুলিল্লাহ।
জাকসু নির্বাচনের ফলাফল:

১. ভিপি- আব্দুর রশিদ জিতু (স্বতন্ত্র শিক্ষার্থী প্যানেল)
২. জিএস- মো: মাজহারুল ইসলাম (শিবির প্যানেল)
৩. এজিএস (পুরুষ)- ফেরদৌস আল হাসান (শিবির প্যানেল)
৪. এজিএস (নারী)- আয়েশা সিদ্দীকা মেঘলা (শিবির প্যানেল)

৫. শিক্ষা ও গবেষণা সম্পাদক- আবু ওবায়দা ওসামা (শিবির প্যানেল)
৬. পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক- মো. শাফায়েত মীর (শিবির প্যানেল)
৭. সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- মো. জাহিদুল ইসলাম (শিবির প্যানেল)
৮. সাংস্কৃতিক সম্পাদক- মহিবুল্লাহ শেখ জিসান (স্বতন্ত্র) / আলী জাকি শাহরিয়ার (শিবির প্যানেল)
৯. সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: রায়হান উদ্দীন (শিবির প্যানেল)
১০. নাট্য সম্পাদক- মো রুহুল ইসলাম (শিবির প্যানেল)
১১. ক্রীড়া সম্পাদক-মাহমুদুল হাসান কিরন (স্বতন্ত্র)
১২. সহ-ক্রীড়া সম্পাদক (নারী)- ফারহানা আক্তার লুবনা (শিবির প্যানেল)
১৩. সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ)- মো. মাহাদী হাসান (শিবির প্যানেল)
১৪. তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক- মো. রাশেদুল ইসলাম লিখন (শিবির প্যানেল)
১৫. সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক- আহসাব লাবিব (গণতান্ত্রিক ছাত্র সংসদ-বাগছাস)
১৬. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী)- নিগার সুলতানা (শিবির প্যানেল)
১৭. সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (পুরুষ)- মো. তৌহিদ হাসান (শিবির প্যানেল)
১৮. স্বাস্হ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক- হুসনী মোবারক (শিবির প্যানেল)
১৯. পরিবহন ও যোগাযোগ সম্পাদক- মো. তানভীর রহমান (শিবির প্যানেল)

২০. কার্যকরী সদস্য---
পুরুষ-১: মো. তরিকুল ইসলাম (শিবির প্যানেল)
পুরুষ-২: মো. আবু তালহা (শিবির প্যানেল)
পুরুষ-৩: মো. মহসিন (শিবির প্যানেল)

নারী-১: নাবিলা বিনতে হারুণ (শিবির প্যানেল)
নারী-২: ফাবলিহা জাহান (শিবির প্যানেল)
নারী-৩: নুসরাত জাহান ইমা (শিবির প্যানেল)

Address

Dhaka

Opening Hours

Monday 08:00 - 19:00
Tuesday 08:00 - 19:00
Wednesday 08:00 - 19:00
Thursday 08:00 - 19:00
Friday 16:00 - 19:00
Saturday 08:00 - 19:00
Sunday 08:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Genius Itv Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share