Salat Namaz

Salat Namaz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Salat Namaz, Digital creator, Dhaka.

15/10/2024

❝ই'ব'লিশ শ'য়'তা'ন ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিল আর তাকে যখন শ'য়তা'ন বলে আরশ থেকে নি''ক্ষি'প্ত করা হচ্ছিল তখন সে বলেছিল আমি যত বছর আপনার ইবাদত করেছি এর পরিবর্তে আমি যা চাই তাই দিতে হবে❞.........

❝আল্লাহ বলেন,, কি চাও❞??

❝উওরে শ'য়'তান বলল,, হে আল্লাহ আপনি আমাকে পৃথিবীতে মারদুদ হিসেবে নিক্ষেপ করেছেন আমার জন্য একটি ঘর বানিয়ে দিন❞,,,,,,,,

❝আল্লাহ পাক বলেনঃ তোমার ঘর হাম্মাম খানা❞,,,,,

❝শ'য়'তানঃ একটি বসার জায়গা দিন❞..

❝আল্লাহ পাক বলেন,, তোমার বসার জায়গা বাজার ও রাস্তা❞,,,,,,,

❝শ'য়তা'নঃ আমার খাওয়ার প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, তোমার খাওয়া ঐ সব জিনিস যাতে আল্লাহর নাম নেয়া হয় না❞,,,,,,

❝শ'য়'তানঃ আমার পানীয় প্রয়োজন❞

❝আল্লাহ পাক বলেন,, নে'শা'দ্রব তোমার পানি❞

❝শ'য়তা'নঃ আমার দিকে আহবান করার কোন মাধ্যম দিন❞..........

❝আল্লাহ পাক বলেনঃ নাচ-গান, বাদ্য-বাজনা তোমার দিকে আহবান করার মাধ্যম❞.....

❝শ'য়'তানঃ আমাকে লিখার কিছু দিন❞

❝আল্লাহ পাক বলেনঃ শরীরে দাগ দেওয়া উ'ল্কি ট্যা'টু অংকন করা❞,,,,,,

❝শ'য়'তান: আমাকে কিছু কথা দিন❞......

❝আল্লাহ পাক বলেন,, মি'থ্যা বলা তোমার কথা❞,,,,

❝শ'য়তা'নঃ মানুষকে বন্দি করার জন্য একটি জাল ফা'দ দিন❞....

❝আল্লাহ পাক বলেন তোমার জাল ফা'দ হলো বেপর্দা নারী❞

❝রেফারেন্স: তাবরানী অধ্যায়, মাজমাউজ্জা ওয়ায়েদ,,
হাদিস❞ নঃ ২/১১৯

❝হে আমার রব!আমাদের সবাইকে শ'য়তা'নের ধো'কার হাত থেকে রক্ষা করো❞।
❝আমিন❞

- সংগৃহীত

26/09/2024

তোমরা সূর্যকে সেজদা করো না, চন্দকেও না, ;আল্লাহকে সেজদা কর, যিনি এগুলো সৃস্টি করেছেন, যদি তোমরা নিষ্ঠার সাথে শুদু মাত্র তাঁরই ইবাদত কর।
[সুরা ফুসসিলাত, আয়াত :৩৭ ]❤️‍🩹

29/08/2024

"যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করে,
তার হিংসা ও পাপ কমে যায়।"

- আবু দারদা (রাদি.)
[ইমাম আহমাদ, কিতাবুয যুহদ, পৃ: ১১৭]

র'ক্তে ভেজা জুলাই, আগস্ট ভাসছে পানিতে;বাংলাদেশ আমার ভালো নেই।হে আল্লাহ! আমাদের ঈমান বড়ই দূর্বল। তাই আমাদেরকে সকল প্রকার ...
23/08/2024

র'ক্তে ভেজা জুলাই, আগস্ট ভাসছে পানিতে;
বাংলাদেশ আমার ভালো নেই।

হে আল্লাহ! আমাদের ঈমান বড়ই দূর্বল। তাই আমাদেরকে সকল প্রকার ষড়যন্ত্র ও পরিক্ষা থেকে রক্ষা কর।

দেয়ে আসছে বিপদপ্রতিহত করতে না পারলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা কঠিন হয়ে যাবে
30/06/2024

দেয়ে আসছে বিপদ
প্রতিহত করতে না পারলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা কঠিন হয়ে যাবে

26/06/2024

আপনার উপর বিপদ আপদ যখন আসে তখন এটা ভাববেন না যে, আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা আপনার উপর অসন্তুষ্ট। আসলে ঐ সময়টায় আল্লাহ তাআলা আপনার পরীক্ষা নিচ্ছেন‌। তাই আপনার উচিত একজন পরিক্ষার্থীর মতোই আচরণ করা।
কষ্টের সময় গুলোতে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক । তার মানে এই নয় যে, শোকের কারণে আল্লাহর বেঁধে দেওয়া নির্ধারিত সীমা অতিক্রম করলেন । মনে রাখবেন আপনার ব্যাপারে আপনার পরিকল্পনা হয়ত বাস্তবায়ন হয় নি তবে আপনার রবের পরিকল্পনাই বাস্তবায়ন হয়েছে । আপনার ব্যাপারে আপনার পরিকল্পনা থেকে আপনার রবের পরিকল্পনা কি উত্তম নয় !!
আচ্ছা , আপনি চাইলেই কি সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবেন যদি আল্লাহ না চান ! তাই উত্তম পন্থায় সবর করুন। হায় হুতাশ করে দুনিয়া আখেরাত দুইটাই হারায়েন না। শয়তানের পাতানো জালে যেন জরিয়ে না যান সেদিকে খেয়াল রাখুন।
শয়তান চায়-ই আল্লাহর ওয়াদার ব্যাপারে আপনার মনে সন্দেহের সৃষ্টি হোক।
যদি আপনি শয়তানের জালে পা না দেন দেখবেন আল্লাহ যে মর্তবা দিতে চাইছিলেন পরীক্ষায় পাশ করার পর সেটাও পাইছেন আর সাময়িক বিপদের পর এর থেকেও উত্তম কিছু দিয়ে আল্লাহ আপনাকে সন্তুষ্ট করে দিছেন। মনে রাখবেন সবরের মূহূর্ত গুলোতে আপনি একা থাকেন না আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলাও আপনার সাথে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন,
يٰۤاَ يُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِا لصَّبْرِ وَا لصَّلٰوةِ ۗ اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ

"হে মু’মিনগণ! ধৈর্য ও সলাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন।" [আল বাকারা :আয়াত ১৫৩]

শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়্যাহ (রহিমাহুল্লাহ) এবং হকের দিকে দাওয়াতের কারণে তার জেল-জুলুমের অতি সংক্ষিপ বিবরণ।শায়খুল ই...
26/06/2024

শায়খুল ইসলাম ইমাম ইবনে তায়মিয়্যাহ (রহিমাহুল্লাহ) এবং হকের দিকে দাওয়াতের কারণে তার জেল-জুলুমের অতি সংক্ষিপ বিবরণ।

শায়খুল ইসলাম ইবনে তায়মিয়্যাহ (রহিমাহুল্লাহ) কে মোট ৭ বার গ্রেফতার করা হয়। নিচে গ্রেফতারের সাল এবং স্থান, বন্দিদশার সময়কাল, এবং বন্দিত্বের কারণ অতি সংক্ষেপে উল্লেখ করা হল।
১- ৬৯৩ হিজরি
===========
# বন্দিকালীন বয়স - শায়খুল ইসলামের বয়স তখন ৩২।
# বন্দি হবার স্থান - দামেশক থেকে শায়খকে বন্দি করা হয়।
# বন্দিকাল - তিনি কয়েক দিনের জন্য বন্দি ছিলেন।
# বন্দিত্বের কারণ -
আল্লাহর নবিকে এক খ্রিস্টান গালিগালাজ করে। ইবন তায়মিয়্যাহ এবং শায়খ ফারিকি নাইবুস সুলতানের দরবারে গিয়ে এর বিচার চান, খ্রিস্টানকে যখন নিয়ে আসা হচ্ছিল তখন জনগণ তাদের উপর আক্রমণ করে। শায়খুল ইসলাম ইবন তায়মিয়্যাহর উপর লোক খেপানোর অভিযোগ এনে তাকে আটক করা হয়।
২. ৭০৫ হিজরি
============
# বন্দিকালীন বয়স - শায়খুল ইসলামের বয়স তখন ৪৪।
# বন্দি হবার স্থান - কায়রো।
# বন্দিকাল - দেড় বছর।
৭০৫ সালের শুক্রবার রমযান মাসের ২৬ তারিখে তাকে আটক করা হয়। অতঃপর ঈদের দিন তাকে পাহাড়ের কেল্লার জেলখানায় স্থানান্তর করা হয়। ৭০৭ হিজরির ২৩শে রবিউল আওয়াল পর্যন্ত তিনি বন্দি থাকেন।
# বন্দিত্বের কারণ -
আরশের উপর আল্লাহ আরোহণ (ইস্তিওয়া), আল্লাহর কালাম, আল্লাহর অবতরন (নুযুল) ইত্যাদি আল্লাহর সিফাত সংক্রান্ত আকিদার বিষয়ে বিদআতি আশ'আরি আকিদার বিরোধিতা করায়।
৩. ৭০৭ হিজরি
===========
# বন্দিকালীন বয়স - শায়খুল ইসলামের বয়স তখন ৪৬।
# বন্দি হবার স্থান - কায়রো।
# বন্দিকাল - শাওয়াল মাসের ৩ তারিখ; অল্প কয়েক দিনের জন্য।
# বন্দিত্বের কারণ -
ইস্তিগাসাহ (আল্লাহ বাদে অন্যের কাছে চাওয়া), তাওয়াসসুল (আল্লাহর কাছে দোয়ার মধ্যে কোন ব্যাক্তিকে উসিলা বানানো), মুহিউদ্দিন ইবন আরাবিকে যিন্দিক ও কাফির ফাতওয়া দেয়া ইত্যাদির পরিপ্রেক্ষিতে; কায়রোর সুফিপন্থীদের অভিযোগে তাকে আটক করা হয়।
৪. ৭০৭ হিজরি
===========
# বন্দিকালীন বয়স - শায়খুল ইসলামের বয়স তখন ৪৬।
# বন্দি হবার স্থান - শাওয়াল মাসের ২৮ তারিখ কায়রো থেকে দামেশক ফেরার পথে।
# বন্দিত্বের কারণ -
শায়খুল ইসলামকে তার বিগত বন্দি অবস্থায় মুক্তি দেয়া হয়েছিল কিছু শর্ত মেনে চলার ভিত্তিতে এবং তাকে তিনটি অপশন দেয়া হয়েছিল।
১ - মিসরের কায়রো থেকে সিরিয়ার দামেশকে ফিরে যাওয়া।
২ - আকিদা নিয়ে কথা না বলার শর্ত মেনে মিসরের আলেকজান্দ্রিয়া

25/06/2024
17/06/2024

আজকের দিনে গরু খাওয়ার পর শেখ বুরহানুদ্দিনের জন্য অন্তর থেকে দুআ করুন। তাঁর কারণেই রাজা গৌর গোবিন্দকে সিলেটের মাটি থেকে বিতাড়িত করে গরু খাওয়ার স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন শাহ জালাল ইয়েমেনী রাহ.। যারা বিস্তারিত জানেন না তাদের জন্য সংক্ষেপ ইতিহাস একটা লেখা থেকে কমেন্টে তুলে ধরছি।
- মুফতী আব্দুল্লাহ আল মাসুদ

Al-AQSA CRYING, WHERE IS OUR SALAH UDDIN?  🇧🇩🇵🇸
02/06/2024

Al-AQSA CRYING, WHERE IS OUR SALAH UDDIN?
🇧🇩🇵🇸

Address

Dhaka

Telephone

+8801942084684

Website

Alerts

Be the first to know and let us send you an email when Salat Namaz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salat Namaz:

Share