না পাওয়া ভালোবাসা

না পাওয়া ভালোবাসা "যৌনতার এই শহরে প্রেম যখন মাংস বিলাসী"

-তখন হতভাগা এই মন
"সেই ৯০ দশকের ভালোবাসায় বিশ্বাসী "

Zoonaire Customize Drop shoulder
10/08/2025

Zoonaire Customize Drop shoulder

Trending Gurkha Pant From Zoonaire
10/08/2025

Trending Gurkha Pant From Zoonaire

Zoonaire 🌻
10/08/2025

Zoonaire 🌻

05/08/2025
🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!
05/08/2025

🎉 Just completed level 3 and am so excited to continue growing as a creator on Facebook!

রাতটা কেমন জানি ধোঁয়াশা। জানালার পাশে বসে থাকা আমি, আর আমার হাতের শেষ সিগারেটটা, একসাথে নিঃশেষ হয়ে যাচ্ছে। আগুনটা ধরানোর...
29/07/2025

রাতটা কেমন জানি ধোঁয়াশা। জানালার পাশে বসে থাকা আমি, আর আমার হাতের শেষ সিগারেটটা, একসাথে নিঃশেষ হয়ে যাচ্ছে। আগুনটা ধরানোর সময় ঠিক তেমনি একটা চিনচিনে ব্যথা উঠল বুকের বাম পাশে—তোর কথা মনে পড়ল।

তুই চলে গেছিস বহুদিন আগেই, তবুও প্রতিবার সিগারেট টানার সময় মনে হয়, তুই পাশে বসে আছিস। চুপচাপ, কিছু না বলেও কত কিছু বলে দিচ্ছিস চোখের দিকে তাকিয়ে। অথচ তুই এখন কোথায়, কার পাশে—জানি না, জানার অধিকারও আর নেই।

তোর স্মৃতিগুলোও সিগারেটের মতো। প্রথম টানটা স্বস্তির, পরের টানেই দহন শুরু। মনে হয় একটু শান্তি পাবো, কিন্তু শেষে শুধু কাশি আর নিঃশ্বাসের ভার।

তুই আমায় বাঁচাতে পারতিস, আমি তোকে ভুলতে চেয়েছি। কেউই পারিনি। তোকে ভুলতে গিয়ে আমি নেশায় পড়ে গেছি, আর তুই নতুন কাউকে পেয়ে গেছিস—স্মৃতি হয়ে।

তুই একটা নাম রেখে গেছিস আমার জীবনে_নীরদা! সেই নামের মানেই এখন বিষাদ। এখন তোকে আর ডাকি না, শুধু লিখে ফেলি কয়েকটা অব্যক্ত বাক্য, যা তোকে পৌঁছায় না। পৌঁছালেও তুই বুঝিস না।

আমি জ্বলতে জানি, কিন্তু নেভাতে পারি না। যেমন এই সিগারেট, যেমন তোর স্মৃতি।

আজও রাতে ঘুম আসবে না। সিগারেট নিভে যাবে, কিন্তু তুই? তুই তো আগুনই হয়ে থাকবি—ভেতরে ভেতরে পোড়াতে থাকা এক স্মৃতি হয়ে।

18/07/2025

নামাজের মান উন্নত করার ৪ উপায়

নামাজের মান উন্নত করার ৪ উপায়
নামাজ শুধু ধর্মীয় আচার নয়, বরং আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের একটি মাধ্যম। অথচ আমরা অনেক সময় নামাজ আদায় করি তাড়াহুড়া করে, অমনোযোগিতার সঙ্গে বা বলা যায়, যান্ত্রিকভাবে। ফলে নামাজের প্রকৃত উদ্দেশ্য অধরা থেকে যায়, আল্লাহর নৈকট্য লাভ এবং আত্মিক শান্তি হাসিল আর হয় না।

তবে নামাজের মান উন্নত করার জন্য কিছু সহজ কিন্তু শক্তিশালী উপায় রয়েছে, যা আমাদের নামাজকে আরও অর্থপূর্ণ ও মনোযোগী করে তুলতে পারে। নিচে চারটি এমন উপায় নিয়ে আলোচনা করা হলো—

১. এমনভাবে পড়ুন, যেন এটি আপনার শেষ নামাজ
নামাজ এমনভাবে পড়া উচিত, যেন এটি তোমার শেষ নামাজ। কেননা, জানা নাই, এরপরই আমি বাঁচব নাকি বাঁচব না। হতে পারে জীবনের সব পাপ আল্লাহ এই এক নামাজের অছিলায় ক্ষমা করে দেবেন।

এমনভাবে নামাজ পড়, যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে তিনি তোমাকে দেখছেন।
সহিহ মুসলিম, হাদিস: ১৬৮
এমন চিন্তা মনে স্থান দিতে পারলে প্রতিটি রুকু, সিজদা ও তাসবিহ পড়ার সময় সচেতনভাবে আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করব। যেন এটাই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার শেষ সুযোগ।

হাদিসে এসেছে, ‘যখন তুমি নামাজে দাঁড়াও, তখন এমনভাবে নামাজ পড়, যেন তুমি আল্লাহকে দেখছ। আর যদি তুমি তাঁকে দেখতে না পাও, তবে তিনি তোমাকে দেখছেন।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬৮)

২. শরীরকে পুরো বিশ্রাম দিন
নামাজের প্রতিটি অবস্থান—দাঁড়ানো, রুকু, সিজদা, বসা একটি নির্দিষ্ট উদ্দেশ্য বহন করে। কিন্তু তাড়াহুড়ার কারণে আমরা প্রায়ই এই অবস্থানগুলোতে পূর্ণ মনোযোগ দিতে পারি না। নামাজের মান উন্নত করার একটি কার্যকর উপায় হলো প্রতিটি অবস্থানে শরীরকে সম্পূর্ণ বিশ্রামে আনা।

যেমন, আপনি যখন রুকুতে যাবেন, তখন আপনার শরীরের হাড় ও পেশি স্থির হতে দিন। এই সময়ে ধীরে ধীরে ‘সুবহানা রব্বিয়াল আজিম’ বলুন। একইভাবে, সিজদায় গিয়ে শরীরকে শান্ত ও স্থির রাখুন এবং ‘সুবহানা রব্বিয়াল আলা’ ধীরে ধীরে উচ্চারণ করুন।

তাহলে নামাজে তাড়াহুড়া কমে আসবে এবং প্রতিটি রোকন আদায়ে ও প্রার্থনায় মনোযোগ বাড়বে। ড. আবদুল্লাহ ইবনে মুহাম্মদ আল-মুতলাক বলেন, ‘নামাজে প্রতিটি অঙ্গের স্থিরতা এবং মনের একাগ্রতা একে অপরের পরিপূরক।’ (বিউটি অব সালাত, ২০১৮, পৃষ্ঠা: ৪৫, দারুস সালাম প্রকাশনী)

নামাজে মনোযোগ ছুটে গেলে আউযুবিল্লাহ পড়ার অভ্যাস করুন।
৩. শয়তানের প্রভাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা
নামাজের সময় শয়তান আমাদের মনে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করে। হঠাৎ কোনো অপ্রাসঙ্গিক চিন্তা, দৈনন্দিন কাজের চাপ বা অন্যান্য বিষয় মনে আসতে পারে।

এসব থেকে মুক্তি পাওয়ার একটি কার্যকর উপায় হলো নামাজ শুরু করার আগে বা প্রয়োজনে নামাজের মাঝখানে ‘আউজু বিল্লাহি মিনাশ শায়তানির রাজিম’ (আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি অভিশপ্ত শয়তান থেকে) বলা। আল্লাহর ইচ্ছায়, এই দোয়া আমাদের মনকে শয়তানের প্রভাব থেকে মুক্ত করে এবং আল্লাহর দিকে মনোযোগ ফিরিয়ে আনবে।

আরও পড়ুন
জীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’
২৪ মে ২০২৫
জীবনকে ছন্দে ফেরাবে ‘ধীর নামাজ’

কোরআনে আল্লাহ বলেন, ‘যখন তুমি কোরআন পড়তে শুরু কর, তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা কর।’ (সুরা নাহল, আয়াত: ৯৮)

এই নির্দেশনা নামাজের ক্ষেত্রেও প্রযোজ্য, কারণ, নামাজে কোরআন পড়া হয় এবং এটি একটি ইবাদত। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘শয়তান মানুষের মনে ফিসফিস করে, কিন্তু আল্লাহর স্মরণ তাকে দূর করে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস: ৩,২৮৯)

তাই নামাজে মনোযোগ ছুটে গেলে আউযুবিল্লাহ পড়ার অভ্যাস করুন।

আল্লাহু আকবর বলার মাধ্যমে মুমিন তার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং সবকিছুর ওপর আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে।
ইমাম ইবনে তাইমিয়া, মাজমুয়ায়ে ফাতাওয়া
৪. ‘আল্লাহু আকবর’–এর অর্থ হৃদয়ে ধারণ করুন
নামাজে আমরা বারবার ‘আল্লাহু আকবর’ বলি, কিন্তু এই শব্দগুলোর গভীর অর্থ নিয়ে আমরা কতটুকু ভাবি? ‘আল্লাহু আকবর’ মানে আল্লাহ সবকিছুর চেয়ে মহান। এর মানে হলো, আমরা নামাজের আগে যা করছিলাম, নামাজের পরে যা করব, বা যে কারণে তাড়াহুড়া করছি, তার সবকিছুর চেয়ে আল্লাহ বড়।

প্রতিবার ‘আল্লাহু আকবর’ বলার সময় এটি মনে করুন যে আল্লাহর চেয়ে বড় কিছু নেই। ইমাম ইবনে তাইমিয়া বলেন, ‘আল্লাহু আকবর বলার মাধ্যমে মুমিন তার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে দেয় এবং সবকিছুর ওপর আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করে।’ (মাজমুয়ায়ে ফাতাওয়া, ১৯৯৫, পৃষ্ঠা: ২২০, দারুল ওয়াফা প্রকাশনী)

মোট কথা, নামাজ আমাদের জীবনের একটি অমূল্য উপহার, যা আমাদের আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপনের সুযোগ দেয়। ওপরে যে চারটি উপায় বলা হলো, সেগুলো সহজ হলেও এর প্রভাব গভীর। আসুন, চেষ্টা করে দেখি।

14/07/2025
25/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

❤️❤️❤️❤️
18/03/2025

❤️❤️❤️❤️

18/03/2025

I gained 9,268 followers, created 73 posts and received 63 reactions in the past 90 days! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉


না পাওয়া ভালোবাসা

18/03/2025

যেখানে ঘর বাঁধব আমি
আসে আসুক বান--
তুমি যদি ভাসাও মোরে
চাই নে পরিত্রাণ

— রবীন্দ্রনাথ ঠাকুর

#সংগৃহীত

না পাওয়া ভালোবাসা

Address

Dhaka

Telephone

+8801732067890

Website

Alerts

Be the first to know and let us send you an email when না পাওয়া ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category