
06/05/2025
মানুষ আর ফুল, দু'টোই দূর থেকে সুন্দর,
তাদের মধ্যে রহস্য, তাদের মধ্যে মায়া থাকে😊❤️
ফুল দূর থেকে সজীব, তার গন্ধে ভরা আকাশ,
কিন্তু হাতে নিলে, শুকিয়ে যায় তার সুন্দরতা, হারিয়ে যায় তার আসল রং… 🌸💔
মানুষও যেন ঠিক তেমনই, দূর থেকে এক মায়ার মতো,
কিন্তু কাছে গেলে, তার আসল চেহারা, আসল তিক্ততা, সব বেরিয়ে আসে… 🤔🖤
তবে, ফুল আর মানুষের মধ্যে এক আশ্চর্য মিল—
যতই শুকিয়ে যাক না কেন, তার স্মৃতি থেকে যায়, তাতে জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে… 🌿