
16/09/2025
একটি স্বপ্নের সফল বাস্তবায়ন! আমাদের প্রথম পডকাস্ট "Value Talks"-এর রেকর্ডিং সম্পন্ন হলো।
আজ Digiaid IT পরিবারের জন্য একটি বিশেষ দিন। আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান D-Studio আজ তার আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো, আর কী অসাধারণভাবেই না শুরুটা হলো! আলহামদুলিল্লাহ্।
আজ আমাদের প্রযোজনা প্রতিষ্ঠান D-Studio-এর নতুন পডকাস্ট "Value Talks"-এর প্রথম পর্ব রেকর্ড করা হলো।
আমাদের উদ্বোধনী পর্বের অতিথি ছিলেন মার্কেটার ও আমাদের মেনটর প্রিয় Khalid Farhan। তাঁর মূল্যবান সময় এবং অনুপ্রেরণাদায়ক আলোচনার জন্য আমরা কৃতজ্ঞ।
"Value Talks" শুধু একটি পডকাস্ট নয়, এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা নতুন ধারণা নিয়ে আলোচনা করব এবং সেরাদের কাছ থেকে শিখব।
শীঘ্রই আসছে প্রথম পর্ব। চোখ রাখুন আমাদের পেইজে।
#পডকাস্ট #খালিদফারহান