News Vision

News Vision World Wide Vision
বিশ্বব্যাপী দৃষ্টি

24/10/2024

প্রচণ্ড শক্তি নিয়ে ঘূর্ণিঝড় দানা ভারতের ওড়িশার উপকূলে আঘাত হেনেছে। এরই মধ্যে কয়েক লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে রাজ্য প্রশাসন।
ÑCyclone Dana is expected to make landfall in the early hours of October 25, with wind speeds ranging from 100-110 kmph, gusting up to 120 kmph. In the wake of the cyclone, the Odisha and West Bengal governments have begun evacuating residents and announced the closure of educational institutions in vulnerable regions.

24/10/2024

ঘূর্ণিঝড় দানা এখন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে। তবে এই ঘূর্ণিঝড় বাংলাদেশের সমতলে আসার কোনো আশঙ্কা নেই। মধ্যরাতে ওড়িশা ও পশ্চিমবঙ্গে আঘাত হানবে।
Cyclone 'Dana' has formed over the east-central Bay of Bengal and is set to make landfall as a severe cyclonic storm along the Odisha coast. The cyclone is predicted to bring wind speeds of 100-120 kmph expected to strike on the night of October 24 which is likely to bring widespread impact to the region.

23/10/2024

ক্রমশ ভয়ংকর হয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘দানা’। উপকূলীয় অঞ্চলের মানুষের চোখে আতঙ্ক। আবহাওয়া অফিসের তথ্যমতে, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘দানা’ আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়েছে। আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন- ঘূর্ণিঝড় ডানা সমুদ্রে থাকা অবস্থায় অতি তীব্র ঘূর্ণিঝড় বা Very Severe Cyclonic Storm-এর শক্তি অর্জন করতে পারে। যা ১২০ থেকে ১৬৬ কিলোমিটার বেগে ধেয়ে আসতে পারে।

অন্তবর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন অধ্যাপক ড. ইউনূস। ঘোষনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের।
05/08/2024

অন্তবর্তীকালীন সরকার প্রধান হতে যাচ্ছেন অধ্যাপক ড. ইউনূস। ঘোষনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের।

24/07/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম যা বললেন..

দেখা মাত্রই গু*লির নির্দেশ ***বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন “এট...
19/07/2024

দেখা মাত্রই গু*লির নির্দেশ ***
বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কারফিউ প্রসঙ্গে বলেছেন “এটা অবশ্যই কারফিউ। এটা নিয়ম অনুযায়ীই হবে এবং সেটা শুট অ্যাট সাইট হবে”।
অর্থাৎ, দেখা মাত্রই গু*লির নির্দেশের কথা জানিয়েছেন মি. কাদের।
ঢাকায় গণভবনে ১৪ দলের বৈঠকের পর কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্তের বিষয়ে তিনি সাংবাদিকদের একথা বলেন।

সারা দেশে কারফিউ জারি, সেনা মোতায়েনের সিদ্ধান্ত
19/07/2024

সারা দেশে কারফিউ জারি, সেনা মোতায়েনের সিদ্ধান্ত

রেল চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আজ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত কোথাও কোন...
19/07/2024

রেল চলাচল পুরোপুরি বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে আজ শুক্রবার বেলা দুইটা পর্যন্ত কোথাও কোনো ট্রেন চলাচল করেনি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
রেলওয়ে সূত্র বলছে, সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হচ্ছে ঢাকার ভেতরে কোনো ট্রেন প্রবেশ করবে না এবং ঢাকা থেকে কোনো ট্রেন যাবেও না। কিন্তু বেশির ভাগ ট্রেনই ঢাকায় আসে। ফলে সারা দেশেই রেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

16/08/2023

BIGGEST UK EDUCATION EXPO - 2023
📍UTTARA CLUB - DHAKA
🔖 19 AUGUST 2023 @ 10 AM TO 5 PM
ORGANISED BY AHZ Associates Bangladesh

📌📌 দুই দলের সমাবেশস্থল এতো কাছে কেন?📝 কয়েকদিন ধরে নানা নাটকীয়তার পর অবশেষে সমাবেশের অনুমতি পেলো বিএনপি এবং আওয়ামী লীগে...
27/07/2023

📌📌 দুই দলের সমাবেশস্থল এতো কাছে কেন?
📝 কয়েকদিন ধরে নানা নাটকীয়তার পর অবশেষে সমাবেশের অনুমতি পেলো বিএনপি এবং আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। শুক্রবার (২৮ জুলাই) দুপুরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে আওয়ামী লীগ আর নয়াপল্টনে বিএনপি। অথচ দুইটি সমাবেশস্থল দুই কিলোমিটারেরও কম দূরত্বে। এতে সহিংসতার আশঙ্কা করছে সাধারণ মানুষ। উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে জনমনে। প্রশ্ন উঠছে, কেন দুইটি রাজনৈতিক দলকে একই দিনে এতো কাছাকাছি সমাবেশের অনুমতি দেয়া হলো?

⚽️⚽️  মেসির জোড়া গোলে জয় পেল মায়ামি📌 সকালের সূর্য বলে দেয় দিনটি কেমন যাবে। ঠিক তেমনি বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির খেলা...
26/07/2023

⚽️⚽️ মেসির জোড়া গোলে জয় পেল মায়ামি
📌 সকালের সূর্য বলে দেয় দিনটি কেমন যাবে। ঠিক তেমনি বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসির খেলাও বলে দেয় ম্যাচটিতে কী হতে চলেছে। এবার জোড়া গোল করে নিজের নতুন ক্লাব ইন্টার মায়ামিকে জেতালেন মেসি। ম্যাচটিতে একটি গোলে তিনি অ্যাসিস্টও করেছেন।

📌📌 গাড়িতে উঠায়ে ছেলে বলেছে, ‘যেখানে ইচ্ছে চলে যাও, আর আসবা না’ 🔖 ‘ছেলে এবং ছেলের বউ একটি ব্যাগে কাপড় চোপড় ভরে দেয়। এরপর ...
24/07/2023

📌📌 গাড়িতে উঠায়ে ছেলে বলেছে, ‘যেখানে ইচ্ছে চলে যাও, আর আসবা না’
🔖 ‘ছেলে এবং ছেলের বউ একটি ব্যাগে কাপড় চোপড় ভরে দেয়। এরপর ছেলে ওই ব্যাগসহ একটি গাড়িতে উঠিয়ে দিয়ে বলেছে, চোখ যেখানে যায়, সেখানে চলে যাও। আর আসবা না। আমি মোবাইল নাম্বার চেয়েছি। কিন্তু দেয়নি। গাড়িওয়ালা আমাকে এখানে নামিয়ে দিয়েছে। আমার বাড়ি ঢাকায়। আমি বাড়িতে আমার ছেলের কাছে ফিরতে চাই।’
- এভাবেই বলছিলেন বৃদ্ধা মা শাকিলা বেগম।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when News Vision posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Vision:

Share

Category